ইয়ারফোন আমার জন্য খুবই প্রয়োজনীয়।কেননা বাবু যখন পাশে ঘুমায় তখন একদমই মোবাইল চালানো যায় না। কিন্তু ইয়ারফোন কিনে কি সেগুলো দুই দিনের বেশি টিকে না।একবার বাবুর হাতে গেলে আর সুস্থ অবস্থায় ফিরেনা।😜যাইহোক ইয়ারফোন কেনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।
এই ইয়ারফোনটা ট্রাই করতে পারেন। যথেষ্ট শক্ত।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।