এটি করলার অপশনাল বলা যায়,
কাকরালের ভালো একটা নামই দিয়েছেন আপনি। করলা আমার একদমই পছন্দ না। তবে কাঁকরোল ভাজি আবার খাওয়া হয়। ভালই লাগে কাকরোল ভাজিটা। তবে আপনার কাঁকরোল ভাজি করার পদ্ধতিটা একদমই ভিন্ন। আমার কাছে এ পদ্ধতিটি নতুন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।