মায়ের ভালোবাসা❤️
হ্যালো",
আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে মা। যে কোন স্বার্থ ছাড়াই তাদের সবটা দিয়ে সন্তানদের ভালোবাসেন। সারাটা দিন সন্তানদের জন্য কত চিন্তা তার মাথায়। কি করবে, কি পড়বে, কি খাবে সবকিছু নিয়ে।মা এবং সন্তানের মধ্যে সম্পর্ক হচ্ছে সবচেয়ে মধুর। মায়ের হাজার কষ্ট হলেও ছেলের গায়ে এতটুকু আঘাত লাগতে দেন না। যাইহোক মায়ের সাথে কারো তুলনা হবে না আর মায়ের গুনগান গেয়েও শেষ করা যাবে না।
আমি আপনাদের সাথে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলব। শুধু মানুষ না জীবজন্তুও তার বাচ্চাদের প্রতি একই ভালোবাসা প্রকাশ করে।এই ফটোগ্রাফি গুলো বেশ কয়েক মাস আগের। আমি বাসার সামনে উঠানে কিছুক্ষণ বসে সময় কাটাচ্ছিলাম। হঠাৎ একটি কুকুর কোথা থেকে যেন দৌড়ে আসলো।এসে চিৎকার করার সাথে সাথে পাঁচটা ছোট ছোট কুকুরছানা বের হলো।
হয়তো মা কুকুরটি খাবার খুঁজতে গিয়েছিল। কিন্তু ফিরে ছিল খালি হাতে। এবার ছানাগুলো ঝাপিয়ে পড়লো মায়ের বুকে দুধ পান করার জন্য। কুকুরটিকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল তারপরও সে একটি বারও তার বাচ্চাগুলোকে সরিয়ে দেয় নি। বিষয়টি আমার কাছে দেখার পর খুবই খারাপ লাগলো। এরপর আমি ছানাগুলোকে খাবার দিয়েছিলাম।
এখন কুকুরছানা গুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। তারা নিজেদের খাবার নিজেরাই যোগাড় করতে পারে। হঠাৎ করে গ্যালারিতে এই ফটোগুলো দেখে মনে পড়ে গেল সেই দিনটার কথা। সত্যিই মা আর সন্তানের মধ্যেকার ভালোবাসার কোন তুলনা হয় না। মা আমাদের যেমন ভালোবেসে আগলে রাখেন সন্তানদের উচিত মাকে ঠিক ততটা আগলে রাখা। যাইহোক আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/HiraHabiba67428/status/1894459888493035650?t=2pq0zUMpwsEespC8AV1cIQ&s=19