স্বরচিত কবিতাঃ " তুমিময় "
27-03-2025
১৩ চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো সুস্থ্য থাকাটাই হলো প্রথম কথা। দুদিন হলো বাড়িতে আসলাম। বাড়িতে এসে মনে হচ্ছে ভালোই হয়েছে। কারণ রাতে প্রচন্ড শীত অনুভূত হয়। অথচ শহরে দিন রাত গরম! গরমে তো থাকা সম্ভব হয় না। আর কারেন্ট চলে গেলে রুমের ভিতর থাকা পসিবল না। সে তুলনায় গ্রামে আবহাওয়া যথেষ্ট ভালো। তবে ফাল্গুন ও চৈত্র মাস বাংলাদেশে বসন্তকাল। কিন্তু বসন্তকালে যেন গ্রীষ্মের অনুভূব পাচ্ছি না। আসলে কোন সময়ে কোন ঋতু থাকার কথা এটা এখন বাংলাদেশে বুঝা যায় না। বর্ষাকালে দেখি গরম, গরমে দেখি শীত, আবার শীতে দেখি বর্ষা। মানে ব্যাপক পরিবর্তন হয়েছে ওয়েদারের। এর দায় কিন্তু আমাদেরই। তবে আমাদেরই এখন সচেতন থাকা উচিত। নয়তো অদূর ভবিষ্যৎ এ বসবাসের অযোগ্য হয়ে যাবে এ বাসভূমি।
আজকে চলে এলাম একটা কবিতা নিয়ে। নরমালি সপ্তাহের একটা দিন রাখি কবিতা শেয়ার করার জন্য। তো আজকের কবিতায় ফুটে উঠেছে একজন প্রেমিকের প্রেমিকার প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। যেখানে প্রেমিকাকে নিয়ে তার হৃদয়ের যত অনুভূতি লিখেছে।
তুমিময়
বছরের শেষ সূর্যাস্তে একটা ফুল নিয়ে,
তোমার সামনে দাঁড়িয়ে যদি বলি ' ভালোবাসি '
তবে কি তুমি অভিমানের পাল্লা ভারী করে
বলবে-
না, ভালোবাসি না!
হৃদয়ে হবে তখন রক্তক্ষরণ,
তুমি জানো তো সেই রক্তক্ষরণ একমাত্র
তুমিই পারো তোমার ভালোবাসার মাধ্যমে মুছে দিতে।
স্নিগ্ধতার সরল চাহনি, হৃদয়ে শিহরণ জাগায়
আকাশে জমে থাকা মেঘের মতো,
অনুভূতির পাল্লা ভারী হয় হৃদয়ে।
অজস্র কবিতার ছন্দ ঘুরপাক খায়,
ছন্দহীন কবি যেন তোমাকে দেখে
কবিতার ছন্দ ফিরে পায়।
তুমি কি জানো তুমি সরলতার এক উপমা,
সৌন্দর্যের মাধুর্যতায় পরিপূর্ণ তুমি।
একটা রাত কেটে যায় তোমাকে পাওয়ার অপেক্ষায়,
রাতের দৈর্ঘ্য হয় দীর্ঘ।
তুমি বরং একটু চঞ্চল, একটু হাসিখুশি থেকো,
খুব বেশি মন খারাপ হলে ডাকপিয়নে চিঠি লিখো,
আমি তোমার চিঠির উত্তর দিবো,
কখনো দেখা করতে ইচ্ছে হলে,
বারান্দায় হাতটি বাড়িয়ে দিও,
আলতো বৃষ্টির স্পর্শ ছুঁয়ে যাবে তোমাকে।
আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতাটি ভালো লাগলে মন্তব্য করে জানাবেন আশা করছি। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌼।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Twitter share
Puss tweet
Upvoted! Thank you for supporting witness @jswit.
PUSS Task গুলোর লিংক শেয়ার করা হয়নি এখনো। ধন্যবাদ
জি করেছি এখন।