ভবিষ্যতের ভাবনা জ্ঞানীর কাজ
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভবিষ্যতের ভাবনা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে বহু মানুষ রয়েছে যারা কখনো ভবিষ্যৎ সম্পর্কে কোন ধরনের চিন্তা ভাবনা করে না। অর্থাৎ তারা মনে করে যে বর্তমান সময়ে যদি তারা ভালোভাবে কাটাতে পারে সেটাই তাদের জন্য অনেক। কিন্তু ভবিষ্যতে কি হবে সেই বিষয়টি যেহেতু আমরা কেউ কখনো বলতে পারি না তবুও কিন্তু আমরা ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন ধরনের সচেতনতা বাড়াতে হবে। কেননা আমরা যদি ভবিষ্যৎ সম্পর্কে কোন ধরনের চিন্তা ভাবনা না করতে পারি তাহলে ভবিষ্যতে যদি বড় কোনো ধরনের অসুবিধা সৃষ্টি হয় তখন সেই অসুবিধার বিরুদ্ধে আমরা মোকাবেলা করতে পারব না। এই পৃথিবীতে যারা জ্ঞানী লোক তারা সব সময় ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা-ভাবনা করে এবং ভবিষ্যতের জন্য সব সময় সঞ্চয় করতে থাকে। তারা বিনা কারণে বর্তমান সময়ে কোন অর্থ অপচয় করে না।
একটা মানুষ আজ উচু পর্যায়ে রয়েছে কাল কিন্তু সে নিচু পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু সে যদি বসে বসে তার অর্থের অপচয় করে এবং ভবিষ্যতের জন্য কোন সঞ্চয় না করে তাহলে ভবিষ্যতে যদি কোন ধরনের অসুবিধা হয় তাহলে সে সেই অসুবিধার জন্য তাকে অনেক বেশি কষ্ট ভোগ করতে হয়। আমরা পূর্বে দেখেছি যে বিভিন্ন মনীষীরা ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা দিয়েছেন এবং সে ধারণা অনুযায়ী তারা সবসময় চলার চেষ্টা করেছে। আর এর ফলে তারা জীবনে মানুষের মতো মানুষ হতে পেরেছে এবং ভবিষ্যতে যখন কোন সমস্যা এসেছে তখন তারা কিন্তু সে সমস্যার সমাধান করতে পেরেছে। আর এভাবে যদি আমরা সেসব মনীষীদের দেখানো পথ দিয়ে চলতে পারি তাহলে আমরাও আমাদের ভবিষ্যতের সকল সমস্যাগুলো দূর করতে পারব।
কেননা সবসময় পিতা-মাতা চেষ্টা করে যে তাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে তোলার জন্য। আর তাদের সন্তানদেরকে মানুষ করে তোলার জন্য তারা তাদের অর্থের দিকে কখনো তাকায় না। কেননা ভবিষ্যতে তারা একসময় দুর্বল হয়ে যাবে এবং তাদের দেখার দায়িত্ব কিন্তু তাদের সন্তানদের। আর এজন্য তারা তাদের সন্তানদেরকে মানুষ করার জন্য তাদের মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে। আর এই পরিশ্রমের ফল যখন সার্থক হয় তখন সেসব পিতামাতারা তাদের বয়সকালে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারে কেননা তাদের সন্তানদেরকে তারা মানুষের মতো মানুষ করে তুলতে পেরেছে এবং তাদের শেষ বয়সে এসে তাদের সন্তানেরা তাদের সেবা-যত্ন করছে। এছাড়া অনেক মানুষ হয়েছে তাদের বর্তমান সময় থেকে কিছু কিছু অর্থ তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে।
আসলে অনেকে মনে করে যে লোকটি অনেকটা কৃপণ ধরনের। কিন্তু আমার কাছে মনে হয় যে যারা পৃথিবীতে কৃপণ ধরনের অর্থাৎ যারা কোনো অর্থের অপচয় করে না বরং তাদের অর্জিত অর্থ থেকে কিছু কিছু অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে তারা কিন্তু ভবিষ্যৎ জীবনে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারে। আসলে একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে রাজার ধন কিন্তু একদিন শেষ হয়ে যেতে পারে যদি না সেই রাজার ধন সঠিকভাবে ব্যবহার না করা হয়। তাইতো আমরা আমাদের সন্তানদেরকে সবসময় শিক্ষা দেব যাতে করে তারা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা করে সামনের দিকে এগোনোর চেষ্টা করে। আর তারা যদি ভবিষ্যৎ সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে তাহলে তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।