ইশ্ ডুমুর ভাজা কতদিন খাই না আমার খুব খুব পছন্দের একটি খাবার। দেখে তো আমি লোভই সামলাতে পারছি না। আমাদের এখানে পাশের এক বাড়িতে ডুমুর গাছ আছে খুব তাড়াতাড়ি ডুমুর এনে এভাবে ভাজা করে খেতে হবে।যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু ডুমুরের লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য।
সত্যি ডুমুর খুব ভালো লাগে আমারও খেতে।আমি তো একটি গাছ লাগিয়েছি ডুমুর খাওয়ার জন্য গাছটি এখনো অনেকটাই ছোট।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।