নিজেকে ব্যস্ত রাখতে শিখুন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে ভাবলাম আপনাদের সকলের সাথে এমন একটি লেখা শেয়ার করি। যে লেখাটি শুধু আপনাদের জন্যই উপকারী হবে, তা নয়। এ লেখাটি আমার নিজের জন্য একইভাবে উপকারী হবে। আসলে নানা সময় নানা ধরনের চিন্তা-ভাবনা মাথায় আসে এবং সেই লেখাগুলো আসলে আপনাদের সকলের সাথে শেয়ার করতে পারলে আমার নিজেরও অনেকটা ভালো লাগে। এবং আসলে সে লেখাগুলো থেকে আমি নিজেও অনেক কিছু শিক্ষা নেই। কারণ সবসময় যেটা ভাবি। সেটা করা হয়ে ওঠে না। কিন্তু যেটা ভাবি সেটা আসলে যদি লেখায় রূপান্তরিত করতে পারি। তাহলে মনে হয় যে, সেই নিজের লেখাগুলো নিজেরও কিছুটা মেনে চলা উচিত।

আসলে আজকে যে মূল ব্যাপার। সেটা হলো আমরা সব সময় কিন্তু একটা চেষ্টা করে থাকি এবং সেই চেষ্টাটি হলো নিজেকে ব্যস্ত রাখার। কারণ নিজেকে ব্যস্ত রাখার মতোন ভালো কাজ খুব কম রয়েছে। এটা আমরা ছোটবেলায় বুঝতে পারি না। অর্থাৎ একটা সময় পর্যন্ত আমরা ব্যস্ততা থেকে সব সময় দূরে পালাতে চাই। কিন্তু একটা বয়স পার হয়ে গেলে এরপরে আমরা বুঝতে পারি যে, আমাদের জন্যে ব্যস্ততা কতো বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়।

তাই সবসময় নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখতে শিখতে হবে। অর্থাৎ শুধুমাত্র ব্যস্ত রাখতে হবে বলেই যে কোনো আজেবাজে কাজ করবো,এমন কিন্তু নয়। অর্থাৎ ভালো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে পারলে কিন্তু জীবনে সফলতা আসে। তার একটি কারণ হলো, সব সময় ভালো কাজের মধ্যে থাকলে মানুষ কিন্তু খারাপ চিন্তা ভাবনা কিংবা নেগেটিভ চিন্তাভাবনা করতে পারে না। এতে করে তার জীবনের সফলতা অনিবার্য হয়ে যায়। তাই সবসময় ভালো কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখতে পারলেই আমরা জীবনে সফলতার মুখ দেখতে পারবো খুব সহজে। এই লেখাটি এই কারণেই লিখলাম। কারণ মাঝেমধ্যে এতো বেশি ব্যস্ততা থাকে, যে ব্যস্ততার জন্য হাতিয়ে উঠি এবং বিরক্ত লাগে। কিন্তু চরম মুহূর্তে মনে পরে যে এই বিরক্তিটা কিন্তু মোটেও ভালো নয়। কারণ ব্যস্ততা আমাদের ভালোর জন্যই।

ABB.gif

Sort:  
 4 days ago 

আসলে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখা সত্যিই গুরুত্বপূর্ণ, কারণ এটি জীবনে সফলতা আনে। ব্যস্ত থাকলে খারাপ চিন্তা দূরে থাকে এবং সময়ের সঠিক ব্যবহার হয়। অলসতা থেকে মুক্তি পেতে ব্যস্ত থাকাটা জরুরি। তাই আমি মনে করি সবসময় ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা উচিত। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।