এই নিউজটার পর একদম আপনার মতোই বিষয়টা আমি চিন্তা করেছি। সাধারণ একজন মানুষকে মানে যে হার্টের রোগী তাকে হাসপাতালে নেয়া হলে আগে হাসপাতালের বিল দিতে হবে, তারপর সই স্বাক্ষর করতে হবে তারপর টাকা ম্যানেজ হলে চিকিৎসা সেবা শুরু হবে নতুবা হবে না। এই ব্যাপারটা পুরাপুরি উল্টো যখন প্রশ্ন আসে একজন সেলিব্রেটি পার্সনের! তখন ডাক্তাররা এতো হিসাব নিকাশ করবে কই! আগে তাকে চিকিৎসা করাতে হবে। তারপর অন্যকিছু ভাবা যাবে। মাঝে মাঝে ভাবী সাধারণ মানুষ হয়ে ভুলও করলাম বটে। তবে বাস্তবতা এটাই আপনাকে আমাকে মেনে নিতে হবে।
নিষ্ঠুর বাস্তবতার কারণে, বলির পাঁঠা হচ্ছি আমরা প্রতিনিয়ত ভাই।
ঠিক বলেছেন ভাই