এটা একদম ঠিক বলেছেন, ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ এক না। আমরা অনেক কিছুই লুকিয়ে রাখি। কারো বিষয়ে না জেনে কখনো মন্তব্য করা উচিত নয়। আপনার বড় ভাইয়ের মারা যাওয়ার খবরটা শুনে খারাপ লাগছে। এ সময়ে নবীনের সঙ্গ করে ভালো করেছেন। কিছুটা হলেও ভাল সময় কাটবে আশা করি।
এটা সত্য আমরা প্রায়ই ভার্চুয়াল আর রিয়েল লাইফকে একত্রে গুলিয়ে ফেলি। এটা সত্য, ছোট ভাইয়ের সঙ্গে সেদিনের সময়টা ভালোই কেটেছিল।