প্রকৃতিতে বসন্তের আগমন
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
প্রকৃতিতে কিন্তু বসন্তের আগমন ঘটেছে। বাংলার ছয় ঋতুতে প্রকৃতি একেক সময় একেকটা সৌন্দর্য সেজে ওঠে। এক একটা সিজনে একেক ধরনের ফুল ফোটে। বসন্তের অন্যতম ফুল গুলো হচ্ছে কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ। আমার আজকের এই পোষ্টের মাধ্যমে আপনারা কিছুটা হলেও পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু শীত খুব একটা নেই। মোটামুটি গরম পড়ে গেছে বলা যায়। বেশ কয়েকদিন ধরে ভার্সিটিতে বিভিন্ন কারণে ছুটি যাচ্ছে। ক্লাস না থাকলেও অন্যান্য সব কাজের প্রেসার অনেক ছিল। সব মিলিয়ে অনেকটাই বিরক্ত হয়ে গেলাম। কালকে থেকে আবার ক্লাস শুরু হচ্ছে। তাই আজকে সকালে একটু বের হলাম।
প্রত্যেক বছর বসন্ত তে আমার এই জায়গাটাতে যাওয়া হয় ফটোশুটের জন্য। তবে আজকে যখন গিয়েছিলাম তখন এরকম কোন মনোভাব ছিল না। আমার মাথাতেও আসেনি যে এত তাড়াতাড়ি পলাশ ফুল ফোটে যাবে। তারপর আমরা ফ্যামিলির আরো কয়েকজন মিলে বিকেলের দিকে বের হলাম ঘুরাঘুরি করার জন্য। গিয়ে দেখলাম এই জায়গাটাতে পলাশ ফুল ফুটে রয়েছে। আমি তো দূর থেকে দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। পুরো গাছে ফুল ফুটে থাকে। এটা দেখতে সত্যিই আরো ভালো লাগে। আর কমলা রঙের এই ফুল গুলো দূর থেকেই দৃষ্টি আকর্ষণ করে নেয়। অনেক দূর থেকেই ফুলগুলো দেখা যাচ্ছিল। আমারতো দূর থেকেই ভালো লাগছিল তাই তাড়াতাড়ি কাছে চলে গেলাম।
এই জায়গা তে যাওয়ার সাথে সাথে ফুল ঝরে পড়ল। মনে হচ্ছিল যেন ফুল আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ সেখানে ছিলাম। কিছুক্ষণ পর পর টুপ করে ফুল পড়ছিল। এই দৃশ্যগুলো সত্যিই ভালো লাগছিল দেখতে। তারপর আমরা সবাই মিলে কিছু ফুল কুড়িয়ে নিলাম। ফুলগুলো সত্যি দারুন ছিল। সেই সাথে আমি বেশ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করলাম। আর এই ফটোগ্রাফি গুলোর মধ্যে আমার কাছে একদম উপরের ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে।
সেখানে খুব সুন্দর বসার জায়গা ছিল। আমরা সবাই সেখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম এবং ফটোশুট করলাম। এই সময় আবার গাছে বসে কোকিল ডাকছিল। পুরোপুরি বসন্তের আগমন ঘটেছে প্রকৃতিতে। পলাশ ফুলে সৌন্দর্য এবং সাথে কোকিলের কন্ঠ সবমিলিয়ে মুহূর্ত গুলো দারুন ছিল। তাই ভাবলাম আপনাদের সাথে মুহূর্তগুলো শেয়ার করি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
ফাল্গুনী হাওয়ায় মন মাতানো ফুলের সুবাস,কোকিলের কন্ঠে গান সব মিলিয়েই ঋতুরাজ বসন্ত এসেছে।সেই সুন্দর ফটোগ্রাফি ছিল ফুলের।দেখে সত্যি ই মনে হচ্ছে কেউ যেনো বসন্তের শুভেচ্ছা জানাচ্ছে।আপনি সুন্দর অনুভূতি গুলো শেয়ার করেছেন আপু। সুন্দর সময় কাটিয়েছেন সবাই মিলে।ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
হ্যাঁ সবাই মিলে খুব একটি ভালো সময় কাটিয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
https://x.com/IsratMim16/status/1891154733064245518?t=XAHT8ztm5_tHKjVkh3M8DA&s=19
শীতশেষে আমাদের মধ্যে বসন্তের আগমন ঘটেছে। বসন্তে শিমুল, পলাশ এবং কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। আপনি তো চমৎকার পলাশ ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। জায়গাটি দেখে আমারই তো মনে হচ্ছে শাড়ি পড়ে ছবি তুলতে যাই। ফটোগ্রাফি গুলো দেখে এত ভালো লাগছে কি বলবো। অবশেষে বসন্ত তার সৌন্দর্য নিয়ে আমাদের মধ্যে এসেই গেলো।পরিবারের কয়েকজন মিলে বেশ সুন্দর একটি জায়গায় ঘুরাঘুরি করেছেন তাহলে।সত্যি পলাশ ফুল আর সাথে কোকিলের ডাক একেবারে বসন্ত। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।
আমরাও পরিবারের কয়েকজন মিলে আসলে খুব ভালো সময় কাটিয়েছি। আমার কাছে বেশ ভালই লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে আসে নতুনত্বের ছোঁয়া। বসন্ত ঋতু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বসন্তে শিমুল, পলাশে প্রকৃতিটা আরো বেশি সুন্দর হয়ে যায়। এরকম ফুল পড়ার দৃশ্য দেখলে তো ভীষণ ভালো লাগে। সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছেন জেনে খুবই ভালো লাগলো আপু। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বসন্তের আগমনে প্রকৃতির যে পরিবর্তন আসে, তা সত্যিই অসাধারণ। শিমুল ও পলাশের ফুলে যেন প্রকৃতির রঙিন চিত্র অঙ্কিত হয়, যা মনকে একেবারে নতুনভাবে উদ্ভাসিত করে। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো, এবং এই সুন্দর মুহূর্তগুলোর বর্ণনা দিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার সময় কাটানোর এই অভিজ্ঞতা সত্যিই দারুণ ছিল।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
এত সুন্দর কালারের কৃষ্ণচূড়া ফুল দেখে তো খুব ভালো লাগলো। আপনি ঠিকই বলছেন প্রকৃতিতে বসন্তের আগমন এসে গেছে। এখন শীত কমে গেছে আর গরমের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করেএই ঋতুতে আমরা কৃষ্ণচূড়াফুল অনেক বেশি দেখে থাকি। বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি দেখলাম আপনার আজকে ব্লগের মাধ্যমে। ফটোগ্রাফি এবং সুন্দর বর্ণনা জাস্ট অসাধারণ ছিল।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলেই ঠিক বলেছেন আপনি, প্রকৃতিতে বসন্তের আগমন ঘটছে এখন। আর এই মুহূর্তটা সত্যি অনেক বেশি সুন্দর। আপনার পোষ্টের মাধ্যমে পলাশ ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই সময়টা আমার কাছে দারুন লাগে। আপনি দেখছি অনেক ভালো সময় অতিবাহিত করেছেন। সব মিলিয়ে আমার কাছে আপনার আজকের পোস্টটি পড়তে অনেক ভালো লেগেছে।
আপনাদের ভালোলাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
বসন্ত আমার অনেক বেশি পছন্দের। আর বসন্তে যখন চারপাশে শিমুল, পলাশ ফুলগুলো ফোটে তখন দেখতে খুব সুন্দর লাগে। সবমিলিয়ে এই সময়টাতে বাহিরে ঘুরতে বের হলেও দারুন লাগে। আপনি এতটা ভালো সময় অতিবাহিত করেছেন দেখে ভালো লেগেছে। আর পলাশ ফুলের খুবই সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার পোস্টের মাধ্যমে এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেরে ভালো লাগছে।
ফুলের সৌন্দর্য উপভোগ করতে পেরে আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।