ফুলকপি, আলু এবং রুইমাছ দিয়ে কুমড়ো বড়ির ঝোলের রেসিপি

in আমার বাংলা ব্লগ6 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে।বলতে পারেন শীতকালে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই খাবারটি খেতে। সেটি হচ্ছে কুমড়ো বড়ি। কুমড়ো বড়ির যেকোনো রেসিপি আমার খুবই পছন্দের। আমি ফুলকপি আলু এবং রুই মাছ দিয়ে কুমড়ো বড়ির ঝোল রান্না করেছিলাম কিছুদিন আগে। আর আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি ভালো লাগবে।

যদিও কুমড়ো বলি সারা বছরই পাওয়া যায় তবে আমার কাছে কেন জানি না শীতের সবজি দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে।যাইহোক আমি কিভাবে রেসিপিটি রান্না করেছি এবং কি কি উপকরণ লেগেছে সবকিছুই আপনাদের সামনে তুলে ধরব। আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করা যাক।

1000010104.jpg

1000010105.jpg

1000000121.png

উপকরণসমূহ
ফুলকপি
আলু
রুইমাছ
কুমড়ো বড়ি
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ ফালি
আদা-রসুন বাটা
হলুদ গুঁড়া
পাঁচফোড়ন
লবণ
তেল

1000010103.jpg

1000000122.png

ধাপ-১

প্রথমেই সবগুলো উপকরণ প্রস্তুত করে নিয়েছি। এরপর মাছে পরিমাণমতো লবণ এবং হলুদ গুঁড়া মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছি।

1000010102.jpg

ধাপ-২

এবার চুলায় অন্য একটি কড়াই বসিয়ে মাছ ভাজার তেলগুলো দিয়ে কুমড়ো বড়ি গুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি।

1000010101.jpg

ধাপ-৩

কুমড়ো বড়ি ভেজে তুলে নিয়ে একই তেলে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে নেড়েচেড়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি।

1000010100.jpg

ধাপ-৪

এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি।

1000010099.jpg

ধাপ-৫

এ পর্যায়ে বাকি মসলাগুলো যেমন আদা-রসুন বাটা, হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

1000010098.jpg

ধাপ-৬

এবার সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি।

1000010097.jpg

ধাপ-৭

সবজি সেদ্ধ হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কুমড়ো বড়ি এবং মাছ দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি মজাদার এই ঝোলের রেসিপি।

1000010096.jpg

1000010106.jpg

1000010104.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আমার তো খুব খুব পছন্দের একটা রেসিপি। আপনারা কে কে কুমড়ো বড়ি দিয়ে এমনভাবে ঝোল রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে সেটিও আপনাদের সুন্দর মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000118.png

1000000119.gif

Sort:  
 6 days ago 

ওরে আপু!! এমনই রেসিপি শেয়ার করেছেন আপনি,, দেখে তো আমার লোভ সামলানো মুশকিল হয়ে গেলো!! আসলেই শীতকালীন সবজি দিয়ে মাছ রান্নায় কুমড়া বড়ি দিলে স্বাদ বহুগুণ বেড়ে যায়। যারা একবার হলেও খেয়েছেন এই ঝোল, তারা সকলেই আশা করি একমত হবেন এই বিষয়ে।

 5 days ago 

শীতকালে এই রেসিপি আমার যে কতটা পছন্দের সেটা বলে বোঝানো যাবে না। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 6 days ago 

ফুলকপি, মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি আপলোড করলেন। ভীষণ সুন্দরভাবে ধাপে ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি আমাদের সঙ্গে শেয়ার করলেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব ভালো হবে। সুস্বাদু এই পদটি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 5 days ago 

হ্যাঁ ভাইয়া এই ঝোলের রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 days ago 

আপু আজ আপনি অনেক মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুলকপি মাছ বড়ির আলু খেতে আমি অনেক পছন্দ করি। আপনি রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। রেসিপি দেখে বোঝা যাচ্ছে সেটা অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 5 days ago 

সত্যি আপু রেসিপি টা দেখতে যেমন ভালো লাগছে খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 5 days ago 

আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে।

 6 days ago 

শীতের আমেজ চলে এসেছে এবং আপনি শীতকালীন মজাদার সবজি ও কুমড়ো বড়ি দিয়ে চমৎকার সুন্দর একটি রেসিপি করেছেন। রুই মাছ দিয়ে শীতকাল সবজি দিয়ে সুন্দর হয় খেতে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 5 days ago 

একদম ঠিক শীতকালে এই রেসিপি আমার ভীষণ পছন্দের। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 6 days ago 

শীতের দিনের সবজি গুলো দেখলে লোভ সামলানো যায় না আপু। রংবেরঙের এত বাহারি কালারের সবজি গুলো খেতে খুব ভালো লাগে। খেতে যেমন সুস্বাদু হয় স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যেহেতু আপনি কুমড়োর বড়ি দিয়ে রান্না করেছেন খেতে অনেক ভালো লাগবে। রেসিপিটির কালার দেখে খেতে ইচ্ছে করছে।

 5 days ago 

হ্যাঁ আপু এই রেসিপিগুলো খেতে যেমন ভালো হয় স্বাস্থ্যের জন্যও অনেক উপকারী। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 6 days ago 

আজকে আপনি আমাদের মাঝে সবজির সমন্বয়ে দারুন রেসিপি তৈরি করে দেখেছেন। আপনার এমন অসাধারণ রেসিপি দেখে আমি মুগ্ধ হয়েছি। শীতকালীন সবজির সাথে যদি মাছ রান্না করা যায় তাহলে আরো বেশি ভালো লাগে। এদিকে ফুলকপি ও কুমড়োর বড়ি আমি খুবই পছন্দ করে। আশা করি বেশ সুস্বাদু হয়েছে আপনার রেসিপি।

 5 days ago 

এই রেসিপিটি আপনার পছন্দের জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 6 days ago 

শীতকালীন নতুন নতুন সব সবজি দিয়ে রুই মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন। কুমড়ার বড়ি দিয়ে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। কুমড়ার বড়ি তো আমার অনেক। আপনার তৈরি রেসিপিটি দেখতে সত্যিই লোভনীয় হয়েছে। সবজি দিয়ে রান্না করলে সেগুলো যেমন সুস্বাদু হয় তেমনি স্বাস্থ্যকর। সুস্বাদু রেসিপিটি তৈরীর প্রত্যেকটি ধাপ বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য ধন্যবাদ

 5 days ago 

আমি মনে করি এই রেসিপিটি অনেকেরই পছন্দের খাবার। যেমনটা আমিও খুবই পছন্দ করি এই খাবারটি খেতে। একসাথে অনেকগুলো সবজি খাওয়া হয়ে যায় এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 6 days ago 

ফুলকপি ও বড়ি দিয়ে খুব সুন্দর মাছ রান্না করেছেন। এমন সুন্দর রেসিপি গুলো আমি খুবই পছন্দ করে থাকি। আজ পর্যন্ত কুমড়ার বড়ি তৈরি করা হয়নি আমাদের এখানে। প্রত্যেক বছর আমি চেষ্টা করে থাকি আমাদের বাড়িতে চাল কুমড়ার বড়ি তৈরি করার জন্য। এই রেসিপিগুলো খেতে যেমন ভালো লাগে, ঠিক তেমনি রুচি সম্পন্ন হয়ে থাকে।

 5 days ago 

আমাদের এখানেও এখনো কুমড়া বড়ি তৈরি করা হয়নি আপু। এগুলো বাজার থেকে কিনে এনেছিলাম। তবে খেতে বেশ ভালোই ছিল। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.