পাবদা মাছ ভর্তা রেসিপি

আজ - শনিবার

১৩ শ্রাবণ,১৪৩১ বঙ্গাব্দ
২৭ জুলাই,২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম

আপনারা কেমন আছেন? আশা করি, মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। 'আমার বাংলা ব্লগ' কে ভালোবেসে এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে উপস্থিত হলাম মজাদার এক রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে সুস্বাদু পাবদা মাছ ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কার্যপ্রণালী শুরু করি।


IMG_20240725_183727.jpg


ব্যবহারিত উপাদান সমূহ


ক্রমিক নম্বর
উপাদান
পরিমান
১.পাবদা মাছহাফ কেজি
২.পেঁয়াজ কুচিতিন পিস
৩.রসুন কুচি৩ টুকরো
৪.কাঁচা মরিচ৪ পিস
৫.সয়াবিন তেলপরিমাণ মতো
৬.লবণ১চামচ
৭.মরিচের গুঁড়াহাফ চামচ
৮.হলুদের গুঁড়াহাফ চামচ
৯.লেবু১পিচ


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১


শুরুতে আমি হাফ কেজি পাবদা মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। মাছগুলো আগে থেকে ফ্রিজে রাখার ছিল। আমি ফ্রিজ থেকে মাছ গুলা বের করে নিয়ে সুন্দর করে কেটে নিই। তারপর ধুয়ে নিয়েছি।

IMG_20240725_172440.jpg



ধাপ :-২


তারপর আমি মাছের উপরে হাফ চামচ মত লবণ মরিচ ও হলুদের গুড়া দিয়েছি এবং সেগুলো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি লবণ হলুদ এবং মরিচের গুড়া অল্প করে ব্যবহার করেছি।কারণ ভর্তা তৈরি করব তাই অল্প করে ব্যবহার করেছি।


IMG_20240725_173449.jpg


ধাপ :-৩


তারপর আমি মাছ গুলো অল্প হিটে ভেজে নিই।সুন্দর করে দুই পাশ ভেজে নিয়েছি যাতে করে মাছ গুলা সিদ্ধ হয়ে যায় ।এরকম ভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি।

IMG_20240725_174049.jpg



ধাপ :-৪


তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি মাছ গুলা সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি এবং অন্যদিকে চারটা মরিচ এবং তিনটি পিয়াজ কেটে নিয়েছি এবং সেগুলাকে আমি তেলে ভেজে নিয়েছি তেলের পেঁয়াজ মরিচ ভেজে ভর্তা তৈরি করলে অনেক মজা লাগে খেতে।

IMG_20240725_181703.jpg

IMG_20240725_175342.jpg

IMG_20240725_175539.jpg



ধাপ :-৫


তারপর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ও মরিচ গুলো সুন্দর করে আমি ভেঁজে নিয়েছি। আমি পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি। দেখতে কিছুটা বেরেস্তার মত লাগছে। এভাবে বেরেস্তার মত করে পেঁয়াজ ভেজে নিয়ে ভর্তা করলে খেতে বেশ মজা লাগে তাই আমি এভাবে সুন্দর করে ভেঁজে নিয়েছি।

IMG_20240725_181655.jpg



ধাপ :-৬


তারপর আমি এখানে মাছের কাঁটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। মাছের কাঁটাগুলো ছাড়ানোর সময় অনেক সাবধানে ছাড়িয়েছে কারণ কাটা যদি থেকে যায় তাহলে ভর্তাটা খেতে পারা যাবে না। সেজন্য আমি অনেক সাবধানে মাছের কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি।

IMG_20240725_182949.jpg





শেষ ধাপ:


তারপর আমি পেঁয়াজ মরিচ ভেঁজে যে পাত্রে রেখেছিলাম একই পাত্রে আমি মাছগুলের কাটা ছাড়িয়া রেখে দিয়েছি।এবং তার মধ্যে এক চামচ মত লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি।

IMG_20240725_183741.jpg


zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

পরিবেশন


মাছ ভর্তা শেষে আমি সবাইকে সুন্দর করে পরিবেশন করে দিয়। যখন আমি কোন কিছু রান্না করি তখন আমার নিজ হাতে পরিবেশন করতে অনেক ভালো লাগে। তাই আমি নিজ হাতে সবাইকে সুন্দর করে পরিবেশন করে দিয়। সবাই আমার রান্না অনেক প্রশংসা করছিল যা আমার খুবই ভালো লেগেছে। এভাবে আমি আবার পরিবেশনের দ্বারা কার্যক্রম শেষ করলাম। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে।


received_305654148004402.webp


পোস্ট বিবরণ


Photo devicerealme c25
বিষয়সুস্বাদু রেসিপি
ক্রেডিট@helal-uddin
লোকেশনসাভার - ঢাকা
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমি হেলাল উদ্দিন, আমি একজন বাংলাদেশী মুসলিম নাগরিক। আমার বাসা গাংনী-মেহেরপুরে। আমার বর্তমান ঠিকানা ঢাকা সাভার, বিশ-মাইল। আমি বিবাহিত,একজন বেসরকারি চাকুরীজীবী। আমার স্টিমিট আইডির নাম হচ্ছে @helal-uddin


R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png

Sort:  
 last year 

পাবদা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে।আজকে আপনি দারুন একটি ভর্তার রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।আপনার তৈরি রেসিপিটি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

সুন্দর মন্তব্য দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 last year 

পাবদা মাছ অনেক খেয়েছি কিন্তু কখনো ভর্তা করার কথা মাথায় আসেনি। পাবদা মাছ দিয়ে ভর্তা করা যায় আজকে প্রথম দেখলাম। কিন্তু দেখে মনে হচ্ছে যে খেতে আসলেই বেশ মজাদার হয়েছিল। যে কোন ধরনের ভর্তাই গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

খেতে অনেক মজা হয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

 last year 

পাবদা মাছের ভর্তা খেতে অসাধারণ সুস্বাদু লাগে। পাবদা মাছের ভর্তা রেসিপি তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে পাবদা মাছের ভর্তা তৈরিতে কাঁচা মরিচের ব্যবহারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য।

 last year 

ব্যবহারিত বলে কোন অভিধানগত শব্দ নেই ভাইয়া। কথাটি ব্যবহৃত হবে৷

আপনার পোস্টটি খুব ভালো লাগল। আপনারা ভর্তা আর ভুনা অনেক বেশি খান। বেশ সহজ ও চটজলদি রেসিপি।

 last year 

ওকে আপু শব্দ টা ঠিক করে দিব।

রেসিপিটা অনেক সহজ এবং খেতেও অনেক মজা হয়েছিল।

 last year 

পাবদা মাছ ভর্তা করার লোভনীয় পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এর আগে আমি কোনদিন পাবদা মাছ ভর্তা করে খাইনি। রেসিপি আমার কাছে একটা ইউনিক রেসিপি বলে মনে হয়েছে।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। সুন্দর মন্তব্য দেওয়ার জন্য।

 last year 

পাবদা মাছের ভুনা কিংবা ফ্রাই অনেকবার খাওয়া হয়েছে তবে এইভাবে ভর্তা করে কিন্তু কখনো খাওয়া হয়নি। আপনি তো বেশ ইউনিক একটা রেসিপি শেয়ার করেছেন আমাদের মাঝে। খুব ভালো লাগলো আপনার আজকের রেসিপি দেখে। নিশ্চয়ই খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

জি আপু ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল।