ছুটি নেই
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে অতীত নিয়ে ভাবতে বেশ ভালো লাগে। কারণ অতীত নিয়ে ভাবতে গেলে কিছু সুন্দর সুন্দর স্মৃতির মধুর সময় চোখের সামনে ভেসে ওঠে। যে সময়গুলো হয়তো আমরা আর কখনোই পাবো না কিংবা যে সময়গুলো হয়তো কখনোই ফিরে আসবে না। আর যে সময় গুলো আসলে চলে যায়। সেই সময়গুলোকে যেনো অতিরিক্ত মধুর লাগতে থাকে যতো সময় ঘনিয়ে আসে ততো। ঘনিয়ে আসে বলতে আমরা সকলেই কিন্তু খুব ধীরে ধীরে মৃত্যুর দিকে যাচ্ছি। হয়তো এটা জানি না যে,কার মৃত্যু কখন হবে। কে কখন কাকে ছেড়ে চলে যাবে। কিন্তু এটা ঠিকই জানি যে, আমরা সবাই একদিন চলে যাবো ।
কিন্তু আসলে একটা ব্যাপার খেয়াল করলাম। কিন্তু একটা ব্যাপার ভাবলেও কেমন যেনো লাগে যে, ছোটবেলায় আমাদের প্রচন্ড ছুটি ছিলো। অর্থাৎ কারণে অকারণে আমরা ছুটে যেতাম খেলার মাঠে খেলতাম বাবা-মায়ের সাথে, বন্ধুদের সাথে অর্থাৎ দারুন একটা সময় ছিলো।
কিন্তু এখন যেনো কোথাও কোনো ছুটি নেই। অর্থাৎ ধরুন যারা অফিস করে। তারা যদি কোনো ছুটির দিন পায়। অর্থাৎ অফিসিয়াল ছুটির দিন পায়। তারা কিন্তু আগে থেকেই ভেবে রাখে যে, ওই দিনে তারা কি কি কাজ করবে। আবার ঠিক একই ভাবে যারা আসলে স্কুল কলেজের সময়টা পার করে এসে গ্রেজুয়েশন কমপ্লিট করছে তারাও ঠিক একইভাবে ছুটির দিনগুলোকে বরাদ্দ করে রাখে কোনো না কোনো কাজ, অ্যাসাইনমেন্ট ইত্যাদির জন্য।
অর্থাৎ বড় হয়ে যাওয়ার পরে আর ছুটি নেই। এই কথাটা কতো সহজেই আমি হয়তো লিখে ফেললাম। কিন্তু এই কথাটি যদি আমরা ভাবতে চাই। তাহলে অনেক বেশি ভাবতে হবে। এতোটাই ভাবতে হবে যে, যে ভাবনায় ডুবে গেলে তার তল খুঁজে পাবোনা আমরা।অর্থাৎ এটা একটা চিরন্তন সত্য কথা এবং তিক্ত কথা হলো, বড় হয়ে যাওয়ার পরে আমাদের আর কোনো ছুটি নেই। শুধুমাত্র একটাই ছুটি রয়েছে। যে ছুটি আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে ফেলবে।
শুধু আপনার ক্ষেত্রে নয় প্রতিটা মানুষের ক্ষেত্রেই অতীত নিয়ে ভাবতে গেলে সুন্দর কিছু স্মরণীয় মুহূর্ত আবার চোখের সামনে ভেসে ওঠে। কথাগুলো পড়ে আমার জীবনের কিছু রঙিন স্মৃতি মনে পড়ে গেল যাইহোক মানুষ যখন নিজের জীবন গোছাতে ব্যস্ত তখন চাইলেও আর সেই পুরনো দিনের মতো জীবন কাটাতে পারে না।