নাটক রিভিউ || "মনেরই রঙে রাঙিয়ে"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "মনেরই রঙে রাঙিয়ে" নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | মনেরই রঙে রাঙিয়ে |
---|---|
গল্প | কেএম সোহাগ রানা |
পরিচালনা | কেএম সোহাগ রানা |
অভিনয়ে | তাওসিফ মাহবুব এবং সাবরিনা এহসান পড়শি সহ আরো অনেকে। |
সময়কাল | ৪৯:১১ |
নাটকে নায়িকা এবং তার এক ফ্রেন্ড মিলে সিলেটে ঘুরতে যায়। আর যে নায়ক সে থাকে সেখানকার রিসোর্টে এর মালিক। প্রথমে তারা দুজনেই পরিচিত হয়। তারপর একে অপরকে আস্তে আস্তে চিনতে শুরু করে। প্রায় সময় তাদের মধ্যে কথা হতো। তারপর হঠাৎ একদিন নায়িকা তাকে প্রপোজ করে। কিন্তু নায়ক তাকে রিজেক্ট করে দেয়। সে বলে সে নীলিমা নামের একটা মেয়ে কে ভালোবাসে ছোটবেলা থেকেই। এবং এই নামেই সে তার রিসোর্ট টা দেয়।
নায়ক ছোটবেলায় একটা রিসোর্টে কাজ করত। তখন সেখানে নায়িকারা পরিবার নিয়ে ঘুরতে যায় সিলেট। তখন নায়িকা দেখে ছোট একটা ছেলে কাজ করে। তখন ছোট মেয়ে টা তাকে জিজ্ঞেস করে সে কেনো পড়ালেখা করে না। এরপর ছোট মেয়েটা ছেলেটা কে পড়াশুনা করায়। পরে ও ওর বাবা কে বলে ওর পড়ালেখার সুযোগ করে দিতে। তখন ওর বাবা ওকে পড়ালেখার সুযোগ করে দেয়। নায়িকা যাওয়ার আগে ওকে বলে যায় ও যেন ঠিক ভাবে পড়াশুনা করে বড় হয়ে কিছু একটা করে। এই ছোট মেয়েটার নাম ছিল নীলিমা। নায়ক বড় হয়ে একটা রিসোর্টের মালিক হয় আর সে তখন নীলিমা কে খুজতে থাকে। এর জন্য সে একটা ভিডিও করে শেয়ার করে।
সেই ভিডিও দেখেই নীলিমা এই রেস্টুরেন্ট এ আসে। তবে নীলিমা প্রথমে পরিচয় দেয়নি। এরপর নায়ক জানতে পারে এই সেই নীলিমা। তবে নায়িকার বাবা আগেই নায়ক কে রিকোয়েস্ট করে যে তার মেয়ের সাথে অন্য একজন এর বিয়ে ঠিক করা হয়েছে। তাই নায়ক নীলিমা কে চিনার পরেও তার থেকে দূরে থেকেছে। তবে নায়িকা অনেক কষ্ট করে খুঁজে বের করে নায়ক কে। এভাবেই নাটক টা শেষ হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নাটক টা আমার কাছে বেশ ভালো লেগেছে। একটু ভিন্ন ধরনের ছিল। নাটকে নায়ক বড় হওয়ার পরেও ছোটবেলার কথা মনে রেখেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ছোটবেলার সেই পছন্দের মানুষ কে সে বড় হওয়ার পরেও খুঁজে বের করেছে। নাটকে মূলত এই বিষয় গুলোই ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি আপনাদের কাছে এটা ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1904461476548513888?t=JsenK5opYY8ECJ0BgGdx7A&s=19
https://x.com/IsratMim16/status/1904463051677466698?t=m3nZtqIM2G3o1KLGy-1AQQ&s=19
https://x.com/IsratMim16/status/1904463591438500212?t=SMWGgy9yMVAH2GvjRIJTDg&s=19
https://x.com/IsratMim16/status/1904465192131383612?t=znbm71mUZ3YgqyLDxPaP5Q&s=19
আজকে আপনি মনেরই রঙে রাঙিয়ে নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি।আমি নাটক দেখি এবং নাটকের রিভিউ পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এরকম নাটক গুলো দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমি যখনই সময় পাই তখন এই নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। মনেরই রঙে রাঙিয়ে নাটকটার কাহিনী খুব সুন্দর ছিল। আর আমার কাছেও ভালো লেগেছে রিভিউটা পড়তে। আমি তো ভাবছি সময় পেলে নাটকটা দেখব।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ নাটক এর রিভিউ পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ এখানে এই নাটকটি অনেক সুন্দর হবে বলে মনে হয়৷ আমি অবশ্যই সময় করে চেষ্টা করব নাটকটি দেখে নেওয়ার৷ আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি এখনই অর্ধেক দেখে নিলাম৷