নয়টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম
হ্যালো বন্ধুরা!
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভাল রয়েছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। রেনডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের পোস্টে থাকবে বেশ কিছু সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম।
অনেক সুন্দর একটি একুরিয়াম। একুরিয়ামের মধ্যে বেশ অনেকগুলো মাছ রয়েছে। একুরিয়াম টা আলো দ্বারা এবং অক্সিজেন এর মেশিন দ্বারা সুন্দরভাবে সাজানো রয়েছে। কাচের তৈরি একুরিয়াম হাওয়ায়, ভেতরে রাখা সমস্ত কিছু বাইরে থেকে ভালোভাবে দেখা যায়।
একদিন আমাদের স্থানীয় সবজি বাজারে বাজার করতে গিয়ে ধারণ করা ফটোগ্রাফি। ফটোগ্রাফিতে বেশ অনেক রকমের সবজি দেখতে পারছেন। যেখানে পেঁপে শসা কচুর লতি লেবু ইত্যাদি। পেঁপে গ্যাস নিয়ন্ত্রণ করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও লেবুটা প্রায় খাওয়া হয়।
অনেক সুন্দর বাগান বিলাস ফুল। এই ফুলের আলাদা নাম থাকতে পারে। আমার সঠিক জানা নেই। আমি বাগান বিলাস নামে জেনি। ফুলগুলো সাদা সাদা। দেখে অনেক ভালো লাগে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেটের পাশে ফ্লাইওভার থেকে ধারণ করা ফটো। রাতের ব্যস্ত নগরী। দিনের মতো রাতেও বিভিন্ন যানবাহন এই সাইট দিয়ে ওই সাইট দিয়ে চলমান রয়েছে। পাশের রেস্টুরেন্ট ফাস্টফুড এর দোকানগুলো মানুষে পরিপূর্ণ।
ভালোলাগার কিছু পাখি। আমরা এই পাখির বিভিন্ন নামে জানি। এর ইংরেজি নাম budgerigar, আবার অনেকেই লাভ বার্ড নামে চেনেন। এ পাখিগুলো বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তাদের পালক গুলো বিভিন্ন কালারের হয়। এগুলো খাঁচার পুষতে ভাললাগে।
একদিন ওয়াজ মাহফিলের মেলা থেকে ধারণ করেছিলাম সুন্দর এই ফটোগ্রাফিটা। এখানে বিভিন্ন ধরনের মেয়েদের মাথার টাই দেখতে পাচ্ছেন। প্রিয় মানুষের জন্য সুন্দর সুন্দর টাই গুলো অনেক ভালো লাগে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের দিকে যাওয়ার সময় ধারণ করেছিলাম এই ঝিঙে সবজি। দেখলাম একটি কোয়াটারের পাশে অনেক সুন্দর ভাবে এই সবজি তৈরি করা হয়েছে। অনেক বড় বড় ঝিঙ্গা দেখে অনেক ভালো লাগছিল।
এটা বনফুল। বন জঙ্গল থেকে সুন্দর এই ফুলের ফটোগ্রাফি ধারণ করেছিলাম আমি। একটি ডালের উপর অনেকগুলো ছোট ছোট ফুল ফুটে রয়েছে। যেন অন্যরকম এক ভালোলাগা খুঁজে পেলাম ফুলগুলোর মধ্যে।
এ ফটোতে আপনারা দেখছেন বেশ অনেকগুলো পাকা কলা। আমি সব সময় এই জাতীয় কলা গুলো বেশি পছন্দ করে থাকি। এই কলা গুলো ৩৫ টাকা হালি বিক্রয় করে থাকেন। আমি অন্য কলা খেয়ে দেখেছি যেগুলোতে গ্যাসের প্রবলেম দেখায়। কিন্তু এগুলো একটু ভালো রকমের পাকা হলে গ্যাসের প্রবলেম করে না। আর একটা বিষয় রয়েছে এগুলো সহজে পচে যায় না। কিন্তু বড় কলা গুলো খুব সহজে পচে যায়।
ফটোগ্রাফি | রেনডম |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei mobile |
আমার ঠিকানা | গাংনী-মেহেরপুর |
ফটোগ্রাফার | @helal-uddin |
ধর্ম | ইসলাম |
দেশ | বাংলাদেশ |
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি মোঃ হেলাল উদ্দিন। আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা,ঢাকা সাভার বিশ-মাইল। আমি একজন বিবাহিত ব্যক্তি। কর্মজীবনে একজন বেসরকারি চাকরিজীবী।
Twitter-promotion
অনেক সুন্দর নয়টি রেনডম ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়েছে। আপনার করা ফটোগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় ।ফটোগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
প্রত্যেকটা ফটোগ্রাফি ভীষণ পছন্দ হয়েছে ভাই। তবে পাখির ফটোগ্রাফি বনফুল ওয়াজ মাহফিলের দৃশ্য আর একুরিয়ামের ফটোগ্রাফিটি ভীষণ ভালো লেগেছে। বাকি ফটোগুলো চমৎকার হয়েছে কিন্তু। সব মিলিয়ে আপনার আজকের ফটোগ্রাফি পোস্টটি আমাকে মুগ্ধ করে ফেলেছে। আশা করি আগামীতে আরও চমৎকার ফটোগ্রাফি আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পারবো।
ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এলোমেলো ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। এলোমেলো ফটোগ্রাফির মাধ্যমে একসাথে অনেক ধরনের ফটোগ্রাফি দেখা যায়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।