বরের রূপচর্চা

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজকের ব্লগটি অন্যরকম হতে চলেছে। যদিও ফটোগ্রাফি গুলো মজা ছলে করে রেখেছিলাম। অনেকে হয়তো ফটোগ্রাফি দেখে বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের ভাইয়ার রূপচর্চা নিয়ে লিখতে চলেছি। আমরা যতই ব্যস্ত থাকি না কেন দিনশেষে আমাদের নিজের যত্ন নেয়া উচিত। যদিও এই ব্যাপারে আমি বেশ উদাসীন। আমার অত সময় নিয়ে রূপচর্চা করতে একদমই ভালো লাগেনা।মাঝেমধ্যেই পার্লারে যাওয়া হয় কিন্তু অতটা সময় ধরে বসে থাকা আমার জন্য একদম বিরক্তিকর লাগে।

1000012094.jpg

1000012093.jpg

1000012098.jpg

তাই খুব সহজে যেন বাসায় বসে রূপচর্চা করতে পারি এর জন্য বেশ কিছু প্রসাধনী কিনেছিলাম অনেক আগে। কিন্তু ওই যে বললাম আমি বেশ উদাসীন রূপচর্চার ব্যাপারে। তাই সেগুলো ঘরে রয়ে গিয়েছিল। এই ফটোগ্রাফি গুলো বেশ কয়েকদিন আগের করা। ভাবলাম একটু রূপচর্চা করি।আমি প্রথমে যেটা করি সেটা হচ্ছে ব্ল্যাক মাক্স আগে ত্বকে দেই। এবার বাবু বার বার বলছিল ওর বাবাকেও যাতে দিয়ে দেই।উনি আবার ভীষণ বিরক্ত বোধ করছিলেন কিন্তু ছেলের জেদের কারণে আমি বাধ্য হলাম ওর বাবাকে এই মাক্স লাগিয়ে দিতে।

1000012104.jpg

1000012107.jpg

1000012110.jpg

এবার মজা হচ্ছে সেই মাক্স উঠাতে গিয়ে। এটা মুখ থেকে ওঠাতে গেলে অনেক ব্যথা লাগে। ওর বাবা তো ব্যথায় চিৎকার দিয়ে উঠছিল আর বাবু হাসাহাসি করছিল। যাইহোক অনেক মজা করছিলাম আর আপনাদের ভাইয়ার মুখের মাক্স তুলছিলাম। এরপর বাবু ওর বাবার মুখ ভেজা টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়েছিল।

এরপর আমি নিজেও মাক্স লাগিয়ে ফেস প্যাকগুলো লাগিয়ে নিজের রূপচর্চা করেছিলাম। আমি মাঝে মাঝে এভাবেই নিজের রূপচর্চা করি। তবে অন্যান্য দিনের তুলনায় এই দিনটা খুব ইনজয় করেছিলাম। বিশেষ করে বাবুর খুশি খুবই আনন্দ দিচ্ছিল আমাদেরকে। তো যাই হোক এই হল জোর করে বরের রুপচর্চা করার সুন্দর মুহূর্ত।আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

শায়ান জেদ করেছিল বলেই তো শুভ ভাইয়ের রূপচর্চা করা হয়ে গেলো হা হা হা। আসলে বাচ্চাদের জেদের কাছে আমাদেরকে অবশ্যই হার মানতে হয়। যাইহোক মাঝেমধ্যে রূপচর্চা কমবেশি সবারই করা উচিত। বেশ মজা পেলাম পোস্টটি দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।