স্বরচিত কবিতাঃ " খুঁজবে তুমিও "
13-02-2025
০১ ফাল্গুন , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে একটি কবিতা লেখার জন্য। আসলে সপ্তাহের একটা দিন আমি রাখি কবিতা লেখার জন্য। কবিতা লেখাটা আসলে অনুভূতির বিষয়। আপনার মন স্থির না থাকলে কবিতা লেখা হবে না। আমার বাংলা ব্লগে অনেকেই অনেক ভালো কবিতা লিখে থাকেন। তাদের কবিতাগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। তো আমিও চেষ্টা করি কবিতা লেখার।
আজকের কবিতায় ফুটে উঠেছে ভালোবাসার নির্মমতা। ভালোবাসা সুন্দর। তবে আমরাই এটাকে খারাপ করি। জীবন থেকে যখন প্রিয় মানুষ হারিয়ে ফেলি তখনই আমরা তাকে খুঁজে বেড়ায়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
খুজঁবে তুমিও
খুজঁবে তুমিও আমাকে,
তোমার জন্য লেখা চিঠির ভাজে।
নয়তো আমার লেখা কবিতার ছন্দে।
খুজঁবে তুমিও আমাকে,
দূর আকাশের তারাদের মাঝে,
নয়তো আমাবস্যার রাতে আলো আধারীর সাজে।
খুঁজে খুঁজে ক্লান্ত হবে তুমিও,
কিন্তু অচেনা পথ পাড়ি দিয়ে চলে যাবে বহুদূর।
আামকে তবুও পাবে না।
চিঠির উত্তরের অপেক্ষায় বসে থাকবে তুমি,
কিন্তু চিঠির উত্তর কখনো পাবে না।
অভিমানের পালা ভারী হবে তোমারও,
চোখের জলে মুছে যাবে কাজল!
কিন্তু আমার দেখা পাবে না।
সেদিন বড্ড দেরি করে ফেলবে তুমি,
আমি হয়তো চলে গেছি বহুদূর!
তুমি বরং তারাদের সাথে কথা বলো,
খুব বেশি কান্না পেলে,
চলে এসো আমার পানে
আমি থাকবো তোমার অপেক্ষায়।
আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কবিতাটি ভালো লাগলে মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Twitter share
Puss tweet
প্রতিটি মানুষের কাছে এমনই হয়। প্রিয় মানুষগুলো, কাছের মানুষগুলো যখন হারিয়ে যায় তখন খুঁজে বেড়াই। যখন কাছে থাকে তখন কদর বুঝিনা মূল্য দিতে জানিনা। আমাদের প্রতিটি মানুষের উচিত আমাদের প্রিয় মানুষগুলোকে যথাসময়ে মূল্যায়ন করা এবং গুরুত্ব দেওয়া। যখন সেই মানুষগুলো আমরা কাছে পাই তখন মূল্যায়ন করি না। যখন হারিয়ে যাই তখন খুঁজে বেড়ায় হাহাকার হয়ে। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।
আপনার কাছে কবিতাটি পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ওয়াও ভাই অনেক চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। আপনার আপনার স্বরচিত কবিতার প্রতিটি লাইন অনবদ্য হয়েছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনাকে ধন্যবাদ ভাই কবিতাটি পড়ার জন্য।
ভালোবাসা সত্যি খুবই সুন্দর। তবে সবাই এটার মর্ম বোঝেনা। কিন্তু যখন সেই ভালোবাসার মানুষ হারিয়ে যায়, তখনই সেই মানুষটাকে খুঁজতে থাকে। আর এই জন্য থাকতেই মূল্য দেওয়া উচিত। ভালোবাসা সুন্দর হলেও এটাকে কিছু মানুষ খারাপ বানিয়ে ফেলে। সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না। অনেক ভালো লাগলো আপনার আজকের লেখা কবিতাটা পড়ে।
একদম ঠিক বলেছেন আপু। হারিয়ে গেলেই মানুষ তাকে খুঁজে বেড়ায়
আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।খুঁজবে তুমিও কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। আর এই প্লাটফর্মে অনেকে খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। ধন্যবাদ আপনাকে মনের অনুভূতি দিয়ে চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চেষ্টা করলে সবকিছুই সম্ভব হয়। আর তেমনই আমাদের এই কমিউনিটি কমবেশি সবাই কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। আর ঠিক তেমনি ভাবে আপনি নিজেও কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করছেন বলেই আপনি এখন সুন্দর সুন্দর কবিতা লিখতে পারছেন। " খুঁজবে তুমিও " কবিতাটা অনেক বেশি দারুন হয়েছে।
বেশ সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো ভাই । প্রিয়জনকে নিয়ে খুব দুর্দান্ত কবিতা লিখেছেন আপনি। আসলে প্রিয়জনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা হৃদয়ের মাঝে সারাক্ষণ বিরাজ করে। প্রিয়জন পাশে থাকলে সবকিছু ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর কবিতা লেখার জন্য।