You are viewing a single comment's thread from:

RE: হরর মুভি রিভিউ: I Know You

in আমার বাংলা ব্লগ3 years ago

সবচেয়ে মজার ব্যাপার হল দাদা যেদিন হরর মুভি দেখি সেই রাতে ঠিকমতো ঘুমাতে পারিনা। আবার মুভি দেখার নেশাও কমাতে পারি না । হরর মুভি দেখা শুরু হয়ে গেলে ভেতরে অন্য রকম একটা অনুভূতি কাজ করে সব সময়। উত্তেজনায় ভরা থাকে প্রতিটা মুহূর্ত। I know you মুভিটা দেখিনি কখনো। তোমার রিভিউটা পড়ছিলাম আর পুরো কাহিনী টা যেন আমার চোখের সামনে ভেসে উঠছিল। নামটা নোটপ্যাডে রেখে দিয়েছি। একটু অবসর পেলে অবশ্যই দেখবো।