গ্রামীণ জীবন (পর্ব -৪৩) || আমার বাংলা ব্লগ।

in আমার বাংলা ব্লগ4 days ago
1000023148.png

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

1000023144.png

গ্রাম বাংলার আমার স্মৃতিতে গ্রাম একটা জীবন্ত সকাল। প্রতিদিনের ভোরের আলোর মত, নতুন দৃপ্তি দেয় সবসময় গ্রামের দিনগুলো। প্রতিদিনের দক্ষিণা বাতাস যেমন শরীরে সতেজতা নিয়ে আসে, তেমনি গ্রামীন জীবনেরর, আবেক আমার মনের কোনায় একটা সুনিবিড় আবহ তৈরি করে। গ্রামে শৈশবের স্মৃতিগুলো ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে আজকে আমি গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবন যাত্রার সম্পর্কে তুলে ধরেছি। আমি যখন গ্রামের রাস্তার পথ দিয়ে যাচ্ছিলাম তখন এই মুহূর্তে আমি ছবিগুলো তুলেছিলাম এখানে গ্রামের ভেতরে মানুষ বিভিন্ন প্রকার পেশায় তারা সব সময় ব্যস্ত থাকে।আসলে গ্রামের ভিতরে চারদিকের পরিবেশ সুন্দর আবহাওয়া এবং খোলামেলা মাঠ এবং মানুষের কর্মব্যস্ততা সবই অত্যন্ত মনোমুগ্ধকর এবং আনন্দময়।

1000023146.png

গ্রামীণ জীবন প্রকৃতির কোলে এক সহজ-সরল জীবনযাত্রা। এখানে ভোরের আলো ফোটার সাথে সাথে মানুষের কাজকর্ম শুরু হয়। কৃষকেরা জমিতে গিয়ে ধান, গম বা সবজি চাষে ব্যস্ত হয়। অনেকেই গরু-ছাগল পালন, মাছ ধরা কিংবা কাঠ কাটার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি হাঁস-মুরগি পালন, শাকসবজি চাষ এবং কখনও ক্ষেতের কাজেও পুরুষদের সহায়তা করেন। গ্রামের শিশুরা সকালে স্কুলে যায়, আর বিকেলে মাঠে খেলাধুলা করে অথবা পরিবারের কাজে সাহায্য করে। হাটে-বাজারে গ্রামের মানুষ তাদের উৎপাদিত ফসল ও পণ্য বিক্রি করে জীবিকা অর্জন করে।

1000023147.png

গ্রামীণ জীবনে মানুষ একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ায়, সহযোগিতা করে। সন্ধ্যা নামলে গ্রামের আকাশে নামতে থাকে শান্ত নীরবতা, চারপাশ ভরে ওঠে পাখির ডাক আর প্রকৃতির সৌন্দর্যে। সরলতা, পরিশ্রম আর পারস্পরিক ভালোবাসার সমন্বয়ে গ্রামীণ জীবন সত্যিই এক অনন্য ও শান্তিপূর্ণ জীবনধারা। যাইহোক, আজকের গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করলাম।আজকের মত এখানেই শেষ করছি,পরে আবার "নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব,, ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্যা বিদায়, আল্লাহ হাফেজ।

আমার ব্লগ পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WD38ZqUeRnVUECQkCUtERy26TtJgXchPPruCuG4aYFBuTAMzpZcSvvMhve24nx82PpqjRpciui4qTvoaVEYW.png

ফোনের বিবরণ!

ক্যামেরাVIVO Y81i
ক্যমেরা মডেলvivo 1812
ক্যাপচার@hanif3206
অবস্থানসদর উপজেলা,নোয়াখালী

SeZwdRpvKdfSER21BRnLEm7DphWq1kbpQyRKi46dTupajZqXocKokWcbV7VCrdshaTLgcMPZmGgv1EUs7rKcDejZqhvw3cPa35fbfbMp99zZNpB8cMkTyWhtbyLEmPVy8QBYtG2hcHEjm4GepX64cwR1WHiuRyC5d7EFb9axxoEFf.gif

A3Z6dpaPrexwcy6xHQHfFaMXGPra6UPLbZDNDdFc7rVLrvj1qbtDMbRZMQF6A4zb3yPLpkViGe95ESMpTZxPuwXgYvdtUhmrKkECnXdBqP1196rHDbZPpYXQhqXgYFw7wZ1gTosU.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1TjXjKbU7neRb4MUGqBZJEsBZygBMp3vgpnsxmjJLT2LGe6GhhQ646pj6vVUUkTVSR4JU69ieh1ufxLEsQ.png

6HAuCuDmXw26e9.gif

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSBPCV7mSFC5UcypyAvDUdYo6fgY55XWxFzyApyxVewjd6hApTuPveLT8aaj5YvvAtAMeHpeQ6.png

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟