ঈদ কেনাকাটার মুহূর্ত || পর্ব ২
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে আমার পরিবারের ঈদ কেনাকাটার আরো একটা পর্ব শেয়ার করছি। গত পর্বে আমার ছোট বোনের এবং আমার জন্য ড্রেস কেনাকাটার মুহূর্তগুলো শেয়ার করেছি। আজকে জুতা কিনার মুহূর্ত গুলো শেয়ার করছি। কিছুদিন আগে আমরা সবাই জুতা কিনেছি তাই এবার ঈদ উপলক্ষে সেভাবে ভালো জুতা কিনা হয়নি। তাও আজাদের শোরুম থেকে আমাদের দুই বোনের জন্য জুতা নিয়েছি।
জামার থেকেও জুতা কিনতে আমার সবচেয়ে বেশি সময় লাগে। জুতা আমার সহজে পছন্দ হয় না। তাই জুতা কিনতে অনেক ঘুরতে হয়। আমরা শুধু একদিন বের হই জুতা কিনার জন্য। এবারও অনেক ঘুরেছি। সেভাবে কিছুই পছন্দ হচ্ছিল না। আমি হাই হিল একবারেই ইউজ করতে পারি না। আবার বেল্ট ছাড়া জুতা পড়তে পারি না। সবকিছু দেখে এরপর জুতা কিনতে হয়। তাই অনেক খুঁজতে হয়। বেশ অনেক দোকান ঘুরেছি। ঈদের আগে আগে ভিড় ও থাকে অনেক।
অনেক দোকান ঘুরে এরপর এই দুই জোড়া জুতা কিনেছি। সিম্পল এর মধ্যে জুতার সোল গুলো বেশ ভালো ছিলো আর একদম সফট ছিলো জুতা গুলো। পড়তেও আরামদায়ক হবে। খুব বেশি ভারী নয় জুতা গুলো তাই পড়তে আরামদায়ক হবে। মিডিয়াম হিল এর মধ্যেও পেয়েছি আর বেল্ট সিস্টেম ছিলো। দাম ও কম ছিলো। ৬০০ টাকা করে নিয়েছে। সবমিলিয়ে ভালোই ছিলো। জুতা কিনা শেষ করে বাসায় চলে এলাম।
![]() | ![]() |
---|
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
কি সুন্দর সুন্দর দেখতে যতগুলো আপু, আমিও খুব সহজে জুতো পছন্দ করতে পারি না। হাই হিল কেন একদম ফ্ল্যাট ছাড়া এখনো যে তুই আমি করতে পারিনা। প্রথম দিকের পাম-শুগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে ছিল। আপনি যে দুটো কিনেছেন সেগুলো বেশ দারুন দেখতে।
https://x.com/IsratMim16/status/1903446250051043571?t=oMws2nFDhzD0grQj_8Puog&s=19
https://x.com/IsratMim16/status/1903453365675376798?t=SxLacRHINyne0GZKjTstKg&s=19
https://x.com/IsratMim16/status/1903459208282141077?t=d9Oij_ILcwDwLWYkEi43Wg&s=19
আপনার চয়েজ কিন্তু দারুণ আপু খুব সুন্দর জুতা নিয়েছেন। আসলে এটা ঠিক বলেছেন জামা থেকে জুতা পছন্দ করাটা অনেক সময়ের ব্যাপার। কারণ
জুতা পছন্দই হতে চায় না। আপনার শপিংয়ের মুহূর্ত গুলো দেখে খুবই ভালো লাগলো।
জুতা পছন্দ করা আসলেই অনেক সময়ের ব্যাপার। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ঈদের শপিংয়ের মুহূর্ত হয়ে থাকে সব থেকে আলাদা। জামা জুতা এগুলো যেন পছন্দই হতে চায় না। পছন্দ মত কিনতে অনেক বেশি সময় লেগে যায়। আপনি এত সুন্দর জুতা কিনেছেন দেখে খুব ভালো লাগলো। জুতা গুলো কিন্তু অনেক বেশি সুন্দর, আপনার চয়েজ কিন্তু সত্যি খুব সুন্দর। এত সুন্দর একটা মুহূর্ত শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে।
পছন্দ মত কিনা আসলেই অনেক সময়ের ব্যাপার। ধন্যবাদ আপনাকেও।
ঈদের শপিং মানেই এক অদ্ভুত উত্তেজনা ,পছন্দের জামা-জুতা খুঁজে পাওয়ার এক রোমাঞ্চকর যাত্রা। আপনার কেনা জুতা গুলো যেন সৌন্দর্যের সঙ্গে রুচির এক দারুণ মিশেল। এমন চমৎকার চয়েজ সত্যিই প্রশংসার যোগ্য। শপিংয়ের এই মিষ্টি দ্বিধা, সময় নিয়ে সেরা জিনিসটা খুঁজে নেওয়ার আনন্দ সবকিছু মিলিয়ে অনুভূতিটাই অন্যরকম। আপনার শেয়ার করা মুহূর্ত যেন ঈদের আনন্দকে আরও একটু কাছ থেকে ছুঁয়ে দেখার সুযোগ দিল, ধন্যবাদ আপু।
ঈদের সময় টুকটাক শপিং না করলে ভালো লাগে না। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
জুতা কেনার সময় আমার অনেক ঘুরাঘুরি করতে হয়। আরামদায়ক জুতা ছাড়া পড়তে পারি না।আপনার পোস্টটি পড়ে আমার জুতা কেনার মুহূর্তে কথা মনে পড়ে গেলো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমারও অনেক সময় লাগে জুতা পছন্দ হতে। একটা দিক হলে অন্য আরেকটা দিক হয় না। আপনারও এমন জেনে ভালো লাগলো।