গান কভারঃ এই যে দুনিয়া
হ্যালো",
সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম অনেকদিন পর নতুন একটি গান করেছি। এটি ইসলামিক সংগীত বলা যায়। খুবই জনপ্রিয় একটি গান "এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন শাঁই।" গানটি আমার খুবই পছন্দের। সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। তিনি যেভাবে চাইবেন আমার ঠিক সেভাবেই চলছি।সৃষ্টিকর্তার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না।এই গানের মধ্যে সবগুলো কথা অনেক সুন্দর ভাবে বোঝানো হয়েছে।
যেকোনো গান গজল অনেক মন দিয়ে শুনতে হয় তাহলে গানের কথাগুলো খুব সুন্দর ভাবে বুঝতে পারা যায়। গান শুনতে ভালো লাগছে তাই শুনছি এমনটা মোটেই ঠিক নয় গানের সেই কথাগুলোর এক একটা অর্থ বুঝতে হবে তবে সেই গান শুনে প্রকৃত শান্তি পাওয়া যাবে। এই যেমন এই গানটিতে সৃষ্টিকর্তা আমাদেরকে কিভাবে পরিচালিত করছেন সেটাই বোঝানো হয়েছে। আমরা চাইলেই তাঁর চাওয়ার বাহিরে কিছু করতে পারি না। যাইহোক আশা করছি গানটি আপনাদের কাছে ভালো লাগবে।
গানঃ এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
শিল্পীঃ আব্দুল আলিম
গানের কথা
ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ
তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ
যেমনি নাচাও তেমনি নাচি
যেমনি নাচাও তেমনি নাচি
তুমি খাওয়াইলে আমি খাই
আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ
তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ
আমার মনে এই আনন্দ
আমার মনে এই আনন্দ
কেবল আল্লাহ তোমায় চাই
আমি কেবল আল্লাহ তোমায় চাই
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া
এই যে দুনিয়া
গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏
https://youtube.com/shorts/9sX-nOjeLfA?si=GOOwr7VGpOGARyuJ
তো বন্ধুরা আমার কভার করা গানটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
এই গানটা আমার খুব পছন্দের একটা গান। আপনার মিষ্টি কন্ঠে গানটা শুনে খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন। অনেকদিন পর শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান কভার করে শেয়ার করার জন্য।
https://x.com/HiraHabiba67428/status/1902252998635442665?t=uqCQNwUpirU22LYguZwFKQ&s=19
Congratulations @hiramoni, your post was upvoted by @supportive.
খুব সুন্দর গানের গলা আপনার আপু আগেও শুনেছি। এবারের গানটাও বেশ সুন্দর গেয়েছেন। ব্লগের জন্য আমাদের সবার মধ্যেই অনেক লোক কোন প্রতিভা রয়েছে যা ধীরে ধীরে প্রকাশ পায়। আপনি হ্যাংআউট এ নাম দেন না কেন আপু তাহলে প্রতি সপ্তাহে আপনার গান শুনতে পাই।
এই যে দুনিয়া এই গানটি আমার ভীষণ ভালো লাগে আপু ।আমি মাঝে মাঝেই শুনি। গানটি তো ভাইরাল হয়ে গেছে। গানটি কিছুটা ইসলামী সঙ্গীতের মতো। আপনি খুব সুন্দর ভাবে কভার করেছেন। ভীষণ ভালো লাগলো আপু গানটি আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা গান শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই গানটা কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম গান গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের গানটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার একটি গান পরিবেশন করলেন আপু। এই গানটি আমার খুবই পছন্দ। এক সময় গানটি বেশ ভাইরাল হয়েছিল। আমি খুব শুনতাম গানটি। আপনার কন্ঠে চমৎকার গানটি বেশ ভালো লাগলো। খুব সুন্দর গলা আপনার। চমৎকার একটি গান পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই আপু।
সত্যি কথা আপু আমাদের তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সৃষ্টিকর্তার ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না। এমন সুন্দর একটি গান কভার করলেন আপনি। এই গানটি আপনার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে।
আমার অন্যতম একটি প্রিয় গান আজকে আপনার কন্ঠে শুনলাম। আপনি অনেক সুন্দর গান গান,আজকেরটা আরো অনেক বেশি সুন্দর হয়েছে।আপনার কন্ঠে আমার পছন্দের একটি গান শুনতে পেয়ে খুবই ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।