ঈদের দিনের মুহূর্ত!
31-03-2025
১৭ চৈত্র , ১৪৩১ বঙ্গাব্দ
🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼
কেমন আছেন সবাই? শুরুতেই সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর সে আনন্দ পরিপূর্ণতা পায় যখন ঈদ সবার সাথে ভাগাভাগি করে করা হয়। দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর ঈদ। সারাদিন একটি মাসা আল্লাহ তায়ালার নৈকট্য লাভের জন্য সাওম পালন করেছে বিশ্বের হাজারো মুসলিম উম্মাহ! তারপর আসে ঈদ। আর সে ঈদের মাধ্যমেই যেন সাওমের পূর্ণতা পায়। ঈদের দিন সকাল থেকে শুরু করে সারাদিন চলে আনন্দ ভাগাভাগি। ঈদে তৈরি হয় মজার মজার খাবার! আর এবারো ঈদটা একটু ব্যতিক্রম বলা চলে। বাংলাদেশের মানুষ অনেকদিন পর যেন স্বস্তির ঈদ উদযাপন করতে পেরেছে!
এবারের ঈদটা আমার জন্যও অনেক স্পেশাল। কারণ আগের ঈদে আমার যে অবস্থা ছিল আর এবারের ঈদে আমার অবস্থা আলহামদুলিল্লাহ্ ভালো। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় নিজের আইডেন্টিটি তৈরি করতে পেরেছি। গাজীপুর থাকা অবস্থায়ই বন্ধুদের ফোনকল সারাক্ষণ। কবে আসবো বাড়ি? ঈদ আসলেই পরিচিত সকলের সাথেই দেখা হয়। আর সেটা খুবই ভালো লাগে। তো ঈদে সকাল সকাল রেডি হয়ে মাঠে চলে যেতে হয় নামাজ আদায় করার জন্য। আমাদের দিকে মসজিদগুলোতেও এখন ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। তবে ছোটবেলা থেকে ঈদগাহে নামাজ আদায় করে অভ্যস্ত! ঈদগাহে নামাজ আদায় করলে ঈদের একটা ফিলিংস পাওয়া যায়।
ঈদগাহে ঈদের জামাত বলে দিয়েছিল সকাল দশটায় অনুষ্ঠিত হবে। তো ঈদের আগের রাতে আসলে তেমন একটা ঘুম ধরেনা বলতে গেলে। বাড়ির ছোট ছোট পুলাপান মেহেদী দেয়ায় ব্যস্ত থাকে। যেমনটা আমরা তাদের বয়সে করতাম। এটা অবশ্য ভালোই লাগে দেখতে। তারপর তো সোস্যাল মিডিয়াতে সবার ঈদের সালামি চাওয়া নিয়ে তোড়জোড় লেগে পরে। বড় হয়ে মনে হয় ভুলই করেছি। একে একে ছোট ভাই, বোন সবাই সালামি চাওয়া শুরু করে দিয়েছিল! আর বিকাশের অবস্থাও মোটে ভালো ছিল। তাদেরকে যেমন পারছি খুশি করার। যাইহোক, সকাল দশটায় যেহেতু নামাজ ছিল বন্ধুদের আগেই বলে রেখেছিলা ঈদগাহে নামাজ আদায় করবো। সেখানে ঈদের দিন কিছু জিনিসপত্র ও উঠে। ছোটরা সেখান থেকে অনেক কিছুই কিনে।
দশটার আগেই ঈদগাহে চলে আসলাম। এসে পেয়ে গেলাম কয়েকজন বন্ধুকে। যাদের সাথে ছোটবেলা থেকেই উঠাবসা। বলতে গেলে একসাথেই বড় হয়েছি আমরা। বাড়িতে গেলে তাদের সাথেই ঈদ করা হয়। আর বন্ধুদের সাথে ঈদ না করলে জমেও না! ঈদের নামাজ যেহেতু দশটায়, কিছুক্ষণ সময় ছিল। তখন বন্ধুরা কয়েকজন মিলে ফটোসেশন এর পর্বটা সেরে ফেললাম, হাহা!! তারপর ঈদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে পড়লাম। আজকে মোটামোটি এতো রোদ উঠেনি। তারপরও বেশ গরম ছিল বলা যায়। নামাজ আদায় করে আমরা চলে গেলাম ঈদকে কেন্দ্র করে উঠা দোকানগুলো দেখার জন্য।
মোটামোটি বেশ কিছু দোকান দেখতে পেলাম। দোকানগুলোতে ছোটদের উপচে পরা ভীড় ছিল। বিশেষ করে তারা ভিন্ন ভিন্ন রকমের খেলনা কিনতেছিল। যেহেতু গরম ছিল মোটামোটি, তাই দেখতে পেলাম বেশকিছু আইসক্রিম এর দোকান বসেছিল! অনেকেই তৃষ্ণা মেটানোর জন্য আইসক্রিম কিনেছিল।
Device | Opppo A12 |
---|---|
Location | W3w |
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter share
Puss tweet
ঈদ মোবারক ভাইয়া। ঈদের দিনের সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন দেখে ভালো লাগলো। ঈদ হলো আনন্দ উৎসব। সবাই মিলে একসাথে দিনটি খুব সুন্দর পালন করেছেন। আপনার পোস্ট পড়ে ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ ভাইয়া।
ঈদ মোবারক! সবাই মিলে ঈদের সময়টা ভালোই গেল।