সব নেশা নয় মন্দ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

নেশা শব্দটা সাধারণত সবসময় নেগেটিভ অর্থই ব্যবহৃত হয়। কারণ এটা সত্যিই একটা নেগেটিভ কিংবা একটা বিপরীত শব্দ। যেটা সবসময় ভালোর বিপরীতে ব্যবহৃত হয় এবং সাধারণ অর্থে তাই আমরা এই শব্দটিকে খারাপ হিসেবে বিবেচনা করে নেই। কারণ খারাপ হিসেবে বিবেচনা করে নেওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অর্থাৎ নেশা মানে আমরা এডিক্টেড হিসেবে বুঝি। অর্থাৎ আমি এটা ইংলিশে বললাম। কারণ ইংলিশে আসলে মাঝে মধ্যে কিছু শব্দ ভালোভাবে ডিফাইন করা যায়। তেমনটাই ঠিক বাংলাতেও রয়েছে। অর্থাৎ বিভিন্ন শব্দ বিভিন্ন ভাষাতেই বেশি মানায়।

আজকে কিন্তু আমি এই নেশা শব্দটির পজেটিভ শব্দটা নিয়েই কিংবা পজেটিভ অর্থটা নিয়েই কথা বলতে এসেছি। আসলে নেশা শব্দটার একটি পজেটিভ অর্থ হলো, অনেকের অনেক রকমের ভালো কাজ করার নেশা রয়েছে। অর্থাৎ ধরুণ, কিছু কিছু মানুষ আপনি দেখবেন যে। তারা সবসময় অনেক বেশি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, সব সময় ঠকে যায়। কিন্তু তারা কোনোভাবেই তাদের ওই ভালো কাজ করা থেকে পিছিয়ে আসতে পারে না। এবং একটু যদি খেয়াল করে দেখেন। তাহলে দেখবেন যে, তাদের আসলে ভালো কাজ করা থেকে আপনি কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবেন না।

অর্থাৎ ভাল কাজ করাই তাদের নেশা। তাই নেশা শব্দটা সবসময় যে খারাপ অর্থে ব্যবহৃত হয় কিংবা নেশা শব্দটাই যে খারাপ, তা নয়। কারণ ভালো কাজের নেশা কিন্তু খুব ভালো। যদিও তাদেরকে জীবনে অনেক বেশি অশান্তি পোহাতে হয়। কিন্তু তার ওই কাজের জন্য সে অবশ্যই পুরস্কৃত হবে পরকালে। কারণ যে নেশা মানুষকে ভালোর পথে আনে। যে নেশা মানুষকে আলোকিত জীবন দেয়। সে নেশার জন্য তো সৃষ্টিকর্তা আমাদের পুরস্কৃত করবেনই। তাই কোনো শব্দকে আমরা ভালো খারাপ ইত্যাদির ছকে ফেললেই বোধহয় সবচেয়ে বেশি ভালো হয়। কারণ শব্দের কখনো দোষ হয় না কিংবা শব্দ কখনো খারাপ হয় না। আমরা শব্দটাকে খারাপ ভাবে উপস্থাপন করি বলেই সেই শব্দটা খারাপ হয়।