আজব দুনিয়া
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আজব দুনিয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আজকের এই প্রসঙ্গটি সবারই আসলে জানা। আসলে আমাদের এই দুনিয়াটাকে অনেকে আজব এক দুনিয়া মনে করে। কেননা এই দুনিয়ার কোথায় কি ঘটছে তা সত্যিই মানুষের কাছে একটা বিস্ময়কর জিনিস। আসলে এইসব আজব দুনিয়ার আজব কর্মকান্ডের জন্যই কিন্তু অন্যান্য গ্রহ থেকে আমাদের গ্রহটা এত বেশি সামনের দিকে এগিয়ে আছে। আসলে আজব দুনিয়ার বলার প্রধান কারণ হলো এই দুনিয়ায় আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাই। আসলে আমাদের এই পৃথিবীতে যে সব লোক বসবাস করে তারা কিন্তু প্রথম অবস্থাতে এক জায়গায় দলবদ্ধভাবে বসবাস করত। কিন্তু তারা তাদের প্রয়োজন অথবা চাহিদার জন্য আলাদা আলাদা ভাবে ভাগ হয়ে গিয়ে একটা আলাদা জাতি তৈরি করেছিল। আর এই জাতি পরবর্তীতে আলাদা আলাদা দেশ তৈরি করেছিল।
আসলে আমরা তো সবাই মানুষ। তাহলে এই মানুষ হিসেবে কি দরকার আলাদা আলাদা দেশ গঠন করার। কেননা আমরা তো সবাই মিলেমিশে একইসঙ্গে বসবাস করতে পারি। আসলে এই একই সঙ্গে মিলেমিশে বসবাস করার প্রবণতা আগের সময় ছিল কিন্তু বর্তমান সময়ে আর নেই। আসলে এই পৃথিবীতে আমরা যে জিনিসটা সম্মুখে দেখতে পাই আসলে সেই জিনিসটা সম্মুখ দিকে ঠিক সেই রকম নাও হতে পারে। কেননা পৃথিবীটার এই আজব কারখানাতে মানুষ সবসময় চেষ্টা করে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর এর জন্য আমাদের অবশ্যই উন্নত চিন্তা ধারনা করতে হয়। আসলে মানুষের কিছু কিছু খারাপ চাহিদার জন্য আমাদের পৃথিবীটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। কেননা এই খারাপ চাহিদাগুলো কখনোই মানুষ গ্রহণ করতে পারে না। আসলে এই পৃথিবীর সব মানুষ কিন্তু কখনো এক নয়।
এক এক রকমের মানুষ সবসময় এক এক ভাবে বসবাস করার চেষ্টা করে। আসলে এই এক এক ধরনের জাতিগুলো সব সময় আলাদা হয়ে এক এক ধরনের সমাজ গঠন করেছে। আসলে মানুষের এই আলাদা আলাদা ধরনের চিন্তাভাবনার জন্য আলাদা আলাদা পৃথিবীর সৃষ্টি হয়েছে। আর এই জন্য এই দুনিয়াটাকে আমাদের কাছে অনেক বেশি আজব মনে হয়। কেননা আমরা এতগুলো জাতি যে এই পৃথিবীতে বসবাস করি তার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয় এবং তাদের এই আলাদা আলাদা কর্মকাণ্ডের জন্য তাদেরকে আজব বলে মনে হয়। আসলে এক এক জন লোকের কাজকর্ম এক এক জন লোকের কাছে এক এক ধরনের মনে হয়। কারো কাজকর্মের সাথে কারো কাজকর্মের কোন ধরনের মিল থাকেনা। যদিও কিছু কিছু ক্ষেত্রে পৃথিবীর সব মানুষগুলো একই রকম হয়ে থাকে।
এছাড়াও আপনার একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে আমরা একটা জাতি শান্তভাবে বসবাস করছি এবং অন্য একটা জাতি তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিবাদ করে বসবাস করছে। এটি ভাবলেই কেমন যেন অবাক লাগে। কেননা এই অবাক পৃথিবীতে বিভিন্ন ধরনের জিনিস সবসময় ঘটতেই থাকে। তবুও আমরা সবসময় চেষ্টা করি যে সবাই মিলেমিশে একসঙ্গে চলাচল করার জন্য। আসলে এই জিনিসটা সম্পূর্ণই আলাদা মনে হয় আমাদের কাছে। কেননা এটা কখনোই আর সম্ভব হয়তোবা হবে না। আসলে মানুষ তাদের নিজেদের আবার যোগ্য অর্থাৎ যেখানে তারা আরাম ভোগ করে সেখানেই তারা বসবাস করতে চেষ্টা করে। এছাড়াও এই দুনিয়ার মানুষগুলো এখন এক একজন এক এক রকম প্রকৃতির হয়ে থাকে। কারো সাথে কারো কোন ধরনের কোন মিল থাকেনা কখনো। আর এই জন্য আমাদের এই পৃথিবীটাকে বহু গুণী ব্যক্তিরা আজও অবাক বলে উল্লেখ করেছেন।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।