আসলে আজব দুনিয়া। কত কষ্ট করে লালন পালন করে সন্তান মানুষ করা হয়। আর সামান্য অবৈধ নেশার টানে নিজের সন্তানকে মেরে ফেলবে। মানুষ অপকর্মের নেশায় যখন পশু হয়ে যায় তখন তার আপন পর থাকে না। বোনের পশুরা যেমন অন্য পশুকে ধ্বংস করে ঠিক মানুষ খারাপ চরিত্রের জন্য কেমন হয়ে যায়। খুব খারাপ লাগলো ঘটনাটা জেনে। মহিলাটা কে উপযুক্ত সাজা দেওয়া দরকার, যেন অন্যান্য অবৈধ পথে চলা মহিলারা সঠিক পথ থেকে চলে আসে।