এক বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আবারো বিপদ😒

in আমার বাংলা ব্লগ3 days ago

1000024259.jpg

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

শারীরিকভাবে ভাল থাকলেও মানসিকভাবে একদমই ভালো নেই। এই ভাবি বুঝি সবকিছু হয়তো সামলে উঠেছি তখনই নতুন করে বিপদ শুরু হয়। এইতো কিছুদিন আগেই বাড়ির প্রায় অর্ধেক সদস্য অসুস্থ হয়ে পড়েছিল। তার মাঝে আমার ছেলেও ছিল। ছোট বাচ্চা অসুস্থ হলে কতটা কষ্ট হয় মায়েদের এটা সব মায়েরই জানা। বাবু অসুস্থ হওয়ার পর আমার আবার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়ে গিয়েছিল। আসলে বাবু অসুস্থ হলে একদমই ঘুমাতে চায়না সারাদিন রাত আমাকে জাগতে হয়। যেহেতু মাইগ্রেনের ব্যথা আছে তাই কিছুদিন পরপরই সেটা শুরু হয়ে যায়। আর রাত জাগাতে বেশি হয়েছিলো।

বেশ কয়েকদিন অসুস্থতার সাথে যুদ্ধ করার পর ছেলেকে সুস্থ করতে পেরেছিলাম। এরপর আবার আপনাদের ভাইয়া অসুস্থ হয়েছিল সেটাও কাটিয়ে উঠে ছিলাম। আবার নতুন করে বিপদ।

আজ বাবু সারাদিন বেশ ভালো ছিল। সারাদিন আমার ছেলেটা একা একাই খেলাধুলা করেছে। এবার সন্ধ্যাবেলায় খুব ঘুমাতে চাইছিল। একটু অবাক লাগলো কেননা আমার ছেলে দিনে খুব একটা ঘুমায় না। অনেক চেষ্টা করলাম জাগিয়ে রাখার কেননা সন্ধ্যায় ঘুমালে রাত ৯ থেকে ১০ টার দিকে উঠে রাত ২-৩ জেগে থাকে এটাতে আমারও অনেক কষ্ট হয়ে যায়।

কিন্তু অনেক বোঝানোর পরও তাকে বোঝাতে পারলাম না ঘুমিয়ে পরল। সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে বলছে মাম্মা আমার জ্বর এসছে। বমি হবে বমি হবে। ভাবছিলাম হয়তো এমনি বলছে কিন্তু গায়ে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর এসেছে। এবং বারবার শুকনো কাশি দিচ্ছে। আমার ছেলের আবার একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে কোনো ঔষধ খেতে চায় না। তাই সবসময় ওর জন্য বাসায় সাপোজিটরি রাখি। যাইহোক সেটা ইউজ করলাম।

এর কিছুক্ষণ পরেই জ্বর কমে গেল। এখন মোটামুটি সুস্থ। সত্যি বলতে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ এই জ্বরে।যদিও এমনটা হওয়ার কারণ একবারেই বুঝতে পারছি না। তবে অনেকেই বলছে হয়তোবা একটু ভয় পেয়েছে কোনো কিছুতে। যেহেতু সেরে উঠেছে তাই কোনো কিছু নিয়ে খুব একটা ভাবছি না। সবাই দোয়া রাখবেন আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

আপু বিপদ যখন আসে সব দিক দিয়ে আসে। আসলে আপু বাচ্চারা অসুস্থ হলে সত্যি কিছু করার থাকে না। যাইহোক আপু বাবু এখন সুস্থ আছে জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

জ্বি আপু বাবু এখন অনেকটাই সুস্থ। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 days ago 

আসলেই আপনারা বেশ বিপদের মধ্যে সময় কাটিয়েছেন। সত্যি বলতে পরিবারের কেউ অসুস্থ হলে সবার মনটাই খারাপ থাকে। তবে বাবুর সাথে আমার এক জায়গায় মিল আছে। আমিও কিন্তু ঔষধ খেতে চাই না। যাই হোক বাবু সুস্থ্য হয়ে উঠুক এমন কামনাই করি।

 2 days ago 

তাইতো বলি আমার ছেলেটা এই স্বভাবটা কোথা থেকে পেল। আপনার কাছে থেকেই পেয়েছে। যাই হোক মজা করলাম আপু অসুস্থ হলে আমিও কিন্তু খুব একটা ঔষধ খেতে চাইনা।

 2 days ago 

আপু, সত্যি কথা বলতে পরিবারের কেউ অসুস্থ হলে মনটা খুব খারাপ হয়ে যায়। বিশেষ করে ছোট বাচ্চারা অসুস্থ হলে কিছুই ভালো লাগে না। আপনাদের সময়টা কতটা কঠিন গেছে, তা বুঝতে পারছি। তবে এখন বাবু সুস্থ আছে জেনে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, ও যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে, এই দোয়া করি। আপনার পোস্টটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 days ago (edited)

দোয়া রাখবেন আপু বাবুর জন্য। অসুস্থ হয়ে পড়লে খুবই টেনশন এ পড়ে যাই আমি।

 2 days ago 

আপু আপনার ছেলের জন্য প্রথমে অনেক অনেক দোয়া রইল। বাচ্চারা অসুস্থ হলে মায়েদের ভীষণ কষ্ট হয়। আমার ছেলেরও গত দুই তিন দিন ধরে ঠান্ডা জ্বর আর বমি। এই আবহাওয়া পরিবর্তনের কারণে ছোট বড় সবাই কমবেশি অসুস্থ হচ্ছে। আপনার ছেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 days ago 

আপনার ছেলের জন্যও দোয়া রইল আপু। ছোট বাচ্চা অসুস্থ হলে কতটা কষ্ট হয় মায়েদের এটা আমি জানি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 days ago 

বাচ্চারা অসুস্থ হলে যেন বাচ্চাদের সাথে মায়েরাও অসুস্থ হয়ে পড়ে। আমারও ছোট ছেলে রয়েছে তাই আপনার কষ্টটা বুঝতে পারছি। এটা ঠিক বলেছেন বিপদ যখন আসে তখন মনে হয় যেন একটার পর একটা আসতেই থাকে। তবে আপু ধৈর্য ধরে সেই বিপদের মোকাবেলা করতে হবে। যাক অল্পতেই আপনার ছেলে সুস্থ হয়ে উঠেছে শুনে ভালো লাগলো। আপনার বাবুর জন্য দোয়া রইল।

 yesterday 

এখন আমি নিজেও অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি আপু। জানিনা এই বিপদ কবে কাটিয়ে উঠতে পারব।

 yesterday 

জীবনটা আসলে এমনই। এক বিপদ কাটতে না কাটতেই আরেক বিপদ এসে হাজির হয়ে যায়। তবে ছোট বাচ্চারা অসুস্থ হলে খুবই খারাপ লাগে। শায়ান এখন সুস্থ আছে, এটা জেনে খুব ভালো লাগলো। হয়তোবা ভয় পাওয়ার কারণেই হঠাৎ করে জ্বর এসেছিল। যাইহোক আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো আপু।