ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আমরা প্রত্যেকেই বিরিয়ানি কিংবা পোলাও খেতে খুবই পছন্দ করি। কেননা এগুলো হচ্ছে লোভনীয় খাবার দেখলেই খেতে ইচ্ছা করে। আর সাদা পোলাও খেতে ভীষণ পছন্দ করে। তাই ওকে অল্প করে হলেও কয়েকদিন পরপরই রান্না করে দেই। বাবুর বাবাও খেতে ভীষণ পছন্দ করে পোলাও বিরিয়ানি।গত শুক্রবার বাবুর জন্য পোলাও রান্না করবো তখন উনি বলছিলেন যেন একটু বেশি করে সাদা পোলাও রান্না করি আর সাথে রোস্ট রান্না করি। সব সময় আমার পছন্দের মানুষের পছন্দের খাবার গুলো রান্না করতে ভীষণ ভালোবাসি। তাই রান্না করে ফেলেছিলাম সাদা পোলাও এবং রোস্ট।
আমরা অনেকেই আছি যারা পারফেক্ট পোলাও রান্না করতে পারি না। অনেক সময় পোলাও শক্ত থেকে যায় কিংবা অনেক সময় পানি বেশি হয়ে গেলে নরম হয়ে যায়। প্রথম প্রথম আমার থেকেও এমনটা হতো কিন্তু এখন পারফেক্ট পোলাও রান্না করতে পারি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই ঝরঝরে সাদা পোলাও এর রেসিপি। তো চলুন রেসিপিতে যাই।
উপকরনসমূহ |
---|
আতপ চাল |
আদা-রসুন বাটা |
পেঁয়াজ কুচি |
গোটা কাঁচামরিচ |
সাদা এলাচ |
দারচিনি |
তেজপাতা |
লবণ |
তেল |
ধাপ-১
প্রথমে আতপ চালগুলো ধুয়ে একটা প্লাস্টিকের ডালায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। এরপর চুলায় একটি বড় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে সাদা এলাচ, দারচিনি তেজপাতার ফোড়ন দিয়েছি।
ধাপ-২
এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি।
ধাপ-৩
এরপর ধুয়ে পানি ঝরানো আতপ চালগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নিতে হবে।
ধাপ-৪
এবার কয়েকটা কাঁচামরিচ, আদা-রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। যাতে প্রত্যেকটা চাল আলাদা আলাদা হয়ে যায়।
ধাপ-৫
আমি এখানে ১ কেজি পরিমাণ চাল নিয়েছি তাই আমি মাপ অনুযায়ী দুই কেজি পানি ব্যবহার করেছি। আর পোলাও রান্নাতে এটা খুবই জরুরী। যতটা চাল নিবেন তার দ্বিগুণ পানি দিতে হবে। যাই হোক এরপর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে।
ধাপ-৬
একপর্যায়ে দেখলাম আমার হাঁড়িতে পোলাও ধরছেনা তাই আমি রাইস কুকারে দিলাম।
ধাপ-৭
এরপর পোলাও একদম পারফেক্টলি ফুটে গেছে। ওপরে পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে আমি এটা পরিবেশন করেছি।
পোলাও রান্না যদি ভালো না হয় তাহলে যে কোনো মাংস দিয়ে খেতে একদমই ভালো লাগেনা। যেহেতু আমার পোলা রান্নাটা খুবই ঝরঝরে হয়েছিল তাই রোস্ট দিয়ে খেতেও ভীষণ ভালো লাগছিল। বিশেষ করে আমার প্রিয়জনেরা খুবই পছন্দ করেছে। আর বাবু তো বরাবরই সাদা পোলাও অনেক পছন্দ করে সেও খেয়েছে মজা করে।রান্নার পর যখন সবাইকে তৃপ্তি করে খেতে দেখি তখন অন্যরকম প্রশান্তি কাজ করে মনের ভিতরে। যাইহোক আশা করছি আমার ঝরঝরে সাদা পোলাও রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
মুরগির মাংস বা রোস্টের সাথে পোলাও খেতে বেশ ভালো লাগে। খুব সুন্দর ভাবে আপনি রেসিপিটি তৈরি করেছেন। পোলাও রান্না করার সময় পানির পরিমাণ ঠিক থাকলে পোলাও খুব ঝরঝরে এবং সুন্দর হয়। আপনার তৈরি করা রেসিপিটি দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
একদম ঠিক বলেছেন আপু মুরগির মাংস কিংবা রোস্টের সাথে এই সাদা পোলাও খেতে ভীষণ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আসলে পোলাও ভাত দেখলে আমার লোভ লেগে যায়। আপনি দেখছি ঝরঝরে সাদা পোলাওয়ের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা পোলাও রেসিপি টি দেখে লোভ লেগে গেল আপু। আসলে ঝরঝরে পোলাও খেতে একটু বেশি ভালো লাগে। আপনার তৈরি করা পোলাও রেসিপি টি অসাধারণ হয়েছে আপু।
ধন্যবাদ আপনাদে সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/HiraHabiba67428/status/1878120987075678491?t=U-dR2jyUbJlB470r5SOOng&s=19
পারফেক্ট পদ্ধতিতে পোলাও রান্না করা সত্যি অনেক কঠিন ব্যাপার। এক কথায় যাদের অভ্যাস নেই তারা পারে না। আপনি অনেক সুন্দর ভাবে পারফেক্ট পদ্ধতিতে ঝরঝরে পোলাও রেসিপি তৈরি করেছেন দেখতে খুব লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এটা ঠিক বলেছেন ভাইয়া পারফেক্ট পোলাও রান্না করা সত্যিই অনেক কঠিন ব্যাপার। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।
পারফেক্ট ভাবে পোলাও রান্না করা আসলেই একটু কষ্টকর। কয়েকবার করলে তারপর পারফেক্ট হয়ে যায়। আমি দুইবার পোলাও রান্না করেছিলাম একবারও পারফেক্ট করে রান্না করতে পারেনি। আপনার রান্নাটি একবারে পারফেক্ট হয়েছে দেখে বোঝা যাচ্ছে। পারফেক্ট পোলাও রেসিপি তৈরি করার পদ্ধতি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
চাল ভালোভাবে ভেজে নিলে এবং পরিমাণ মতো পানি দিলে পোলাও পারফেক্ট হবে আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ঝর ঝরে সাদা পোলাও রেসিপি তৈরীর বর্ণনা গুলো পড়ে খুবই ভালো লেগেছে আমার। সত্যি বলতে এরকম পোলাও খেতে আমার একেবারেই ভালো লাগে না। তবে মাঝেমধ্যে দাওয়াতে গেলে বাধ্য হয়ে খেতে হয়।
একেকজনের খাবারের টেস্ট একেকরকম ভাইয়া। অনেকেই অনেক খাবার খেতে পছন্দ করে না তবে আমার কাছে সাদা পোলাও খেতে বেশ ভালো লাগে।
আপু আপনি অনেক সুন্দর ঝরঝরে পলাও রান্না করেছেন সাথে আবার রোস্ট, একদম পারফেক্ট কম্বিনেশন। আপনার রন্ধন পদ্ধতি টি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু এমন ভাবে সাজিয়ে পরিবেশন করেছেন একবার দাওয়াত দিতেন চলে যেতাম। ঠিক বলেছেন পোলাও ঝরঝরে না হলে কোন মাংস দিয়েই খেয়ে মজা পাওয়া যায় না। আমিও আগে ঝরঝরে করতে পারতাম না কিন্তু এখন মেপে পানি দেওয়াতে একদম পারফেক্ট রান্না করতে পারি। পোলাও কিংবা বিরিয়ানি খেতে ছোট বড় সবাই পছন্দ করে। আপনার পোলাও দেখেই বুঝা যাচ্ছে একদম পারফেক্ট হয়েছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
চলে আসেন আপু আবারও রান্না করবো।একদম ঠিক বলেছেন ঝরঝরে পোলাও না হলে মাংস দিয়ে খেতে একদমই ভালো লাগে না।
সঠিক পদ্ধতি মেনে পোলাও রান্না করা কিন্তু খুব একটা সহজ কাজ না এবং অনেকটাই সময় সাপেক্ষ। আপনি দেখছি বেশ সুন্দরভাবে পোলাটি রান্না করেছেন এবং প্রতিটা ধাপে যথাযথ ছিল। খুব ভালো পরিবেশন করেছেন মাংস দিয়ে। দেখতেও ভালো লাগছে।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।