এই মিক্স সবজি আমার খুবই পছন্দের। অনেক খাবার আয়োজন এর মধ্যে যদি মিক্স সবজি থাকে তাহলে আমার কোন খাবারের দিকে চোখ পড়ে না শুধুমাত্র মিক্স সবজি দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে ফেলি। বেশ কয়েক প্রকার সবজির সমন্বয়ে সুন্দর একটি রেসিপি রান্না করেছেন আপু। যা দেখতে বেশ লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ মিক্স সবজির দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য।