ক্লে দিয়ে পুতুল তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে ক্লে দিয়ে একটা পুতুল তৈরি করে শেয়ার করছি। যদিও এটা খুব সিম্পল। তবে আমার কাছে এসব জিনিস গুলোই ভালো লাগে। অনেকদিন হলো ক্লে দিয়ে কোন কিছু তৈরি করা হচ্ছে না। রঙিন কাগজ দিয়ে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জিনিস তৈরি করেছি। তাই একটু ভিন্নতা আনার জন্য এটা তৈরি করলাম আজকে। আশা করছি আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন শুরু করা যাক।
পুতুলের সর্বশেষ ফটোগ্রাফি
- ক্লে
প্রথমে আমি একটু সাদা রংয়ের ক্লে নিয়ে নিলাম। এবার এটাকে গোল এবং চ্যাপ্টা করে একটা মুখের আকৃতি তৈরি করে নিয়েছি। মুখের নিচে আমি অন্য কালারের একটু ক্লে দিয়ে জামার মতো তৈরি করে নিয়েছি। তারপর হাতগুলো আবারো সাদা রঙের ক্লে দিয়ে তৈরি করে নিলাম।
এবার আমি মাথার ওপর গোলাপি রঙের ক্লে দিয়ে দুইটা কান তৈরি করে নিয়েছি। একই সাথে চোখ এবং নাক তৈরি করে নিলাম।
জামার সাথে ম্যাচিং করে মাথায় একটা ক্লিপ তৈরি করে নিয়েছি। তারপর জামার মধ্যে কিছু বোতাম দিয়ে দিলাম।
সবশেষে পুতুল টার পা গুলো দিয়েছি সাদা রং এর ক্লে দিয়ে। এভাবে সম্পূর্ণ পুতুলটা তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1953504292842754327?t=ihwTZCcxZKlGD_SM93tDIA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ক্লে দিয়ে পুতুল তৈরি করেছেন দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। অনেক সুন্দর ভাবে পুতুলটি তৈরি করে উপস্থাপন করেছেন আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার আইডিয়া কিন্তু অসাধারণ। আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর পুতুল তৈরি করেছেন। তবে আপনার বানানো এই পুতুল যদি ছোট বাচ্চারা পায় খেলাধুলা করতে খুব পছন্দ করবে। আর ক্লে নরম এই কারণে যে কোন কিছু বাড়াতে সুবিধা হয়। খুব সুন্দর করে ক্লে দিয়ে পুতুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে । আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর কিছু রংয়ের ক্লে দিয়ে আপনি সুন্দর একটি পুতুল তৈরি করেছেন যা দেখতে খুবই সুন্দর হয়েছে। যে রঙের ক্লে গুলি আপনি ব্যবহার করেছেন তা দেখতে ভীষণই সুন্দর হয়েছে। আর তার সাথে নিখুঁত হয়েছে আপনার কারুকার্য। এমন সুন্দর একটি পুতুল দেখে বেশ ভালো লাগলো।
আপনাদের ভালো লাগাই আমার কাজের সার্থকতা ।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সব সময় আপনার কাছ থেকে ক্লে দিয়ে এত চমৎকার কিছু জিনিস দেখতে পাচ্ছি৷ আজকে যেভাবে আপনি এই চমৎকার পুতুল তৈরি করেছেন তা দেখে একবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এই ক্লে দিয়ে যেভাবে আপনি এই চমৎকার একটি পুতুল তৈরি করে ফেলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এই পুতুল তৈরি করার ধাপগুলো একের পর এক খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এতো চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
ক্লে দিয়ে পুতুল তৈরি করার পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। পুতুলটি অনেক ভালো লেগেছে আপু। চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।