ড্রিম হলিডে পার্কে কাটানো মুহূর্ত || পর্ব ১০
আসসালামু আলাইকুম
প্রায় সব দিকে ঘুরাঘুরি শেষ করে আমরা একদম শেষ মুহূর্তে এখানে গিয়েছিলাম। তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। এই ধরনের পার্কে গুলোকে এরকম একটা হরর টাইপ কিছু সব সময় থাকে। বেশ অনেকটা জায়গা জুড়ে এই ভূতের বাড়িটা তৈরি করা। আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে বিশেষ করে বাইরের দিকটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা। সেখানকার টিকেট কাউন্টার টা অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল। ডেকোরেশন এর প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে করেছে।
আমাদের যেহেতু ফ্যামিলি প্যাকেজ ছিল তাই আর টিকেট নিতে হয়নি। আমার সরাসরি সেখানে গেলাম। প্রথম দিকে পুরোটা অন্ধকার ছিল যার কারণে একটু ভয় লেগেছে। তবে আর্টিফিশিয়াল কিছু সাউন্ড আর কিছু দৃশ্য দেখানো হয় আর কিছুই না। ভয়ের কিছুই নেই সেখানে। আমরা সবাই মিলে উল্টো আরো বেশ মজা করেছি। তারপর পুরোটা হেঁটে হেঁটে অন্য দিক দিয়ে বাইরে বের হলাম। তবে যে সাউন্ড গুলো ইউজ করা হয়েছে সেগুলো মোটামুটি ভয়ংকর ছিল। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালই লেগেছে এটা।
উপরের ছবিতে যেরকম তুষারের পর্বত দেখা যাচ্ছে এটার ভিতরেই মূলত এই ভূতের বাড়ি তৈরি করা। বাইরে থেকে পেঙ্গুইন সাজানো ছিল এটা দেখতেও বেশ ভালো লাগছিল। দূর থেকে দেখে মনে হচ্ছিল সত্যিকারের পেঙ্গুইন দাড়িয়ে রয়েছে বরফের মধ্যে। আর ভূতের বাড়ি থেকে বের হওয়ার রাস্তার মধ্যে একটা হনুমান তৈরি করা। আর সেই রাস্তা দিয়ে বের হলেই খুব সুন্দর একটা ছোট ব্রিজ রয়েছে।
ভূতের বাড়ির এই এরিয়াটুকু আমার বেশ ভালই লেগেছে। এখান থেকে বের হয়ে আমরা আরো কিছুক্ষন ঘুরলাম। সন্ধ্যার পর পর্যন্ত পার্ক খোলা ছিল। সন্ধ্যা পর্যন্তই আমরা সেখানে ছিলাম এবং রাতে দৃশ্যগুলো আরো সুন্দর লাগছিল দেখতে। সেগুলো পরবর্তী পর্বে শেয়ার করব।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1944450288666247251?t=HQYHbIyjtpo7dIbO084GOw&s=19
https://x.com/IsratMim16/status/1944450939810926890?t=uuO414nhK3MZi78xy2LoVQ&s=19
https://x.com/IsratMim16/status/1944451169465913605?t=NpKcY_6nfhiB-67v9Rgxig&s=19
https://x.com/IsratMim16/status/1944451492532097315?t=GlgNCjaYwn5kLT-1mt95Hg&s=19