ছেলের দুষ্টুমিতে দিন দিন পাগল হয়ে যাচ্ছি

in আমার বাংলা ব্লগ5 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি মাঝেমধ্যে আমার ছেলের কর্মকাণ্ডগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। বিশেষ করে যে দুষ্টামি গুলো খুব বেশি হয়ে যায় সেগুলো। যেমন আজকে হয়তো আমার ছেলেকে দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন সে কিভাবে পুরো শরীরে কালি মেখেছে। এগুলো কিসের কালি বলতে পারবেন কেউ? আমি বলছি। এগুলো নষ্ট কলমের কালি। একটা বাচ্চা কতটা পরিমাণ দুষ্টু হয় এটা আমার ছেলেকে না দেখলে বুঝতে পারতাম না। ও দিনদিন যতই বড় হচ্ছে ওর দুষ্টুমি গুলো বেড়েই যাচ্ছে। আর সেগুলোর সামাল দিতে গিয়ে আমি অনেকটাই নাজেহাল এবং পাগল হয়ে যাচ্ছি।

1000006165.jpg

গত ব্লগে শেয়ার করেছিলাম আমি খুবই ক্লান্ত। সারারাত ঘুম হয়নি কারণ সারারাত মিস্ত্রী বাসায় কাজ করেছে। তাই সকালের খাওয়া-দাওয়া সেরে দুপুরে একটু ঘুমাতে গিয়েছিলাম বাবুকে আমার ছোট বোনের কাছে রেখে। কেবলমাত্র চোখে হালকা ঘুম এসেছে এর মধ্যে ছোট বোন বাবুকে নিয়ে আমার সামনে এসে আমাকে ডাকছে। চোখ খুলে দেখি বাবুর পুরো মুখে এবং হাতে, পায়ে কলমের কালি। প্রথমে তো ছোট বোনের ওপর ভীষণ খেপে গেলাম। এরপর আমার ছোট বোন বলল ও নিজে থেকে কলমটা ভেঙে ফেলেছে এবং সেই কালিগুলো দিয়ে এমনটা করেছে।

1000006164.jpg

এটা শোনার পর ভীষণ রাগ হচ্ছিল এই কালিগুলো আমি কি দিয়ে তুলবো ভাবছি। এদিকে সে তো মিটমিট করে হাসছে। যাই হোক অনেক কষ্টে তাকে পরিষ্কার করে দিয়েছি। আমার দুষ্টু ছেলেটার মতো আপনাদের ছেলে মেয়েগুলো এমন দুষ্টুমি করে কিনা জানাবেন। তাকে খুবই বোঝানোর চেষ্টা করি এতটা দুষ্টুমি করা যায় না কিন্তু কে শোনে কার কথা। সে তো আমার থেকে সবসময় এক ধাপ উপরে এগিয়ে। আর তার বাবার কথা নতুন করে কি আর বলবো। এক কথায় বলে রাখছে আমাকে যে উনার ছেলেকে কিছু বলা যাবে না।কত দুষ্টুমি করবে করুক।

1000006161.jpg

অনেকেই বলে বড় হলে নাকি শান্ত হবে। যে বাচ্চারা ছোট বেলায় বেশি দুষ্টুমি করে তারা নাকি বড় হলে অনেক শান্ত হয়। আমিও এখন সে আশাতেই আছি। যদিও জানিনা কতটা কি হবে। যাইহোক সবাই আমার দুষ্টু ছেলেটার জন্য দোয়া করবেন। আর যাই হোক না কেনো দিন শেষে একজন ভালো মানুষ হোক এটাই চাওয়া। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

1000000117.png

1000000118.png

1000000119.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

হ‍্যা আপু এই কথাটা ঠিক। যে বাচ্চাগুলো ছোটবেলা বেশি দুষ্টামি করে বড় হলে তারা বেশ শান্ত হয়ে যায়। আর বাচ্চারা তো দুষ্টুমি করবেই আপু। তবে আপনার ছেলেকে কলমের কালি মেখে কিন্তু লাগছে বেশ হা হা।

 4 days ago 

সেই অপেক্ষায় আছি ভাইয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago 

দুষ্টামি তো বাচ্চারাই করে। আপনার ছেলের মত এরকম দুষ্টামি আমার মেয়েও অনেক বেশি করে থাকে। তার দুষ্টামি দেখলে তো একেবারে পাগল হয়ে যাই। সেও নিজের মুখে এরকম অবস্থা করে থাকে। যত দুষ্টামি আছে মনে হয় বাচ্চারাই করে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম তার মুখের অবস্থা দেখে। ভেবেছিলাম কি না কি হলো। কিন্তু এখন দেখি এগুলো কলমের কালি। বাচ্চারা যত দুষ্টামি করবে তাদের জ্ঞান তত বৃদ্ধি পাবে। খেয়াল রাখবেন সব সময়। দোয়া করি আপনার ছেলের জন্য।

 4 days ago 

হ্যাঁ আপু আমিও যখন ঘুমের চোখে ওকে দেখিছিলাম ভয় পেয়েছিলাম।যত দুষ্টুমি আছে সব ওর কাছে।যাইহোক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 4 days ago 

আপু আমি তো প্রথমে দেখে মন নিয়ে করেছিলাম হয়তোবা কোথাও পড়ে গিয়ে লেগেছে। তাও ভাল এগুলো কলমের কালি ছিল।কলমের কালি হাতে লেগে গেলেই তুলতে অনেক সময় লাগে আর বাবুর তো মুখে অনেক জায়গায় লেগে গেছে। সায়ান বাবু নিজেই কলম ভেঙে কালি মেখেছে। আমার তো মনে হয় এখনকার বাচ্চারা ভীষণ দুষ্ট। আমার ছেলে বয়স মাত্র ১০ মাস তাই ওর দুষ্টুমিতে মাঝে মাঝে আমি পাগল হয়ে যাই একবার এটা ধরে আর একবার ওটা ফেলে।

 4 days ago 

প্রথমে আমিও খুব ভয় পেয়েছিলাম আপু। পরে দেখলাম এগুলো কলমের কালি ও ভীষণ দুষ্ট আপু কোনভাবেই একদম চুপ থাকেনা। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 days ago 

বাচ্চারা দুষ্টামি করবে এটা যেমন স্বাভাবিক, ঠিক তেমনি আমরা বাবা-মা সেটি মেনে নিব এবং ধৈর্যধারণ করবো এটাও স্বাভাবিক।তবে বাবুর দুষ্টমির করার কথা গুলো শুনে আমার কিন্তু খুব ভালো লেগেছে।

 2 days ago 

আর বলবেন না আপু ওর দুষ্টুমিতে পাগল হয়ে গেছি আমি।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 days ago 

কলমের কালি দিয়ে তো শায়ান খুব সুন্দরভাবে সেজেছে দেখছি 😂। শায়ান দিনদিন ভালোই দুষ্ট হচ্ছে। যাইহোক দুষ্টামি করার বয়স ই এখন। আশা করি শায়ান বড় হলে একেবারে শান্ত হয়ে যাবে। শায়ানের জন্য শুভকামনা রইলো।

 2 days ago 

সেই আশাতেই আছি ভাইয়া যে কবে একটু শান্ত হবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।