RE: মাতৃ দিবস উপলক্ষে//পৃথিবীর সকল মা সুস্থ থাকুক
পিতা মাতা আমাদেরকে জন্ম দিয়েছে খুব ছোট্টবেলা থেকে আমাদেরকে আদর যত্ন করে বড় করেছে এটা তো আমরা সকলেই মানি। কেন তারা আমাদেরকে জন্ম দিয়ে খুব ছোটবেলা থেকে নিজের পরিশ্রম শক্তি টাকা-পয়সা আমাদের পিছনে ইনভেস্ট করে কেনই বা আমাদেরকে বড় করল...?? আমাদেরকে তারা যেমন বড় করেছে এটা ছিল তাদের দায়িত্ব এটা ছিল তাদের কর্তব্য। সেই দায়িত্ব এবং কর্তব্য থেকে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করেছে শুধুমাত্র বৃদ্ধ বয়সে একটু ভালো থাকবে এই ভেবে। আসলেই কি আমরা তাদেরকে বৃদ্ধ বয়সে ভালো রাখতে পারি...??
ভাইয়া আমি আপনার এই কথার সাথে একমত হতে পারলাম না, কারণ আমি বিশ্বাস করি কোন বাবা মা ই তার কোন স্বার্থের বিনিময় নিজের রক্তকে পানি করে ছেলেমেয়েকে মানুষ করে না। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে জন্মের পর থেকে সারা জীবন আগলে রাখে। আর আপনি এটা ঠিক বলেছেন যে একটা নির্দিষ্ট দিনে ক্যাপশন দিয়ে বাবা মাকে ভালোবাসি বলে লোক দেখানো এটা আমিও একদম পছন্দ করি না। খুব সুন্দর লিখেছেন ভাইয়া পড়ে বেশ ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে।