ঈদ উপলক্ষে কেনাকাটা করার মুহূর্ত
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম আর মাত্র কিছুদিন তারপরেই পবিত্র ঈদুল ফিতর।তাই সামনে ঈদকে কেন্দ্র করে কেনাকাটা করা হবে না সেটা তো হয় না। যদিও এবার পারিবারিক অনেক ঝামেলায় ছিলাম তারপরও কিছু দায়িত্ব কর্তব্য থেকেই যায়। আর নিজের জন্য বেশ অনেকদিন হয়েছে কেনাকাটা করি না। যেহেতু গরম পড়েছে বাবুর জন্যও গরমের কিছু জামা কাপড় লাগতো। আর নিজেদের কেনাকাটা ছিল তারপর বাবার বাড়ি শশুর বাড়ি সবার জন্য কেনাকাটা করি আমি এই ঈদে।
যেহেতু সময় খুবই কম আছে হাতে তাই আর দেরি না করে চলে গিয়েছিলাম বগুড়া শহরে। আমাদের শহরে কেনাকাটা করা যায় তবে বাচ্চাদের কাপড় খুব একটা ভালো মানের পাওয়া যায় না তাই বগুড়া যাওয়া।আমি প্রথম দিকেই বাবুর কেনাকাটার পর্ব টা শেষ করেছিলাম কারণ ওর জামা কাপড়গুলো অনেকটা দেখে দেখে কিনতে হয়। বাবুর কিছু জামা কাপড় কেনার পরে ইফতারের সময় হয়ে যাচ্ছিল তাই আমরা আগে ইফতার সেরে নিয়েছিলাম। আমরা ইফতার করেছিলাম দ্য গ্রান্ড কাচ্চিতে।
আর বাবুর কেনাকাটার পর্ব শেষ করে জুতা কিনে এরপর চলে গিয়েছিলাম আমার জন্য কিছু ড্রেস দেখতে।এক একটা ড্রেসের দাম শুনে তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো হয়েছিলাম।অবশেষে দেখে শুনে দুটো ড্রেস নিয়েছিলাম প্রায় ছয় হাজার টাকা দিয়ে।এরপর সুতি কিছু ড্রেস নিয়েছিলাম ব্যবহার করার জন্য। এবার শাশুড়ি মায়ের জন্য, আমার মায়ের জন্য, আমার বাবা,শ্বশুর, দেবর, জা, ছোট বোন সবার জন্য কেনাকাটা করি।
এবার আপনাদের ভাইয়ার জন্য কেনাকাটা করার পালা কিন্তু সে তো কোন কিছু কিনতেই চায় না।সবসময়ই এমন করে সবাইকে কেনাকাটা করে দিবেন কিন্তু নিজে কিছু নিতে চায় না। এরপর আমি জোর করে দুটো প্যান্ট, একটা শার্ট এবং একটা গেঞ্জি কিনে দিলাম। আমরা ইফতারের আগে থেকে কেনাকাটা করছিলাম আমাদের কেনাকাটা করতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল। আর কেনাকাটা করতে গিয়ে আমাদের বেশ ক্ষুধা লেগে গিয়েছিল। তাই কেনাকাটা শেষে আমরা আবারও খেতে গিয়েছিলাম। আর কোথায় খেতে গিয়েছিলাম সেটা পরে কখনো শেয়ার করবো।
আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সবার জন্য কেনাকাটা করে নিয়েছেন দেখে অনেক ভালো লাগলো। ঈদ উপলক্ষে আমরা কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। আপনাদের কেনাকাটার মুহূর্তটা নিশ্চয়ই অনেক বেশি ভালো ছিল। সবাই নতুন জামা কাপড় পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। খাওয়া-দাওয়ার মুহূর্তটাও আশা করি খুব তাড়াতাড়ি শেয়ার করে নিবেন।
আপনাদের সবার ঈদের কেনাকাটার মুহূর্তটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। কেনাকাটা করতে সবাই আমরা অনেক বেশি ভালোবাসি। তবে ঈদ উপলক্ষে কেনাকাটা করার মধ্যে সব থেকে আলাদা আনন্দ রয়েছে। অবশেষে তাহলে সবার জন্য কেনাকাটা করে নিলেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু কেনাকাটা করতে কার না ভালো লাগে। বিশেষ করে মেয়েদের কেনাকাটা প্রচুর থাকে। আর আজকে আপনি ঈদ উপলক্ষে খুব সুন্দর কেনাকাটা করার পোস্টে আমাদের মাঝে শেয়ার করলেন। আমি নিজেও আজকে বাবার বাড়িতে এসেছি ঈদের কেনাকাটা করার জন্য। যাইহোক এত সুন্দর কেনাকাটার পোস্ট আমাদের মাঝে এসে করার জন্য ধন্যবাদ।
ঈদের কেনাকাটা করতে আমার তো ভীষণ ভালো লাগে আপু। আপনি তো দেখছি আপনার পরিবার এবং আপনার বাবার পরিবারের সবার জন্য কেনাকাটা করছেন। তবে ছেলেরা একটু এমন হয় সবার জন্য কেনে কিন্তু নিজের জন্য কিছু নিতে চায় না। কিন্তু আপনি জোর করে ভাইয়ার জন্য দুইটা প্যান্ট একটি শার্ট ও একটি গেঞ্জি কিনে দিয়েছেন জেনে ভালো লাগলো। কেনাকাটা শেষ করতে করতে অনেক রাত হয়ে যায় আর এর পরে আপনারা খাওয়া-দাওয়া করেছেন। সব মিলিয়ে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
অনেক ভালো লেগেছে আপনি ঈদের কেনাকাটার মুহূর্তে শেয়ার করলেন। আসলে পরিবারের সবাইকে নিয়ে ঈদের কেনাকাটা করতে যাওয়ার মজাই আলাদা। মার্কেটে ঘুরে ঘুরে সবগুলো দেখা। পছন্দের জিনিসগুলো পেয়ে গেলে নিয়ে আসা। সুন্দর মুহূর্তটি শেয়ার করলেন ভালো লেগেছে পড়ে।
পরিবারের সবার জন্য কমবেশি কেনাকাটা করেছেন। ভালো লাগলো আপনাদের কেনাকাটার মুহূর্তগুলো দেখে। ঈদুল ফিতরে কমবেশি সবারই সবার জন্য কেনাকাটা করতে হয়। শপিং এর সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপু, আপনাদের ঈদের কেনাকাটার মুহূর্তগুলো দেখে সত্যিই ভালো লাগলো ।কেনাকাটা করা সবসময়ই আনন্দের, তবে ঈদের কেনাকাটার অনুভূতি একেবারেই আলাদা। পরিবার ও প্রিয়জনদের জন্য কেনাকাটা শেষ করে নিশ্চয়ই এখন উৎসবের আনন্দ আরও বেড়ে গেছে। সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
দেখতে দেখতে রমজান শেষ হয়ে আসছে।সামনে ঈদ।আর এই ঈদকে সামনে রেখে কেনাকাটা করতে গিয়ে সবার জন্য কেনাকাটা করে যে আসতে পেরেছেন জেনে ভালো লাগলো। দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না।আনন্দময় ঈদে সবার মাঝে ছোট ছোট খুশী উপহার দিলে নিজের ভালো লাগা অনেকখানি বৃদ্ধি পায়।যাই হোক শেষ পর্যন্ত ভাইয়াকে কেনাকাটা করে দিতে পেরেছেন জেনে আরও বেশি ভালো লাগলো আপু।সবাইকে ঈদের শুভেচ্ছা।