You are viewing a single comment's thread from:
RE: "আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ১০১ [তারিখ : ১৫-১০-২০২৩]
প্রথমে ধন্যবাদ জানাই এতগুলো আর্টিকেলের মধ্য থেকে এত চমৎকার চমৎকার আর্টিকেল খুঁজে বের করে সেটা আবার ফিচারড আর্টিকেল নামে আমাদের মাঝে পুনরায় শেয়ার করা জন্য। সত্যি মাকসুদা আপুর জেনারেল রাইটিং পোস্টটি বাস্তব বেশ কিছু ঘটনা নিয়ে তিনি এই পোস্টটি তুলে ধরেছেন। আসলে সত্যিই তো যখন আমরা কেউ বেকার থাকি তখন তো কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না নিজে থেকে কিন্তু যখন কোন ছোট কাজ করি তখন কত রকম কথা না শুনতে হয় পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের কাছ থেকে। আর তাছাড়া আপু ঠিকই বলেছে কেন জানি সকল মানুষ নিজের স্বার্থের ব্যাপারে অনেক বেশি সচেতন কাউকে সাহায্য সহযোগিতা করার ব্যাপারে কোনরকম মন মানসিকতা নেই।