গান কভারঃ এই যে দুনিয়া

in আমার বাংলা ব্লগyesterday

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম অনেকদিন পর নতুন একটি গান করেছি। এটি ইসলামিক সংগীত বলা যায়। খুবই জনপ্রিয় একটি গান "এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শাঁই।" গানটি আমার খুবই পছন্দের। সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। তিনি যেভাবে চাইবেন আমার ঠিক সেভাবেই চলছি।সৃষ্টিকর্তার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না।এই গানের মধ্যে সবগুলো কথা অনেক সুন্দর ভাবে বোঝানো হয়েছে।

যেকোনো গান গজল অনেক মন দিয়ে শুনতে হয় তাহলে গানের কথাগুলো খুব সুন্দর ভাবে বুঝতে পারা যায়। গান শুনতে ভালো লাগছে তাই শুনছি এমনটা মোটেই ঠিক নয় গানের সেই কথাগুলোর এক একটা অর্থ বুঝতে হবে তবে সেই গান শুনে প্রকৃত শান্তি পাওয়া যাবে। এই যেমন এই গানটিতে সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে পরিচালিত করছেন সেটাই বোঝানো হয়েছে। আমরা চাইলেই তাঁর চাওয়ার বাহিরে কিছু করতে পারি না। যাইহোক আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লাগবে।

1000036299.jpg

গানঃ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
শিল্পীঃ আব্দুল আলিম

গানের কথা

ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ
তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ
যেমনি নাচাও তেমনি নাচি
যেমনি নাচাও তেমনি নাচি
তুমি খাওয়াইলে আমি খাই
আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ
তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ
আমার মনে এই আনন্দ
আমার মনে এই আনন্দ
কেবল আল্লাহ তোমায় চাই
আমি কেবল আল্লাহ তোমায় চাই
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া
এই যে দুনিয়া

গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏

https://youtube.com/shorts/9sX-nOjeLfA?si=GOOwr7VGpOGARyuJ

তো বন্ধুরা আমার কভার করা গানটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  
 20 hours ago 

এই গানটা আমার খুব পছন্দের একটা গান। আপনার মিষ্টি কন্ঠে গানটা শুনে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন। অনেকদিন পর শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।

Congratulations @hiramoni, your post was upvoted by @supportive.

 23 hours ago 

খুব সুন্দর গানের গলা আপনার আপু আগেও শুনেছি। এবারের গানটাও বেশ সুন্দর গেয়েছেন। ব্লগের জন্য আমাদের সবার মধ্যেই অনেক লোক কোন প্রতিভা রয়েছে যা ধীরে ধীরে প্রকাশ পায়। আপনি হ্যাংআউট এ নাম দেন না কেন আপু তাহলে প্রতি সপ্তাহে আপনার গান শুনতে পাই।

 23 hours ago 

এই যে দুনিয়া এই গানটি আমার ভীষণ ভালো লাগে আপু ।আমি মাঝে মাঝেই শুনি। গানটি তো ভাইরাল হয়ে গেছে। গানটি কিছুটা ইসলামী সঙ্গীতের মতো। আপনি খুব সুন্দর ভাবে কভার করেছেন। ভীষণ ভালো লাগলো আপু গানটি আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 20 hours ago 

আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা গান শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই গানটা কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম গান গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের গানটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 hours ago 

চমৎকার একটি গান পরিবেশন করলেন আপু। এই গানটি আমার খুবই পছন্দ। এক সময় গানটি বেশ ভাইরাল হয়েছিল। আমি খুব শুনতাম গানটি। আপনার কন্ঠে চমৎকার গানটি বেশ ভালো লাগলো। খুব সুন্দর গলা আপনার। চমৎকার একটি গান পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপু।

 18 hours ago 

সত্যি কথা আপু আমাদের তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সৃষ্টিকর্তার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। এমন সুন্দর একটি গান কভার করলেন আপনি। এই গানটি আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লেগেছে।‌ অনেক ধন্যবাদ আপনাকে।

 17 hours ago 

আমার অন্যতম একটি প্রিয় গান আজকে আপনার কন্ঠে শুনলাম। আপনি অনেক সুন্দর গান গান,আজকেরটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে।আপনার কন্ঠে আমার পছন্দের একটি গান শুনতে পেয়ে খুবই ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।