দীর্ঘদিন পর দাদু-নাতির দেখা❤️

in আমার বাংলা ব্লগ4 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।দাদা দাদি নানা-নানীর সাথে নাতি-নাতনীর সম্পর্ক অন্যান্য সম্পর্ক গুলো থেকে একটু আলাদা এবং মধুর। আজ দীর্ঘদিন পর আমার ছেলের তার দাদুর সঙ্গে দেখা হয়েছে। তারা দুজনেই কতটা খুশি সেটা হয়তো আপনারা ফটোগ্রাফি গুলোতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আসলে এখন সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত যেহেতু আমার শ্বশুর একজন সরকারি চাকরিজীবী তাই সারাদিন অফিসেই থাকেন। আমার শাশুড়ি মাও প্রাইমারির প্রধান শিক্ষিকা। তারা দুজনে কেউ পরিবারকে সেই রকম ভাবে সময় দিতে পারে না। তবে আমরা মাঝেমধ্যেই চেষ্টা করতাম বাবুকে তার দাদা দাদির কাছে নিয়ে যাওয়ার।

1000012130.jpg

1000012128.jpg

1000012129.jpg

অনেকেই জানেন আমরা গ্রামে বাড়ি করেছি। বেশ কয়েক মাস থেকে শায়ান তার দাদুকে দেখেনি। মোবাইলে ভিডিও কলে কথা হয়েছে। আজ হঠাৎ করে বিকেল বেলা দেখলাম আমার শশুর এবং শাশুড়ি আমার গ্রামের বাড়িতে এসে হাজির। প্রথমত আমি তাদেরকে দেখে খুবই অবাক হয়েছিলাম কেননা তারা আমাদের ওপরে একটু অভিমান করেছিল।সেই অভিমান ভুলে যে আমার বাড়িতে বেড়াতে আসবেন এটা আমি কল্পনাও করতে পারিনি।তারা বলছিলেন তাদের নাতিকে তাদের খুবই দেখতে ইচ্ছে করছিল। তাই আর অভিমান করে দূরে থাকতে পারলেন না।

1000012133.jpg

1000012131.jpg

এরপর তারা অনেকক্ষণ সময় কাটিয়েছে একসাথে। বাবু তো খুবই খুশি তার দাদুকে কাছে পেয়ে সে তার সব খেলনা দাদুকে দেখাচ্ছিল একটা একটা করে। বারবার আমাকে বলছিল আমার দাদু ভাই, আমার দাদু ভাই। এ ভালোলাগা যে কতটা সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তার দাদুও তার সাথে থাকতে পেরে অনেক খুশি। সত্যি এই সুন্দর সম্পর্ক গুলো দেখতেও ভালো লাগে। দুজনে অফিস আছে তাই ইচ্ছে থাকলেও তাদেরকে রাখতে পারিনি। বাবুর সঙ্গে সময় কাটিয়ে তারা সন্ধ্যার পর বাসায় চলে গিয়েছেন।

খুব শিগ্রই আমরাও বাবুকে নিয়ে তার দাদু বাড়িতে যাব ঘুরতে। আমার পরিবারের জন্য সবাই দোয়া রাখবেন যেন সবাই একসাথে অনেক ভালো থাকতে পারি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

# ❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000010107.jpg

Sort:  
 4 months ago 

সায়ান বাবু তার দাদুভাই কে দেখে সত্যি অনেক খুশি হয়েছে। আপনারা খুব শীঘ্রই তার দাদু বাড়িতে বেড়াতে যাবেন জেনে ভালো লাগলো আপু। আসলে বাচ্চারা প্রিয় মানুষদের দেখলে অনেক খুশি হয়ে যায়। অনেক ভালো লাগলো আপনার এই পোস্টে দেখে।

 4 months ago 

হ্যাঁ আপু বাবু তার দাদু ভাইকে দেখে সত্যিই অনেক খুশি হয়েছিল। এই খুশি গুলো দেখতেও ভালো লাগে।

 4 months ago 

আমার দাদু ও আমাকে ডাকছে আমার পরীক্ষা শেষ জন্য। আসলে তাদের কাছ থেকে যে ভালোবাসা পাওয়া যায় তা অমুল্য। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 4 months ago 

সত্যি দাদা দাদী নানা নানীর কাছ থেকে যে ভালোবাসা পাওয়া যায় সেটা অমূল্য। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

দীর্ঘদিন পর দেখা মানেই আনন্দ। যেহেতু দাদু আর নাতির একসাথে দেখা। তাই তাদের মধ্যে অন্যরকম ভালোলাগা এবং মায়া-মমতা বিনিময় হয়েছে। আর দেখে তো বুঝতে পারছি বাবুকে কি সুন্দর করে গাড়িতে তুলে নিয়েছে। বাবুর খেলনা গাড়িটা একটু বেশি বড়। আশা করি অনেক অনেক আনন্দের সময় ছিল এটা।

 4 months ago 

আপু অনেক আনন্দের সময় ছিল এটা। তারা দুজনে খুবই খুশি একে অপরকে কাছে পেয়ে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 months ago 

দাদু নাতির এমন সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন আপু। সত্যি ওদের মুহূর্তগুলো দেখে খুবই ভালো লাগলো। কত সুন্দর আন্তরিক তারা দুইজনে খেলাধুলা করছে। একে অপরের সাথে সুন্দরভাবে সময় কাটাচ্ছে। অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 4 months ago 

আমারও খুবই ভালো লাগছিল আপু তাদের কাটানো সুন্দর মুহূর্ত দেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

বাবারা সন্তানের উপর যতই অভিমান করে থাকুক না কেন নাতি নাতনিদের উপর অভিমান করে থাকতে পারেনা। এজন্যই তো আপনার শ্বশুর সব অভিমান ভুলে আপনাদের বাড়িতে গিয়েছে নাতির সঙ্গে দেখা করার জন্য। আর বাচ্চারা দাদা দাদির সঙ্গে সময় কাটাতে এমনিতেই পছন্দ করে। ভালো লাগলো ওদের সুন্দর মুহূর্ত দেখে।

 4 months ago 

এটা ঠিক বলেছেন আপু সন্তানের উপর অভিমান করে থাকলেও নাতি-নাতনিদের ওপর অভিমান করে থাকা যায় না। তাইতো বাবুর দাদু বাবুকে দেখতে চলে এসেছে এবং তারা খুবই সুন্দর সময় কাটিয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

Mandatory Task:

১. নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে টুইট:
https://x.com/home

২. CMC তে কমেন্ট এবং Bullish অথবা Bearish ভোট:
https://coinmarketcap.com/currencies/pussfi/

৩. প্রতিদিন একবার Dexscreener-এ ঢুকে 🚀 বাটনে একটি করে ক্লিক:
https://dexscreener.com/tron/th95pufvckttytg6drlsyghwanx24feejb

Tags: #PussFi, #PUSS, #Steemit $PUSS

 4 months ago 

শায়ানকে দেখেই বুঝা যাচ্ছে সে কতোটা খুশি হয়েছে তার দাদা এবং দাদীকে কাছে পেয়ে। আসলে অনেক সময় কাছের মানুষদের সাথেও বিভিন্ন কারণে ভুল বুঝাবুঝি হয় এবং এতে করে অভিমানের সৃষ্টি হয়। তবে সেটা ক্ষণস্থায়ী। কারণ কাছের মানুষদের উপর অভিমান করে বেশিক্ষণ থাকা যায় না। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।