পাঞ্জাবের দারুণ জয়!

in আমার বাংলা ব্লগ9 days ago

29-03-2025

১৫ চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে খেলা নিয়েআলোচনা করার জন্য। আপনারা হয়তো জানেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরু হয়েছে। ইতোমধ্যে আইপিএল জমে গিয়েছে। আসলে ম্যাচ তেমন দেখা হয় না। তবে আজকে চলে এলাম গুজরাট টাইটান্স ও কিংস ইলেভেন পাঞ্জাব। আইপিএল এর আগের ম্যাচ কয়েকটা দেখেছিলাম ভালোই টোটাল হয়। আর এজন্য আইপিএল টাও জমে উঠে। তো আজকে আইপিএল এর ৫ম ম্যাচ নিয়ে আলোচনা করবো। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স!

Screenshot_2025-03-26-04-36-06-03.jpg

Screenshot_2025-03-26-04-36-47-89.jpg

screenshot from Star Sports 1 HD

শুরুতে ব্যাটিং এ নামে আরিয়া এবং পি সিং! পাঞ্জাব শুরুটা ভালোই করেছিল। তবে চতুর্থ ওভারে দলীয় সংগ্রহ যখন ২৮ রান তখন পি সিং কাগিসো রাবাডার বলে আউট হয়ে সাজঘরে ফেরে। তারপর মাঠে আসে শ্রেয়াসায়র! শ্রেয়াসায়র আগেরবার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিল। এবার পাঞ্জাব টিম তাকে ক্যাপ্টেন করেছে। শ্রেয়াসায়র এর ব্যাটিং পারফরর্মেন্স যথেষ্ট ভালো বলতে গেলে। চ্যাম্পিয়নস ট্রফিতেও সে ভালো ব্যাটিং করেছিল। তো শ্রেয়াসায়র ও আরিয়া মিলে একটা পার্টনারশিপ বিল্ড আপ করার চেষ্টা করে। যেভাবে দুজন ব্যাটিং করেছিল মনে হচ্ছিল ১০০ এর উপরে তাদের পার্টনারশিপ যাবে। তবে দলীয় সংগ্রহ যখন ৭৯ রান তখন আরিয়া রশিদ খানের বলে আউট হয়ে সাজঘরে ফেরে। তারপর মাঠে আসে ওমরজাই! আফগান এ অলরাউন্ডারকে দল ভিড়িয়েছে পাঞ্জাব!

ওমরজাইকে নিয়ে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করে শ্রেয়াসায়র। শ্রেয়াসায়র ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করে। হাফ সেঞ্চুরি করার পর ব্যাটিং তান্ডব তখন শুরু হয়। একের পর এক ছক্কা বাউন্ডারি মেরে বোলারদের চাপে রাখার চেষ্টা করে। তবে ওমরজাই ১১ তম ওভারে সেই কিশোরের বোলে আউট হয়ে সাজঘরে ফেরে! তারপর মাঠে আসে গ্লেন ম্যাক্সওয়েল। গ্লেন ম্যাক্সওয়েল বলতে গেলে পাঞ্জাবের আইকনিক প্লেয়ার। সেই কবে থেকে পাঞ্জাব ম্যাক্সওয়েলকে ছাড়েনি। কিন্তু ম্যাক্সওয়েল নামার পর আমি ভেবেছিলাম হয়তো নিজেকে মেলে ধরতে পারবে। কিন্তু ব্যক্তিগত শূন্য রান করেই মাঠ ছাড়তে হয় তাকে। তারপর মাঠে আসে স্টইনিস। স্টইনিসকে নিয়ে দারুণ ব্যটিং করতে থাকে।

Screenshot_2025-03-26-04-38-08-88.jpg

Screenshot_2025-03-26-04-45-32-43.jpg

screenshot from Star Sports 1 HD

তবে স্টইনিসের ইনিংস থামে ব্যক্তিগত ২০ রান করে। শেষের দিকে শ্রেয়াসায়র এর ৯৭ রানের অনবদ্য ইনিংসের সুবাধে পাঞ্জাব ৫ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করতে সমর্থ হয়। তো টি-টোয়েন্টিতে ২০০+ রান চেইস করে জেতাটা টাফ! সেখান ২৪৩ রান করেছে। গুজরাট টাইটানস এর পক্ষে জেতাটাও কঠিন ছিল। তবে দেখার বিষয় ছিল তারা কেমন ব্যাটিং করে। তারপর ব্যাটিং করতে নামে সুদারসন ও গিল! গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন শুভমান গিল। সে হিসেবে তার আলাদা দায়িত্ব রয়েছে। তো গুজরাটের শুরুটা দারুণ হয়। পাওয়ারপ্লেতে রান রেইট ১০ করে ব্যাটিং করতে থাকে। তবে পাওয়ারপ্লের শেষ বলে শুভমান গিল ম্যাক্সওয়েল এর বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যায়। তারপর মাঠে আসে জস বাটলার।

Screenshot_2025-03-26-04-49-42-96.jpg

Screenshot_2025-03-26-04-50-11-86.jpg

screenshot from Star Sports 1 HD

জস বাটলার নামার পর রান রেইট যেন আরও বেড়ে যায়। কারণ সুধারসন যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল খেলা জিতে যাবে। সুধারসন ব্যক্তিগত হাফ সেঞ্চুরি করে ফেলে এদিকে জস বাটলারও দারুণ ব্যাটিং করতে থাকে। তো জসবাটলারও ব্যাক্তিগত হাফ সেঞ্চুরি করে ফেলে। এদিকে সুধারসন ব্যক্তিগত সংগ্রহ যখন ৭৪ রান তখন সে আউট হয়ে যায়। তারপর মাঠে আসে রাদারফোর্ড! ক্যারিবিয়ান এ ব্যাটারের হাতে যথেষ্ট হিট রয়েছে। তবে গুজরাটের দলীয় সংগ্রহ ১৯৯ রান তখন জস বাটলার আউট হয়ে যায়। তারপর শেষ দুই ওভারে দরকার ছিল ৪৪ রানের জিততে। কিন্তু রাদারফোর্ড চেষ্টা করেছিল। শেষ ষবধি সে ২৮ বলে ৪৬ রানের অসাধারন এক ইনিংস খেলে আউট হয়। তারপর গুজরাট ০৫ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করতে সমর্থ হয়।



10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.