পেস্তা বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা পোস্ট নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে একটা ওয়ালমেট তৈরি। আজকের এই ওয়ালমেট টা আমি তৈরি করেছি কার্ডবোর্ড এবং পেস্তা বাদামের খোসা দিয়ে। পেস্তা বাদামের খোসা দিয়ে অনেক সহজে অনেক সুন্দর জিনিস তৈরি করা যায়। এর আগে কখনো এরকম ওয়ালমেট তৈরি করা হয়নি। এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে দেয়ালে রাখার পর আরও বেশি ভালো লাগছিল দেখতে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- কার্ডবোর্ড
- পেস্তা বাদামের খোসা
- পোষ্টার রং
- গ্লু
- কাঁচি
প্রথমে আমি একটা কার্ডবোর্ডের মধ্যে পেন্সিল কম্পাস দিয়ে দুইটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এবার সেই অনুযায়ী আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার কার্ডবোর্ড থেকে কাটা সেই গোল অংশের উপর পেস্তা বাদামের খোসা গুলো বসিয়ে দিলাম গ্লু দিয়ে। দুইটা করে পেস্তা বাদামের খোসা উপর করে বসিয়ে দিয়েছি এগুলোর উপরে।
![]() | ![]() |
---|
এভাবে ডিজাইন করে আমি পুরো কার্ডবোর্ডের গোল অংশের উপর পেস্তা বাদামের খোসা গুলো বসিয়ে দিলাম।
এবার আমি এই পেস্তা বাদামের খোসা গুলো পোস্টার রং দিয়ে রং করে নিয়েছি। কালারফুল দেখার জন্য আমি এখানে তিনটা কালার ব্যবহার করেছি এবং কিছুটা পেস্তা বাদামের খোসা ন্যাচারাল রেখেছি। যাতে একটু কালারফুল দেখায় পুরো ওয়ালমেট টা। এভাবে আজকের এই ওয়ালমেট টা তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1944076023781634512?t=qsQxpYNM7bZFFmIF_noHcQ&s=19
বাদামের খোসা দিয়ে ওয়ালমেট তৈরি আইডিয়াটা কিন্তু দারুণ আপু। এরকম সব নতুন নতুন সৃষ্টি দেখতেও ভালো লাগে। ওয়ালমেটটি দেখতে আসলেই অনেক বেশি সুন্দর হয়েছে। বেশ অনেকটা সময় নিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে। এরকম ওয়ালমেট ঘরে সাজিয়ে রাখলে আসলেই অনেক সুন্দর লাগবে। প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।
পেস্তা বাদামের খোসা দিয়ে তৈরি করা ওয়ালমেটটি বেশ সুন্দর হয়েছে। কালারফুল হওয়ার কারনে দেখতে বেশি সুন্দর লাগছে। নতুন কোন কিছু দিয়ে যদি কিছু বানানো যায় তবে বেশ ভালো লাগে নিজের কাছে। ধন্যবাদ ওয়ালমেট বানানোর পদ্ধতি শেয়ার করার জন্য।
এরকম ভাবে ওয়ালমেট তৈরি করার পদ্ধতি আমি আরো আগেও দেখেছিলাম৷ আজকে যেভাবে আপনি এত সুন্দরভাবে এটি শেয়ার করেছেন তা দেখে আরো অনেক বেশি ভালো লাগছে৷ এখানে এই পেস্তা বাদামের খোসার মধ্যে যেভাবে আপনি এত সুন্দর রং করেছেন এবং এটিকে এখানে ওয়ালমেট এর মধ্যে বসিয়েছেন তা একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷
ওয়াও দারুন ভাবে এটা তৈরি করেছেন তো আপনি। আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে।এই ধরনের কাজ গুলো আমি সব সময় পছন্দ করি।এটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। আপনার কাজ গুলো সব সময় দেখার অপেক্ষায় থাকলাম।
অও,অসাধারণ হয়েছে আপনার তৈরি ওয়ালমেটটি।তাছাড়া আপনার তো দারুন বুদ্ধি,পেস্তা বাদামের খোসা দিয়ে সুন্দর একটি হাতের কাজ করেছেন।তাছাড়া এর মধ্যে ফাঁকা জায়গায় কিছু যুক্ত করলে আরো আকর্ষণীয় হবে,ধন্যবাদ আপনাকে।