বাহিরের চাকচিক্য

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে যখন নিউজ পড়ি, আসলে কিছু কিছু নিউজ এর দিকে যেনো চোখ আটকে যায়। কারণ কিছু কিছু নিউজ দেখলে বুকের ভেতর কেমন করে ওঠে। কারণ মাঝেমধ্যে ওই লেখাগুলো পড়লে বারবার এটাই মনে হয় যে, আমরা কি সত্যি মানুষ?কারণ মানুষ হলে আসলে এই ধরনের কাজ করা কখনো সম্ভব হতো না। অর্থাৎ আমি কিছু ছোট ছোট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে সেটা আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে, আমি কেনো এই কথাগুলো বলছি।

বেশ কয়েকদিন আগে যখন নিউজ পড়ছিলাম। তখন একটা নিউজ দেখলাম যে, একজন মহিলা তার কাজের মেয়েকে অর্থাৎ খুব ছোট একজন কাজের মেয়েকে এতো বেশি মেরেছে যে, যেটা আসলে কল্পনার বাইরে। সে ভালোভাবে হাঁটাচলা পর্যন্ত করতে পারে না। আর আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি। যখন দেখলাম যে সে আসলে একজন কবি মানুষ। অর্থাৎ আমরা সাধারণত কবি সাহিত্যিক, লেখক উনাদের কথা যখন বলি কিংবা উনাদের কথা যখন বিবেচনা করি। তখন আমরা এটাই ধরে নেই যে, ওনারা অনেক সরল এবং ভালো মনের মানুষ।

কিন্তু দেখুন আমরা যাদেরকে আসলে আমাদের সমাজের আদর্শ ভাবি। যাদেরকে আমরা আমাদের সমাজের ভালো মানুষ ভাবি। তাদের অবস্থা কি খারাপ! অর্থাৎ তাদের বাইরের চাকচিক্যই আছে,ভেতরটা আসলে কতোটা খারাপ ! তাই আসলে মানুষের বাইরের অবস্থা দেখে কখনোই ওই মানুষকে বিবেচনা করা উচিত নয়। অর্থাৎ তাকে ভালো মানুষ বা খারাপ মানুষ কোনোটা বলা উচিত নয়। কারণ হয়তো সবাই আমরা যাদেরকে খারাপ বলি, তারাই আসল ভালো মানুষ। আর যাদের আবার বাইরের অনেক বেশি চাকচিক্য দেখে ভালো বলি, তারাই মূল খারাপ মানুষ।

ABB.gif