নয়টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 months ago




হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের পোস্টে থাকবে বেশ কিছু সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।


1000004290.jpg

ইনশট এপ্স দিয়ে ফটোগুলো এডিট করেছি





অনেক সুন্দর একটি একুরিয়াম। একুরিয়ামের মধ্যে বেশ অনেকগুলো মাছ রয়েছে। একুরিয়াম টা আলো দ্বারা এবং অক্সিজেন এর মেশিন দ্বারা সুন্দরভাবে সাজানো রয়েছে। কাচের তৈরি একুরিয়াম হাওয়ায়, ভেতরে রাখা সমস্ত কিছু বাইরে থেকে ভালোভাবে দেখা যায়।

IMG_20240531_185440_7.jpg


একদিন আমাদের স্থানীয় সবজি বাজারে বাজার করতে গিয়ে ধারণ করা ফটোগ্রাফি। ফটোগ্রাফিতে বেশ অনেক রকমের সবজি দেখতে পারছেন। যেখানে পেঁপে শসা কচুর লতি লেবু ইত্যাদি। পেঁপে গ্যাস নিয়ন্ত্রণ করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লেবুটা প্রায় খাওয়া হয়।

IMG_20240526_183222_131.jpg


অনেক সুন্দর বাগান বিলাস ফুল। এই ফুলের আলাদা নাম থাকতে পারে। আমার সঠিক জানা নেই। আমি বাগান বিলাস নামে জেনি। ফুলগুলো সাদা সাদা। দেখে অনেক ভালো লাগে।

IMG_20240531_182013_049.jpg


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের পাশে ফ্লাইওভার থেকে ধারণ করা ফটো। রাতের ব্যস্ত নগরী। দিনের মতো রাতেও বিভিন্ন যানবাহন এই সাইট দিয়ে ওই সাইট দিয়ে চলমান রয়েছে। পাশের রেস্টুরেন্ট ফাস্টফুড এর দোকানগুলো মানুষে পরিপূর্ণ।

IMG_20240531_190010_838.jpg


ভালোলাগার কিছু পাখি। আমরা এই পাখির বিভিন্ন নামে জানি। এর ইংরেজি নাম budgerigar, আবার অনেকেই লাভ বার্ড নামে চেনেন। এ পাখিগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তাদের পালক গুলো বিভিন্ন কালারের হয়। এগুলো খাঁচার পুষতে ভাললাগে।

IMG_20230829_162242_951.jpg


একদিন ওয়াজ মাহফিলের মেলা থেকে ধারণ করেছিলাম সুন্দর এই ফটোগ্রাফিটা। এখানে বিভিন্ন ধরনের মেয়েদের মাথার টাই দেখতে পাচ্ছেন। প্রিয় মানুষের জন্য সুন্দর সুন্দর টাই গুলো অনেক ভালো লাগে।

IMG_20240213_222111_576.jpg


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের দিকে যাওয়ার সময় ধারণ করেছিলাম এই ঝিঙে সবজি। দেখলাম একটি কোয়াটারের পাশে অনেক সুন্দর ভাবে এই সবজি তৈরি করা হয়েছে। অনেক বড় বড় ঝিঙ্গা দেখে অনেক ভালো লাগছিল।

IMG_20240531_182030_342.jpg


এটা বনফুল। বন জঙ্গল থেকে সুন্দর এই ফুলের ফটোগ্রাফি ধারণ করেছিলাম আমি। একটি ডালের উপর অনেকগুলো ছোট ছোট ফুল ফুটে রয়েছে। যেন অন্যরকম এক ভালোলাগা খুঁজে পেলাম ফুলগুলোর মধ্যে।

IMG_20250111_142334_212.jpg


এ ফটোতে আপনারা দেখছেন বেশ অনেকগুলো পাকা কলা। আমি সব সময় এই জাতীয় কলা গুলো বেশি পছন্দ করে থাকি। এই কলা গুলো ৩৫ টাকা হালি বিক্রয় করে থাকেন। আমি অন্য কলা খেয়ে দেখেছি যেগুলোতে গ্যাসের প্রবলেম দেখায়। কিন্তু এগুলো একটু ভালো রকমের পাকা হলে গ্যাসের প্রবলেম করে না। আর একটা বিষয় রয়েছে এগুলো সহজে পচে যায় না। কিন্তু বড় কলা গুলো খুব সহজে পচে যায়।

IMG_20240526_182904_993.jpg




বিশেষ বিশেষ তথ্য


ফটোগ্রাফিরেনডম
ফটোগ্রাফি ডিভাইসHuawei mobile
আমার ঠিকানাগাংনী-মেহেরপুর
ফটোগ্রাফার@helal-uddin
ধর্মইসলাম
দেশবাংলাদেশ



7YHZyBadGPMGPpmSAvnvPWhbR1Eo9nKWN6xzUJNzgxziWYVj97UYc69tRU1c57mVzP13faqGYpEjuFHprQCfZqg6aqpXGjX5CvGtK4DeHp...9hpdsiq4Gci8DoxLdGGsuPNV6A9q1ix4kAGE8RYya7ZwRGxyiWRCNL76EtziJLHwwz9gTz9wqhHP85AxA5FDGdEEDbrQhMniBMZNWdC7GFjraWA5sNwAcGshuY.png


পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif



আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।


IMG-20241121-WA0015.jpg




2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


Sort:  
 2 months ago 
 2 months ago 

অনেক সুন্দর নয়টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

আপনার মন্তব্য দেখে ভালো লাগলো।

 2 months ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ পছন্দ হয়েছে ভাই। তবে পাখির ফটোগ্রাফি বনফুল ওয়াজ মাহফিলের দৃশ্য আর একুরিয়ামের ফটোগ্রাফিটি ভীষণ ভালো লেগেছে। বাকি ফটোগুলো চমৎকার হয়েছে কিন্তু। সব মিলিয়ে আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি আমাকে মুগ্ধ করে ফেলেছে। আশা করি আগামীতে আরও চমৎকার ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পারবো।

 2 months ago 

আশা করব এভাবেই সঙ্গে থাকবেন

 2 months ago 

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এলোমেলো ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। এলোমেলো ফটোগ্রাফির মাধ্যমে একসাথে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু

 2 months ago 

আপনি আজকে দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ক্যাপচার করা ফটোগ্রাফি গুলো সুন্দর ছিল। বনফুলের এবং একুরিয়ামের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

অনেক সুন্দর ভাবে মন্তব্য করেছেন আপনি

 2 months ago 

খুব ভালো লাগলো আপনার ধারণ করা চমৎকার এই ফটোগ্রাফি গুলো দেখে। বেশ ভালো ভাবে বর্ণনার সাথে উপস্থাপন করেছেন। আপনার এই পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম আর ভালো লাগার কিছু অনুভব করলাম।

 2 months ago 

আপনার মন্তব্য দেখে অনেক ভালো লেগেছে

 2 months ago 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লাগলো। প্রত্যেকটা ফটোগ্রাফির সাথে সাথে সুন্দর বর্ণনা করেছেন আপনি। তবে বেশি ভালো লাগলো বিশ্ববিদ্যালয়ের ওই ঝিঙে বান দেখে। মনে হল আমাদের বাগানের সেই বানে ঝিঙে ঝুলছে। এবার আমি অনেক ঝিঙে উঠিয়েছিলাম আমাদের বাগান থেকে।

 2 months ago 

আপনি দারুন মন্তব্য করেছেন।

 2 months ago 

আমার আজকের টাস্ক

1000004301.jpg

1000004295.jpg

1000004293.jpg

 2 months ago 

আপনি দেখছি অনেকগুলো ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করেছেন। সেটি দেখতে আসলেই অনেক চমৎকার ।বিশেষ করে পাখির ফটোগ্রাফিটি বেশি ভালো লাগলো।

 2 months ago 

আপু আপনাকে ধন্যবাদ

 2 months ago 

মোটামুটি বেশ ভালো চেষ্টা ছিল আপনার। দারুণ কিছু অবজেক্ট এর ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি। তবে আমি আপনাকে বলব কোয়ানটিটি না বাড়িয়ে কোয়ালিটি বাড়ান। ধন্যবাদ আমাদের সাথে আপনার ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 months ago 

উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।