শেষ মনে হয় ক্লাস-৪ এ খেলেছিলাম। মজার ব্যাপার হলো একবারো এ খেলায় জিততে পারেনি। যারা একটু লম্বা থাকতো তারা সহজেই বিস্কুট মুখ দিয়ে নিতে পারতো। তবে এ খেলায় মজা হতো অনেক বেশি। যারা বিস্কুট ছিড়তে পারতো না, তারা হাতের বাধন খুলে, হাত দিয়ে বিস্কুট নিয়ে দৌড় দিতো 😁। এ খেলা মেবি বিলুপ্ত প্রায়।