নাটক রিভিউ || "পিক আপ লাগবে?"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "পিক আপ লাগবে?" নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। এর মধ্যে বাস্তব সমাজের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | পিক আপ লাগবে? |
---|---|
গল্প | দয়াল সাহা |
পরিচালনা | রিফাত মজুমদার রিংকু |
অভিনয়ে | ইয়াশ রোহান এবং তাসনিয়া ফারিন সহ আরো অনেকে। |
সময়কাল | ৫৬:২৯ |
নাটকে ইয়াস রোহান শেয়ার ব্যবসায় বেশ বড় একটা লস খায়। সে প্রায় ১৫ লক্ষ টাকার মতো ঋণগ্রস্ত। এটা নিয়ে সে অনেক বেশি হতাশায় ভুগছে। সে দিনের বেলা বাসা থেকে বের হতে পারেনা। পাওনাদাররা তাকে ধরে ফেলে। রাতের বেলা লুকিয়ে এসে মাঝেমধ্যে বের হয় নায়িকার সাথে দেখা করার জন্য। অন্যদিকে নায়িকার জন্য তার বাবা-মা বেশ ভালো ভালো পাত্র দেখছিল তবে সে কোনটাতেই রাজি হচ্ছিল না। কারণ তারা অতপরকে অনেক ভালোবাসতো। একদিন হঠাৎ করে বসে তারা সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা বিয়ে করে ফেলবে। এতে মেয়ের ফ্যামিলির সমস্যা ছিল। কারণ ছেলে ঋণগ্রস্ত এবং কোন চাকরি-বাকরি নেই। অন্যদিকে ছেলের মা রাজী কারণ এরকম বিপদে পাশে থাকা মানুষ গুলো ভালো মনের মানুষ হয়। এরপর পরিবারের অমতে তারা বিয়ে করে ফেলে। তাদের ফ্যামিলিতে অভাব থাকলো তারা সবাই সবাইকে ভালোবাসতো।
এভাবেই তাদের সংসার চলছিল। পাওনাদার রা বাসায় এসে তাদের কথা শুনিয়ে যেত। এভাবেই চলছিল। হঠাৎ একদিন নায়িকা একটা বিজনেসের আইডিয়া দেয়। ঢাকা শহরে বেশিরভাগ মানুষের ভাড়া থাকে। আর কিছুদিন পর পর তারা এক বাসা থেকে অন্য বাসায় শিফট হয়। এর জন্য তাদের পিকআপ থেকে শুরু করে অন্য বাসায় শিফটিং এগুলোর জন্য লোক প্রয়োজন। সে আইডিয়াটা একটা পিকআপ এর বিজনেস শুরু করার জন্য যেখানে করে তারা বাসার মালামাল গোচবাচ থেকে শুরু করে অন্য বাসায় ঠিকঠাক ভাবে পৌঁছে দেওয়ার কাজগুলো করবে।
ওই আইডিয়া থেকে তাদের এই বিজনেসটা শুরু হয়। প্রথম কয়দিন তারা সেভাবে কোন রেসপন্স পাইনি। তারপর হঠাৎ করে বেশ কয়েকটা অর্ডারের কল পায় তারা। এভাবে আস্তে আস্তে তাদের বিজনেসটা বড় হয়। শেষে গিয়ে তাদের ফ্যামিলিও সবকিছু মেনে নেয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
এই নাটকের গল্পটা একদমই ভিন্নধর্মী ছিল। নাটকে ভালোবাসার গল্পের পাশাপাশি খুব সুন্দর একটা বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ আছে যাদের মাথার উপরে এত এত ঋণের বোঝা। জীবনে একবার ভেঙে পড়ে অনেকেই উঠে দাঁড়ানোর সাহস পায় না। নাটকে একবার ভেঙ্গে পড়ে পরবর্তীতে উঠে দাঁড়ানোর চিত্রটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এত ঋণের কারণে সে হতাশায় ছিল এবং পরে একটা ভালো বিজনেস প্ল্যানিংয়ের মাধ্যমে তারা সবকিছু কাটিয়ে ওঠে। আসলে জীবনে একভাবে উপরে উঠতে না পারলে অন্যভাবে চেষ্টা করা উচিত। এই সবকিছু নাটকের গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও নাটক রিভিউ টা ভালো লাগবে।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1902025635830333930?t=Gm2c52ikVQuvHkxhB0BUzw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
জীবনের উত্থান-পতন আর বাস্তবতার ছোঁয়া নিয়ে এমন ভিন্নধর্মী গল্প সত্যিই প্রশংসার দাবিদার। হতাশার অন্ধকার থেকে উঠে আসার শক্তি আর নতুনভাবে পথ খোঁজার অনুপ্রেরণা নাটকটিকে আরো গভীরতা দিয়েছে। গল্পের উপস্থাপনা, বাস্তব চিত্রায়ন এবং আশা জাগানোর বার্তাগুলো দারুণ লেগেছে! রিভিউটি সুন্দরভাবে সাজানো হয়েছে, পড়ে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেল। ধন্যবাদ আপু নাটকটি শেয়ার করার জন্য।
নাটকের গল্পটা আসলেই বাস্তবমুখী ছিল। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপু আপনার রিভিউ পড়ে বুঝতে পারছি এটা একদম বাস্তবধর্মী একটি নাটক। বিপদে হাল ছেড়ে না দিয়ে অন্যভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। এই নাটকে এই বিষয়টা খুব সুন্দর ভাবে তুলে ধরেছে। এই ধরনের নাটক দেখতে খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ নাটকের রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
ঠিক বলেছেন আপু, নাটকে খুব চমৎকার একটা বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
এই নাটকটি একবার দেখতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আর দেখা হয়নি। তবে এই নাটকের রিভিউ পড়ে ভীষণ ভালো লাগলো। আসলে বিপদের সময় ভালোবাসার মানুষ পাশে থাকলে অনেক কিছুই করা সম্ভব। তাছাড়া ফারিন খুব সুন্দর একটি আইডিয়া দিয়েছিল। ঢাকা শহরের বেশিরভাগ মানুষ তো কিছুদিন পরপর বাসা পাল্টায়। যাইহোক এতো চমৎকার একটি নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তাদের এই বিজনেস আইডিয়াটা আসলেই চমৎকার ছিল। পোস্ট পড়ে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ পোস্ট শেয়ার করেছেন আপু।এ ধরনের ভিন্নধর্মী নাটকগুলো দেখতে আমার ও ভালো লাগে। সুন্দর রিভিউ করেছেন।সময় সুযোগ হলে দেখব আশাকরি।ধন্যবাদ জানাই শেয়ার করার জন্য।
নাটকটা দেখলে আশা করি ভালো লাগবে আপনার কাছে। গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য।
এটা ঠিক বলেছেন, অল্প সময়ের মধ্যে নাটকের গল্প গুলো জানা যায়। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া।
রোহান আর তাসনিয়া ফারিন এর নাটক গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজ আপনি তাদের অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। আমার কাছে তো খুব ভালো লেগেছে পুরো রিভিউ পোস্ট পড়তে। নাটকটা খুব ভালো লেগেছে, তাই ভাবছি সময় পেলে নাটকটা আমি দেখব।
ওদের জুটিটা আমারও বেশ ভালো লাগে। সময় করে নাটকটা দেখার চেষ্টা করবেন আপু। আশা করছি ভালো লাগবে।