এই সমস্যাটা আমারও হতো শহরের থাকতে সকালে রান্না করতাম না।অনেক সময় ক্ষুধার্ত ব্যক্তি খাবার চাইতো খুব একটা দিতে পারতাম না তখন টাকা দিতাম বেশি করে যাতে হোটেলে গিয়ে খেতে পারে। এই অসহায় লোকগুলোকে দেখলে খুবই মায়া কাজ করে। তবে এনাদের খাওয়াতে পারলে মনে আলাদা প্রশান্তি পাওয়া যায়।