হালাল ইনকাম যখন হারাম!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে ভাবলাম আপনাদের সাথে আমার সাথে অর্থাৎ আমাদের সাথে ঘটে একটা সত্য ঘটনা শেয়ার করি। এবং এই সত্য ঘটনাটির সাথে আমার এই পোস্টের টাইটেলের যে কতোটা মিল, সেটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। অর্থাৎ আমার এই লেখাটি যখন শেষ হবে। তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কতোটা সম্পর্কিত।

আসলে মূল ব্যাপার হলো, আমরা যেটা কষ্ট করে ইনকাম করি। সেটা কিন্তু হালাল ইনকাম। আর হালাল শব্দটির অর্থ হলো আমরা সৎ পথে সৃষ্টিকর্তার কথা অনুযায়ী অর্থাৎ উনার নিয়ম কানুন অনুযায়ী যেই টাকা ইনকাম করি।অর্থাৎ কষ্ট করে যে টাকাটি ইনকাম করি। সেটাই হলো আমাদের হালাল ইনকাম। তো আমরা আসলে বেশিরভাগ মানুষ এই হালাল ইনকাম এই বিষয় হয়তো, এই শব্দটি ইসলাম ধর্মের। কিন্তু এই সৎ পথে রোজগার করার যে একটা ভালো দিক কিংবা আমাদের যে সৎপথে রোজগার করা উচিত। এটা কিন্তু আমরা সকলেই মানি।

যাইহোক, এখন মূল ঘটনাটি যেটা। সেটা হলো আমাদের এক শিক্ষক রয়েছেন। তিনি প্রতিদিন ইউনিভার্সিটি আসেন এবং টিচার্স রুমে বসে থেকে গান শুনেন, গল্প করেন। কিন্তু কখনোই ক্লাস নিতে আসেন না। তার একটা মূল ব্যাপার হলো, আসলে তিনি কিছুই পারেন না। কারণ এটা আমরা ক্লাসেই অনেকবার প্রমাণ পেয়েছি।

প্রমাণ পেয়েছি বলতে আমরা কোনো কিছু জিজ্ঞেস করলেই উনি আর কোনোভাবেই উত্তর দিতে পারেন না। এবং google ঘাটাঘাঁটি করেন উত্তর দেওয়ার জন্য। তো এই যে উনার যে একটা হালাল ইনকামের রাস্তা। এটা কিন্তু তিনি নিজেই হারাম করে ফেলছেন। কারণ কোনো কষ্ট ছাড়া, কোনো শ্রম ছাড়া তিনি এই ইনকামটি করছেন যেটা সম্পূর্ণভাবেই হারাম হয়ে যাচ্ছে। কারণ তিনি কোনো কষ্ট ছাড়া ইনকামটি করে ফেলছেন। কিংবা উনি টাকাটি পাওয়ার জন্য যে বিষয়টি নিয়ে দায়বদ্ধ, সেটা উনি পূরণ করছেন না। এই ধরনের মানুষ কিংবা এই ধরনের ঘটনা আসলে আমাদের সামনে অহরহর ঘটে তো আমি মনে করি আসলে, আমাদের হালাল ইনকামটিকে কোনো ভাবে হারাম করা উচিত নয়।

ABB.gif