আসলে নিজের মেন্টালিটি সবার সাথে সবসময় যায় না। আপনি যেভাবে মুক্ত চিন্তা করেন অন্য কেউ হয়তো পারে না। দিনশেষে নিজের উপর অভিমান করেও লাভ নেই। অভিমান সবার জীবনেই আসে তবে সেটা মনে দাগ কেটে যায়। এটা বাস্তব বলেছেন, যাদের আপনি বেশি ভালোবাসবেন, স্নেহ করবেন তারাই আপনাকে বেশি কষ্ট দিবে।