সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করছি। গত। মাসের 5 তারিখে আমরা ফ্যামিলির সবাই মিলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম। হঠাৎ প্ল্যান করেই চলে গেলাম। আগে আরো কয়েকটা পর্ব শেয়ার করেছিলাম। পার্কটা অনেক বড় যার কারণে অনেকগুলো পর্ব হচ্ছে। আজকের পর্বে সেখানে ক্যাবল কার এ উঠার কিছু মুহূর্ত শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
আমরা সবাই মিলে সেখানে লাঞ্চ করে চলে গেলাম কেবল কারে ওঠার জন্য। ক্যাবল কার টা আমার কাছে বেশ ভালো লাগে কারণ উপর থেকে পুরো জায়গাটা দেখা যায়। একবার নন্দন পার্ক এ গিয়ে এরকম ক্যাবল কার এ উঠেছিলাম। তবে সেই পার্কের ক্যাবল কার অনেকটা উপরে ছিলো। ড্রিম হলিডে পার্কের ক্যাবল কার একদম ভালো লাগেনি আমার কাছে। এটা মনে হচ্ছিলো একদম নিচ দিয়ে যাচ্ছে। তবে পুরো পার্ক দেখা হয়েছে এটাই। তাছাড়া এটাতে আমার ভীষন বিরক্ত লেগেছে কেনো জানি।
পার্কের দৃশ্য গুলো ভালো ছিলো। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যগুলো সবচেয়ে সুন্দর ছিল। তবে এই পার্কের বেশিরভাগ জিনিস ছিল আর্টিফিশিয়াল। এটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এতো এতো আর্টিফিশিয়াল জিনিস আসলেই তেমন একটা ভালো লাগে দেখতে। তবে সুইমিং পুলের দৃশ্য গুলো ভালো ছিল। আর আমরা সুইমিং পুলে বেশ এনজয় করেছি। প্রায় ৭/৮ মিনিটের জন্য আমরা ক্যাবল কার এ ছিলাম। কিছু ছবি আর ভিডিও ক্যাপচার করেছি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1942246665253265496?t=PFWhwzCUJKgwvKuTjflKXQ&s=19
https://x.com/IsratMim16/status/1942247222248374656?t=h6e8ZNaAhfmKY4UkZ1o2-w&s=19
https://x.com/IsratMim16/status/1942247750890029267?t=RcAzolSD7bSQXuj1gp78Lw&s=19