শিশুরা অনুকরণ প্রিয়❤️

in আমার বাংলা ব্লগ5 days ago

1000035186.jpg

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।আমরা সবাই জানি শিশুরা অনুকরণ প্রিয়। সব সময় বড়দেরকে অনুকরণ করে থাকে। বড়রা কি করছে, না করছে সব কিছুই তারা ধীরে ধীরে করার চেষ্টা করে। তাই আমাদের সবসময় উচিত তাদের সামনে ভালো কিছু উপস্থাপন করা। আপনার আমার সন্তান আমাদেরকে যেমনটা দেখবে, তারা আমাদের থেকে সেগুলোই শিখবে। আমাদের উচিত তাদের সামনে ভালোভাবে কথা বলা, ভালো ব্যবহার করা, অন্যকে সম্মান করা, সব সময় চেষ্টা করতে হবে তার সামনে শিক্ষনীয় কিছু উপস্থাপন করার।

আমার ছেলের বয়স এখন ৩.৫ বছর চলছে। ও আমাদের পরিবারের সবাইকে প্রতিনিয়ত যেটা যেটা করতে দেখে নিজে নিজে সেটাই করার চেষ্টা করে। আমরা টুকটাক ফেসবুকে ভিডিও তৈরি করি। ওর বাবা যেখানে যায় সেখানকার মুহূর্ত তুলে ধরার চেষ্টা করে, আমিও মাঝে মাঝে টুকটাক রেসিপি ভিডিও বানাই। এবার আমার ছেলেকে দেখি যখনই ফোন হাতে পায় ছোট ছোট ভিডিও করার চেষ্টা করে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না ও কিন্তু ডিম ভাজিতে কি কি ব্যবহার করতে হয় সব বলে এবং একা একাই ডিম ভাজার চেষ্টা করে।

আপনাদের ভাইয়া টুকটাক গান করতে খুব পছন্দ করেন। আমার ছেলেও তার বাবার সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে খুব পছন্দ করে। এবার গতকাল দুপুরে ওর বাবা ঘুমিয়েছে। এমন সময় দেখি ও ওর বাবার সেই গানের বাদ্যযন্ত্রটি বের করে একা একাই বাজানোর চেষ্টা করছে। আমি তো দেখে অবাক। চুপ করে শুধু তার দিকে দেখছিলাম। দেখলাম ও সুন্দর করে চেষ্টা করছে সেটা বাজানের এবং গান গাওয়ার।এক পর্যায়ে বাবাকে ঘুম থেকে ডেকে তুলে বাবার কাছে গান শোনে সে।

এরকম ছোট ছোট এক্টিভিটিস গুলো ও সব সময় করে আমাদের সামনে। আমরা বাবা-মা সন্তানের সামনে অনেক সময় রাগারাগি করি এমনটা করা মোটেও ঠিক না।আমার ছেলের সামনে আমরা যখন একটু রাগারাগি করি ও আমাদের দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। এতে করে আমরা বুঝতে পারি ও হয়তো আমাদের কাছে এটা শেখার চেষ্টা করছে। আর তখনই আমরা চুপ হয়ে যাই। পারিবারিক কলহের কারণে শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।এর জন্য সন্তানের সামনে কখনোই বাবা মাকে খারাপ ভাষা উচ্চারণ করা যাবে না কিংবা খারাপ ব্যবহার করা যাবে না।

আমি গ্রামে থাকলেও আমার ছেলে কিন্তু গ্রামের অন্যান্য বাচ্চাদের মতো আচার-আচরণ একদমই করে না। ওর সঙ্গে যারা খেলতে আসে তাদেরকেও আমি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিই। এবং যখন দু একটা গ্রামের ভাষা বলার চেষ্টা করে তখনই ওকে বুঝায় যে এটা বলা যাবে না। ও সাথে সেটা বুঝতে পারে। গ্রামের পরিবেশে সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া খুবই কঠিন ব্যাপার। এর মধ্যেও আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন, যেন আমি আমার ছেলেকে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

1000010107.jpg

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

বাচ্চারা অনুকরণ প্রিয় হয় এটা একদম সত্যি।এরা প্রথমে মা-বাবা থেকে শিখে। এরপর ধীরে ধীরে তার পরিবেশ ও পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা গ্রহন করে।এখন যেহেতু বড় হয়ে উঠছে তাই এই সময়টাতে খুব সাবধানতা অবলম্বন করতে হবে ঘরে।দোয়া করি প্রতিটি শিশুই সঠিক শিক্ষা পেয়ে বেড়ে উঠুক।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 4 days ago 

হ্যাঁ আপু এই সময়টাতে খুবই সাবধানতা অবলম্বন করেই চলছি। যাতে করে বাবুকে কন্ট্রোলে রাখতে পারি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 days ago 

শিশুরা আসলেই অনুকরণ প্রিয়। তাই শিশুদের সামনে কখনোই ঝগড়াঝাটি করা উচিত নয়। বরং শিশুদের সামনে সবসময় ভালো ব্যবহার করা উচিত। যাইহোক শায়ান তো দেখছি এখনই উকুলেলে বাজানোর চেষ্টা করছে। আর একটু বড় হলেই তো শুভ ভাইয়ের কাছ থেকে উকুলেলে বাজানো শিখতে পারবে এবং গান শিখতে পারবে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।