বিকালের মুহূর্ত 🌸
24-11-2024
০৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। বাংলা এখন অগ্রহায়ণ মাস চলছে। আর এই সময়ে গ্রামে ধান কাটার হিড়িক পরে যায়। আমি গ্রামে আসলাম প্রায় দুমাস পর। এসে দেখি ধান কাটা শুরু হয়ে গেছে। তাই আজকে বিকালে বের হলাম স্বচোখে ধান কাটার মুহূর্ত দেখার জন্য। ইতোমধ্যে দেখলাম অনেকেই ধানের জমি কেটে জমিতেই ধান সংগ্রহ করছে। গ্রামে বলতে গেলে নিজস্ব জমিগুলা যাদের আছে তারা জমিতেই ধান সংগ্রহ করে। জমিতেই খলা বানিয়ে অর্থাৎ যেখানে ধান রোদে শুকানো হবে সেখানে সংগ্রহ করা হয়। ধান কাটার সময় ধানের যে গন্ধটা বের হয় সেটা দারুন লাগে। আজকে বিকালে যখন বের হলাম দেখলাম বেশ কয়েকজন কৃষক ধান কাটছে। কয়েকজন ধান কাটছে আবার কয়েকজন ধানের বোঝা মাথায় নিয়ে যাচ্ছে।
সূর্য তখন পশ্চিম দিকে হেলে পড়েছিল। তখনও কয়েকজন কৃষক জমিতে ধান কাটছিল। সূর্য অস্ত যাওয়ার আগেই সব ধান বাড়িতে নিতে হবে। তাই দেখলাম কৃষকরা দ্রুত ধান সংগ্রহ করছিল। আমি অনেকদিন পর খুব কাছ থেকে ধান সংগ্রহ করার মুহূর্ত উপভোগ করলাম। জমিতে কাজ করা একজন কৃষকের সাথে কথা বলে জানতে পারলাম এবার জমিতে ধানের ভালো ফলন হয়েছে। সরকারিভাবে কৃষকদেরকে সাহায্য করা হয়েছে। এছাড়া জমির সব খরচ সরকারিভাবে নেয়া হয়েছে। আমন ধান দেয়া হয়েছিল। আর জমিতে ভালো ফলন হওয়ায় এবার কৃষকরাও বেশ খুশি। তাদের প্রত্যাশা সামনের বার আবারো সরকারিভাবে সহায়তা পাওয়ার আশা ব্যক্ত করেছে।
আমার কাছেও ব্যাপারটা ভালো লাগলো।। গ্রাম পর্যায়েও সরকারিভাবে সহায়তা করা হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে সামনের বছরও ভালো ফলন পাবে বলে বিশ্বাস করি। তবে বিস্তৃত ধান ক্ষেতের জমি দেখে ভালোই লাগছিল। কিছু জমির ধান পেকে গিয়েছে কিন্তু কাটা হয়নি। হয়ত কিছু দিনের মধ্যেই বাকিজমি গুলোর ধান ঘরে তোলা হয়ে যাবে। গ্রামে এ সময়টাই সবচেয়ে সুন্দর। ধান ঘরে তোলা হয়ে গেলে জমিগুলো খালি হয়ে যাবে। আর তখন মাঠ বানিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এখন যেহেতু শীতকাল, ব্যাডমিন্টন খেলা হবে মাঠে।
আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ধান কাটা দেখলাম। আসার সময় দেখলাম গ্রামের বেশ কয়েকজন মহিলা ধান সংগ্রহ করছে খলায়! মূলত ধান কাটার পর সেটা সিদ্ধ করা হয় হালকা তারপর সেটাকে রোদে শুকানো হয়। এরপর মেশিনের মাধ্যমে চালে কনভার্ট করা হয়। তারপর সেটা সিদ্ধ করে ভাত করা হয়। যেটা আমরা খেতে পারি। আমরা ভাত ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। আসলে কোথাও গেলে যতই বাহিরের খাবার খাইনা কেন, ভাতের যে তৃষ্ণা সেটা মিটবে না।
Device | Oppo A12 |
---|---|
Photographer | @haideremtiaz |
Location | Nandail, Mymensingh |
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বিকেলবেলাটায় তাহলে বেশ ভালো উপভোগ করেছেন। আসলে এই মুহূর্তটা একটা সময় বেশি উপভোগ করা হতো। যখন আমরা ছোট ছিলাম এবং নানার বাড়িতে যেতাম। কিন্তু এই সময়টাই হয়তোবা আর উপভোগ করার সুযোগ পাওয়া হয় না। ধান খেতে ধান কাটার মুহূর্ত থেকে শুরু করে এটা ধান খলা পর্যন্ত শুকানো সবকিছুতেই আমরা একটা সময় ছিলাম কিন্তু এখন আর সেই সুযোগটা পাই না।
হুমম আপু, একটা সময় এ সময়টা বেশ উপভোগ করতাম। এখন জাস্ট দেখি শুধু
Twitter share
tweet share
ঠিক বলেছেন ভাইয়া অগ্রহায়ন মাস মানে কৃষকের ঘরে নতুন ধান উঠা। আপনাদের মত আমাদের এলাকাতেও এখন ধান কাটার ধুম পড়ে গেছে। আর যখন মাঠ পুরো ফাঁকা হয়ে যায় তখন এই মাঠে সবাই বিভিন্ন ধরনের খেলা করে এবং পিকনিক করে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্ট পড়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু। এখন পরিবেশটাই পরিবর্তন হয়ে যাবে।
বিশেষ করে এখন শীতের দিনে গ্রাম বাংলার এমন সুন্দর দৃশ্য খুব ভালো লাগে। আপনি বিকেল বেলায় বের হয়ে খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখলেন। এখন প্রতিটি গ্রামের মধ্যেই ধান কাটার উৎসব চলবে। নতুন ধানের উৎসবে পুরো গ্রামকে মুখরিত করে রাখবে। সেই সাথে পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে যাবে। সুন্দর সময় কাটালেন আপনি বিকেল বেলায়।
জি আপু, আপনি একদম ঠিক বলেছেন।
আমি গত সপ্তাহে বাড়ি গিয়েছিলাম কিন্তু আফসোস এই দৃশ্য গুলো দেখতে পাইনি। সাধারণত এই সময় কৃষকেরা একটু ব্যস্ত সময় পার করে। বিকেল টা গ্রামের মাঠে বেশ দারুণ কাটিয়েছেন ভাই আপনি। ধন্যবাদ আমাদের সাথে মূহূর্তটা শেয়ার করে নেওয়ার জন্য।।