চিকেন ভুনা খিচুড়ি রেসিপি
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আমার খুব খুব পছন্দ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার মতো হয়তো অনেকেরই পছন্দের খাবার এটি। আর শীতকালে গরম গরম এই রেসিপি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি। আপনারা হয়তো রেসিপি টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কিসের রেসিপি শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা আমি শেয়ার করছি চিকেন ভুনা খিচুড়ি রেসিপি। খিচুড়ি আমার বরাবরই ভীষণ প্রিয়।সেটা হোক গ্রীষ্মকাল, শীতকাল কিংবা বর্ষাকাল। বলতে পারেন আমার পছন্দের খাবারের তালিকায় খিচুড়ি সবার উপরে।
আজ দুপুরে দেশি মুরগি রান্না করা হয়েছিল বাসায়। দুপুরে খাওয়ার পর রাতে একদমই খেতে ইচ্ছে করছিল না। তাই মায়ের কাছে আবদার করলাম যেন রাতে গরম গরম খিচুড়ি রান্না করে দেন। বেশ কয়েক প্রকার সবজি, মসুর ডাল, মুগ ডাল ইত্যাদি দিয়ে। শীতকালে শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। সন্ধ্যার পর দেখলাম মা রান্না করছেন তাই ফটোগ্রাফির সাথে সাথে সুন্দর একটি ভিডিওগ্রাফিও করে ফেললাম। আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভাল লাগবে।তো চলুন রেসিপিতে চলে যাই।
উপকরণ |
---|
চাল |
মসুর ডাল |
মুগ ডাল |
মটরশুঁটি |
রান্না করা চিকেন |
টমেটো |
পেঁয়াজ |
কাঁচামরিচ |
আদা-রসুন বাটা |
জিরা-ধনিয়ার গুঁড়া |
হলুদ গুঁড়া |
গরম মসলা |
লবণ |
তেল |
ধাপ-১
প্রথমে সব উপকরণ রেডি করে নিয়েছি। চাল ধুয়ে নিয়ে ভেজে রাখা মুগ ডাল মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে রাইস কুকারে নিয়েছি। সাথে কিছুটা মটরশুঁটি দিয়েছি।
ধাপ-২
এরপর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি, গুঁড়া মসলা, বাটা মশলা এবং গরম মসলা।
ধাপ-৩
এবার পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিয়ে টমেটোগুলো দিয়ে আবারো মেখে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
ধাপ-৪
মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিয়েছি রান্নার জন্য।
ধাপ-৫
মাঝে একবার ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছি।
ধাপ-৬
খিচুড়ি যখন 80% হয়ে গেছে তখন রান্না করা চিকেন দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
ধাপ-৭
রান্না সম্পন্ন হয়ে গেলে আমি গরম গরম সবার সামনে পরিবেশন করেছি।
তো এই ছিল আমার আজকের চিকেন ভুনা খিচুড়ি রেসিপি। আমরা তো ভীষণ মজা করে খেয়েছিলাম। সত্যি কথা বলতে এত প্রকার সবজি, ডাল সাথে চিকেন দিয়ে রান্না করায় খিচুড়ির টেস্ট খুবই সুস্বাদু হয়েছিল। আমার মতো আপনারা আর কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে। আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
আসলে এই খিচুড়ি দেখে নিজেকে আর ধরে রাখতে পারছি না। কেননা মাংস দিয়ে খিচুড়ি রান্না আমার অনেক বেশি প্রিয়। আসলে আপনি আজ আমাদের মাঝে দারুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছেন। এছাড়াও এই রেসিপি তৈরির প্রত্যেকটি ধাপ আমাদের মাঝে সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন।
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। সত্যি চিকেন দিয়ে খিচুড়ি রান্না খুবই সজার হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চিকেন ভুনা খিচুড়ি খেতে অসাধারণ সুস্বাদু লাগে। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনার এই রেসিপি তৈরিতে বিভিন্ন প্রকারের মসলাগুলো সুন্দরভাবে প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
আমার রেসিপিআপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
চিকেন ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি পোষ্ট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয় খেতে ও মনে হয় অনেক সুস্বাদু হয়।
চেষ্টা করি ভাইয়া মজা করে রান্না করার।আর সবাই খেয়ে খুবই পছন্দ করে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Upvoted 👌 (Mana: 1/7) Get profit votes with @tipU :)
শীতের সকালে গরম গরম ভুনা খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা। খিচুড়ির মধ্যে মটরশুটি দিলে আমার খুবই ভালো লাগে। কিছুদিন আগে আমাদের বাসায় এরকম মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে। তবে বেশিরভাগ সময় মসুর ডাল দিয়ে রান্না করা হয়। মুগ ডাল দিয়ে রান্না করলেও অনেক সুস্বাদু হয় খেতে। আপনার চিকেন ভুনা খিচুড়ি রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সবগুলো ডাল একসাথে দিয়ে রান্না করলেও খিচুড়ি খেতে ভীষণ মজার হয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
খিচুড়ি আমার সব সময় অনেক অনেক প্রিয় একটি খাবার। আমি যদি কখনো বাইরে যাই অবশ্যই হোটেলে খিচুড়ি আগে খোঁজ করি। যাহোক আপনি দারুন লোভনীয় রেসিপি তৈরি করেছেন। বেশ অনেক কিছু ব্যবহার করেছেন এই খিচুড়ি রান্নায়। দেখে মনে হলো অতিশয় লোভনীয় আর রুচি সম্মত একটি রেসিপি তৈরি করেছেন।
খিচুড়ি আমারও অনেক পছন্দের একটি খাবার। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনিও খিচুড়ি খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো।
খিচুড়ির রেসিপি গুলো দেখলে যেন কোনভাবেই লোভ সামলাতে পারে না। আর আপনি যেভাবে চিকেন ভুনা খিচুড়ি রান্না করেছেন তাদেরকে তো কোন ভাবেই পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লোভনীয় রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
সবজি দিয়ে চিকেন ভুনা খিচুড়ি খেতে হবে খুব পছন্দ করি।আজকে আপনি চিকেন খিচুড়ির লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন।দেখেই মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।চিকেন ভুনা খিচুড়ি আমাদের মাঝে এত সুন্দর হবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
জ্বি চিকেন ভুনা খিচুড়ি খুবই সুস্বাদু হয়েছিলো খেতে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/HiraHabiba67428/status/1878120987075678491?t=zf8X5plxqoyZVV_dZqKGHg&s=19