ভ্যালেন্টাইন ডে ক্র্যাফট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
ওয়ালমেটের সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- A4 পেপার
- গ্লু
প্রথমে আমি একটা A4 সাইজের পেজ নিয়ে নিলাম। এবার পেজের চারপাশে নিচে দেখানো ছবির মত চিকন চিকন চার টা ভাঁজ দিয়ে দিলাম। চার পাশেই এরকম ভাজ করে নিয়েছি।
![]() | ![]() |
---|
এবার সাইডের চার পাশে কোনা গুলো কেটে নিয়েছি। ছবির মত কিছু ডিজাইনে কেটে নিলাম।
![]() | ![]() |
---|
এবার আমি চারপাশে ভাজ গুলো কে রোল করে নিয়েছি। এভাবে কাগজের চারপাশে ডিজাইন করে ফ্রেমের মতো তৈরি করে নিলাম।
এবার লাল রঙের একটা কাগজ চিকন এবং লম্বা করে কেটে নিয়েছি। এবার কাগজের উপরের দিকে একটা গিট মেরে দিলাম। এটা খুব সাবধানের সাথে করতে হবে, না হলে কাগজটা ছিঁড়ে যাবে।
![]() | ![]() |
---|
এরপর বাকি কাগজগুলো একটার পর একটা দিক অনুযায়ী ভাঁজ দিয়ে দিলাম। আসিফের বাকি কাগজের মাথার টুকু ভাঁজের ভেতরে ঢুকিয়ে দেবো।
তারপর কোনা গুলো হাত দিয়ে একটু চিকন করলেই এটা থ্রিডি স্টার তৈরি হয়ে যাবে। এভাবে বেশ কয়েকটা স্টার তৈরি করে নিলাম।
এবার আমি আগে তৈরি করা ফ্রেমটার মধ্যে লাভ শেপ একে নিলাম।
তারপর লাভ শেপের ওপর স্টারগুলো বসিয়ে দিলাম। আর নিচে শুভেচ্ছা বার্তাটা লিখলাম। এভাবেই আজকের ভ্যালেন্টাইন ডে এর কার্ড টা তৈরি করে নিয়েছি।
ধন্যবাদান্তে
@isratmim
তারায় ভরা ভালোবাসা। জমজল করুক এবং টিকে থাকুক আজীবন। আপনার তৈরি করা ভালোবাসার দিনের এই কাগুজে ক্রাফটি সত্যিই খুব চোখে লাগছে। কী অপূর্ব বানিয়েছেন আপু। আপনার হাতের কাজের প্রশংসা করি।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।
বাহ আপু আপনি তো দেখছি দারুন একটা ক্রাফট তৈরি করে ফেললেন ভালোবাসা দিবস উপলক্ষে।যদিও ভালোবাসার কোন নির্দিষ্ট দিন বা সময় নেই। তবুও অনেকে এই দিনটাকে জাঁকজমক ভাবে পালন করে থাকে। আজকের দিনে আপনি দারুন একটা ক্রাফট তৈরি করেছেন। থ্রিডি স্টারগুলো তৈরি করা একটু ঝামেলার হয়ে থাকে। তবে তৈরি করার পর দেখতে দারুন লাগে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ । আপনার জন্য শুভকামনা রইল।
ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আপু। ভালোবাসা দিবস উপলক্ষে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে অনেকটা সময় নিয়ে কার্ড তৈরি করেছেন। এরকম কার্ডগুলো ভীষণ ভালো লাগে। প্রিয় মানুষকে এরকম কার্ড উপহার দিলে কিন্তু বেশ হয়। ভালোবাসা দিবসের দিনে এরকম একটি কাজ দেখে খুব ভালো লাগলো আপু। এরকম স্টার তৈরি করতে বেশ ধৈর্যের প্রয়োজন। ধর্য নিয়ে খুব সুন্দর একটি কার্ড তৈরি করে বিস্তারিত সহকারে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে খুব ভালো লাগলো
এটা ঠিক বলেছে এ ধরনের কার্ডগুলো তৈরি করতে সময় ও ধৈর্য প্রয়োজন হয়। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য দেখে।
আমার কাছে ভ্যালেন্টাইন ডে ক্র্যাফট পুরোটাই খুব সুন্দর লেগেছে। আপনি সত্যি অনেক সুন্দর ডাই তৈরি করতে পারেন। আসলে চেষ্টা করার ফলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনি আপনি প্রতিনিয়ত চেষ্টা করার কারণে সুন্দর সুন্দর ডাই তৈরি করতে পারছেন। এভাবে যদি চেষ্টা করেন, তাহলে আরো অনেক সুন্দর ডাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপু সুন্দর একটা ভ্যালেন্টাইন ডে ক্র্যাফট তৈরি করে শেয়ার করার জন্য।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
এত সুন্দর একটা ভ্যালেন্টাইনস ডে ক্রাফট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই ক্রাফট। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে দেখতে সুন্দর লাগে। আপনি যদি এটা কাউকে উপহার দেন তাহলে সে অনেক খুশি হবে। আমার তো খুবই পছন্দ হয়েছে এটা। আপনার এত সুন্দর একটা দক্ষতা মূলক কাজ দেখেই ভালো লাগলো।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজে সার্থকতা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন আপু। ভালোবাসার মানুষকে এমন কার্ড গিফট করলে তো খুব খুশি হবে হা হা হা। একেবারে নিখুঁতভাবে কার্ডটি তৈরি করেছেন। বিশেষ করে স্টার গুলো দেখতে বেশি সুন্দর লাগছে। যাইহোক এতো চমৎকার একটি কার্ড আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করে তোলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য রইল শুভকামনা।
ভ্যালেন্টাইন উপলক্ষে ভ্যালেন্টাইন ডে ক্র্যাফট তৈরি করেছে যা ভীষণ চমৎকার সুন্দর হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে আপনার ভ্যালেন্টাইন ডে ক্র্যাফট টি।ধাপে ধাপে ভ্যালেন্টাইন ডে ক্র্যাফট তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
কি টেলেন্ট আপনার। টেলেন্ট দেখে মুগ্ধ। ভিতরে লাভ আকৃতিটা খুবই সুন্দর হয়েছে। চমৎকার ভ্যালেন্টাইন ডে ক্র্যাফট তৈরি করেছেন। ধন্যবাদ।
ভ্যালেন্টাইন ডে ক্র্যাফট দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। বিশেষ দিনে বিশেষ কিছু উপস্থাপন করতে অনেক ভালো লাগে। দেখতে খুবই সুন্দর এবং কালারফুল হয়েছে আপু। দারুন লাগছে দেখতে।