আমাদের নবীনবরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে আমাদের নবীনবরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করব। ভার্সিটিতে ভর্তি হয়েছি প্রায় তিন মাস হয়ে গেল। আমাদের একটা সেমিস্টার শেষের দিকে। এই শেষ দিকে এসে ভার্সিটি অথরিটি সিদ্ধান্ত নিয়েছে নবীন বরণ অনুষ্ঠান করার। প্রথম ক্লাসে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে সেটা শুধু ডিপার্টমেন্ট আয়োজন করেছিল। তবে এই অনুষ্ঠানটা সব ডিপার্টমেন্ট মিলে আয়োজন করা। গতবছর যারা যারা ভর্তি হয়েছে সবার জন্য এই নবীন বরণ অনুষ্ঠান টা করা হয়েছে। যদিও আমরা এখনো নতুন বলা চলে। যেহেতু এখনো ফার্স্ট সেমিস্টারে রয়েছি। এই অনুষ্ঠানটা হয়েছিল একদম বছরের প্রথমে। জানুয়ারির 4 তারিখে এটা হয়েছিল। ভার্সিটির মাঠে খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ভিতরে যাওয়ার আগে দুই পাশে এরকম ডালা দিয়ে ডেকোরেশন করা। এখানে খুব সুন্দর ভাবে নবীনবরণ লেখা এবং ভার্সিটির লোগো দিয়েও ডিজাইন করা। দুই পাশে এরকম দুটো জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
ভিতরে যাওয়ার পর দেখলাম ভিতরে ডেকোরেশন আরো বেশি সুন্দর। পুরো এরিয়াটা কালারফুল কাপড় দিয়ে উপরে সাজানো হয়েছে। এই ডেকোরেশনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রথমেই গিয়ে আগে কুপন নিয়ে নিলাম। আমরা অনলাইনে আমাদের রেজিস্ট্রেশন করেছি। সেই রেজিস্ট্রেশন লিস্টে স্টুডেন্টদের নাম দেখে কুপন দেওয়া হয়েছে। আর কুপন ছাড়া এর ভেতরে এন্ট্রি নেওয়া অথবা খাবার নেওয়া যাবে না। আমি কুপন নিয়ে ভিতরে গেলাম। এরপর অনেক খুঁজতে খুঁজতে আমাদের ডিপার্টমেন্টের সবাইকে পেলাম। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য পুরো স্টেজ রাতে আলাদা আলাদা সিট বরাদ্দ ছিল। আমাদের ডিপার্টমেন্টের সিট গুলো ছিল মাঝখানের দিকেই। প্রায় দুই হাজার স্টুডেন্ট এর জন্য এ আয়োজন করা হয়েছে। প্যান্ডেলটা অনেক বড় ছিল। আমরা একটু সকাল সকাল গিয়েছি যেন টিচারদের সাথে ছবি তুলতে পারি। ভিতরে যাওয়ার পর সব ফ্রেন্ডের সাথে কিছু ছবি তুললাম এরপর টিচারদের সাথেও ছবি তুলেছি। এরপর একজন ক্যামেরাম্যানকে ডেকে আমাদের সেমিস্টারের সবাই মিলে সব টিচারদের সাথে একটা গ্রুপ ফটো তুললাম। এরপরেই বিসি স্যার চেয়ারম্যান স্যার সবাই হাজির হয় এবং অনুষ্ঠান অফিশিয়ালি ভাবে শুরু হয়।
এই অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় দিকটা ছিল সবার পরিচিত একজন গেস্ট। আয়মান সাদিক কে এই অনুষ্ঠানের গেস্ট হিসেবে আনা হয়েছে। ওনাকে কমবেশি বাংলাদেশের সবাই চেনে। অনলাইন এডুকেশনে বাংলাদেশে উনি প্রথম যাত্রা শুরু করে। উনি মূলত এখানে মোটিভেশনাল স্পিকার হিসেবে এসেছেন। ভার্সিটি লাইফে প্রথম সেমিস্টার হিসেবে যে দিকগুলো খেয়াল রাখতে হবে সে সবকিছু উনি এক্সপ্লেইন করেছে সুন্দরভাবে।
এরপর বেশ কিছু পারফরম্যান্স ছিল। পুরো প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। সাধারণত প্রোগ্রামগুলোতে সবার স্পিচগুলো শুনতে একটু বোরিং লাগে। তবে এখানে দেখলাম দুই তিনটা স্পিচ হয়েছে তারপর একটা করে পারফরমেন্স। এই কারণে স্পিচ গুলো শুনতে তেমন একটা বোরিং লাগেনি। অনেকগুলো পারফরম্যান্স ছিল। বেশ কয়েকটা গান দল নৃত্য সবকিছুই ছিল।
বিশেষ করে চাইনিজ তিনটা পারফরম্যান্স ছিল। দুইটা ছিল মার্শাল আর্ট। আর একটা ছিল লায়ন ড্যান্স। লায়ন ডেন্স টা একদমই নতুন দেখেছি আমি। এটা মূলত চাইনিজ কালচারের মধ্যে অন্যতম একটা ড্যান্স। এই পোশাকের ভিতর একটা মানুষ থাকে যে মূলত পোশাকের উপরের অংশ অর্থাৎ মাথাটার মাধ্যমে পুরো ডান্স কমপ্লিট করে। আমাদের ভার্সিটির সাথে চাইনিজ দের একটা কোলাবরেশন আছে যার কারণে তারা এই পারফরম্যান্স গুলো অ্যারেঞ্জ করতে পেরেছে এখানে। ভিন্ন সংস্কৃতি এগুলা দেখেও ভালো লেগেছে। এরপর আমরা ফুড কুপন নিয়ে খাবার নিয়ে নিলাম। এরপর ক্যাম্পাসে বসে খাওয়া দাওয়া করে বাসায় চলে এলাম। যদিও এ নবীন বরণ অনুষ্ঠান টা একটু দেরিতে করা হয়েছে তবে অনেক সুন্দরভাবে পুরোটা করা হয়েছে আর আমরাও উপভোগ করেছি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
আপনাদের নবীনবরণ অনুষ্ঠানে কাটানো সুন্দর মুহূর্তটা দেখতে খুব ভালো লেগেছে। অনেক ভালো সময় ওখানে কাটিয়েছেন দেখছি। আয়মান সাদিক কে অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছিল এই বিষয়টা তো ভালোই ছিল। এরকম অনুষ্ঠানগুলোতে সুন্দর সময় তো এমনিতেই কাটানো সম্ভব।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
ক্রিয়েটিভ টেকনোলজি ইউনিভার্সিটি হওয়ার জন্যই হয়তো এত সুন্দর সাজ সরঞ্জাম। এক কথায় বলতে গেলে অসাধারণ লাগছে কুলোর উপর নবীর বরণ লেখা এবং কাপড় দিয়ে সাজানো অংশটুকু। চাইনিজদের ওই যে লায়ন ডান্স এর কথা লিখেছেন ওটি খুব বিখ্যাত আমি আগে দেখেছি আর বেশ ভালই করে। ওদের মার্শাল তো খুব ভালো লাগে দেখতে। ফুড প্যাকেটটি দেখে বেশ ভালো লাগলো আশা করি মজাদার খাবার ছিল। কলেজ জীবনে নবীনবরণ বা ফরেসারসের এর গুরুত্বই আলাদা। বলতে গেলে আজীবন কালের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি হয়ে থেকে যায়।
হ্যাঁ খাবারটি বেশ মজার ছিল। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
নবীনবরণ অনুষ্ঠান দেখে অনেক ভালো লাগলো। কতোদিন এই অনুষ্ঠান গুলো দেখা হয় নি।যাইহোক আপু সাজসজ্জা কিন্তু অসাধারণ ছিল। খাবার গুলো দেখে ও লোভ সামলানো মুশকিল। নিশ্চয় অনেক মজা করেছেন।ধন্যবাদ আপনাকে।
এই অনুষ্ঠান আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
নবীন বরণ অনুষ্ঠানে দেখছি খুব ভালো সময় কাটিয়েছিলেন। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে ওখানে গেস্ট হিসেবে আয়মান সাদিক গিয়েছিল এটা দেখে। ওনাকে কেনা চেনে। সবকিছু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। খাবারগুলো দেখছি অনেক লোভনীয়। দেখেই তো লোভ লাগলো। সব মিলিয়ে ভালো লাগলো আপনার পুরো পোস্ট পড়তে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
প্রথমেই বলি জাষ্ট অসাধারণ হয়েছে সার্বিক সাজসজ্জা। আর বিশেষ গেষ্টকে দেখে সত্যিই ভালো লাগলো। আপনার পোস্ট পড়ে আমার পুরনো দিনের কথা মনে পরে গেল। যাইহোক আপনার শিক্ষা জীবন সফল এবং সুন্দর হোক এই কামনা করি।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
বেশ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেখছি আপনাদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।আর বিশেষ করে আপনার নবীনবরণ অনুষ্ঠানের মধ্য আমাদের সকলের প্রিয় আয়মান সাদিক স্যার কে দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনারা সকলেই অনুষ্ঠান টি খুবই সুন্দর ভাবে উপভোগ করার চেষ্টা করেছেন।
হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। আমরা সবাই মিলে খুব সুন্দর ভাবে এই অনুষ্ঠান উপভোগ করেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
নবীন বরণ মানেই নতুন কে স্নেহের সাথে বরণ করে নেওয়া। এমন নবীনবরণ অনুষ্ঠানে আমি বেশ কয়েকবার উপস্থিত হয়েছি। দারুন প্রোগ্রাম এর মধ্য দিয়ে নতুন কে বরণ করে নেওয়া হয়ে থাকে। আপনার নবীন বরণ অনুষ্ঠান জাতীয় পোস্ট আমাকে পূর্বের দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে। অনেক ভালো লাগলো সুন্দর এই পোস্ট দেখে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
২০১১ সালের কথা মনে পড়লো। এছাড়াও ২০১৩ সাল। বেশ কয়েকটা নবীনবরণ অনুষ্ঠান আমাদেরকে নতুন কিছু শিখিয়েছিল। নতুনরা বরণ হয়েছিল আবার আমরাও প্রথমে বরণ হয়েছিলাম সিনিয়রদের কাছে। খুবই ভালো লাগার মুহূর্ত ছিল তখন।
চমৎকার মন্তব্য করেছেন আপনি। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://x.com/IsratMim16/status/1878697192225169499?t=CyJhCieobH821Bt8OVq0TA&s=19