কাজের সময়ে বৃষ্টির অকাজ!

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আসলে একটা ভালোই বিপদে পরেছি। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। যাই হোক বেশি কথা না বাড়িয়ে কথা শুরু করি। আমি আসলে বেশ কিছুক্ষণ আগে অর্থাৎ বলা চলে একেবারে অনেক ভোরের দিকে বের হয়েছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজে। অর্থাৎ বলা চলে একেবারে ফরমাল গেটাপে বের হয়েছিলাম। কারণ অফিসিয়াল কাজগুলোতে স্বাভাবিকভাবেই ফরমাল গেটাপে যেতে হয়। কিংবা ফরমাল কাজগুলো আসলে ফরমালি ভাবেই করতে হয়।

কারণ আমরা প্রতিদিন সাধারণত যেভাবে বের হই ফরমাল গেটাপ নিলে। স্বাভাবিকভাবে সেভাবে বের হওয়া যায় না। কারণ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে অর্থাৎ কোন ড্রেসটি পরবো কিংবা সেসবের ফিটিং ঠিক রয়েছে কিনা ইত্যাদি কিছু চেক করতে হয়। যাই হোক,তো সব শেষ করেছিলাম।কারণ ওই যে বললাম,যথেষ্ট ম্যানেজমেন্ট এর একটি ব্যাপার আছে। অর্থাৎ সবকিছুই মোটামুটি আমি শেষ করেছিলাম।

কিন্তু এরপরে যখন বের হলাম আমি আসলে বের হওয়ার আগে কিছুক্ষণ ভেবেছিলাম যে ছাতা নিবো কিনা। কিন্তু তখন এতো রোদ ছিলো যে আমার মনে হলো যে এখন আর যাই হোক কোনোভাবে বৃষ্টি আসবে না। তাই আসলে ছাতা না নিয়েই বের হয়ে গিয়েছিলাম এবং মাঝ পথেই এমন মুষলধারে বৃষ্টি আসলো যে আমি একেবারে ভিজে চুপচুপে হয়ে গেলাম। তখন মেজাজ এমন খারাপ হয়েছিলো, কি আর বলবো। কারণ বৃষ্টি সাধারণত সবাই অনেক বেশি আনন্দের সাথেই উপভোগ করে। কিন্তু কাজের সময় বৃষ্টি সব সময় যেনো অকাজই করে। এরপরে আবার আমার বাসায় ফিরতে হলো ড্রেস চেঞ্জ করে পরে আবার যেতে হলো। অর্থাৎ বুঝতে পারছেন কি পরিমাণ ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে। শুধুমাত্র বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হইনি বলে।

ABB.gif

Sort:  
 last month 

খুবই দুঃখের বিষয় হলো আজকে। রেডি হয়ে গেটাপ নিয়ে বের হয়েছেন তাও বৃষ্টি ভিজিয়ে দিল। বৃষ্টি উপভোগ করতে ভালোই লাগে। কিন্তু কাজের সময় যদি বৃষ্টি আসে তখন মাথা গরম হয়ে যায়। যাই হোক ভাগ্যে ছিল আজকে বৃষ্টিতে ভিজতে হবে আপনাকে সেজন্য ভিজে গিয়েছেন।